শৈব তন্ত্রোক্ত মতে বাস্তু পূজায় পশুবলির উল্লেখ ---


   মাংসোদনং ঘৃতং চৈব দধ্যোদনমিতি স্মৃতম্ | ৮০ |পক্কমাংসবলিং দদ্যাৎপুতনাযৈ ততঃ পরম্ | 
রক্তোদনং মাংসং চ দাতব্যং তৎবিচক্ষণঃ || ৮১ ||অস্থিখণ্ডং চ মাংসং চ দাপযেৎপাপরাক্ষসীম্ |
ইত্যেতে পুতনাদ্যাস্তু স্বস্বমন্ত্রেণ তর্পযেৎ || ৮২ ||নমস্কারার্চনে কালে স্বাহান্তেন বলিং দদেৎ | ৮৩ "

রেফারেন্স - দীপ্ত তন্ত্র (শৈবাগম)/ ক্রিয়াপাদ/ ৩২ নং পটল

অর্থ - বাস্তু পূজার শেষে হোমের পর বাহ্য দেবতাগণ এবং অভ্যন্তর দেবতাদের উদ্দ্যেশ্যে বলি উৎসর্গীকরণ করার পর, রাক্ষসীদের উদ্দেশ্যে বিধি পূর্বক বলি প্রদান করতে হবে। পলান্ন (মাংসভাত), দধ্যন্ন (দইভাত) এসবের সাথে ঘৃত মিশিয়ে সেগুলি রাক্ষসীগণের সন্তুষ্টির নিমিত্তে বলি হিসেবে প্রদান করতে হবে। পুতনার (রাক্ষসী বিশেষ) উদ্দ্যেশ্যে রাঁধা মাংস বলি দ্রব্য হিসেবে প্রদান করতে হবে। এরপরে রক্তমাখা ভাত এবং মাংস মিশিয়ে তা প্রদান করতে হবে। পাপ-রাক্ষসীর উদ্দ্যেশ্যে অস্থি খণ্ড যুক্ত মাংস বলি হিসেবে প্রদান করতে হবে। এই ভাবেই পুতনা আদি বাকি রাক্ষসীদের উদ্দ্যেশ্যে তাঁদের নিজ নিজ মন্ত্র উচ্চারণ পূর্বক শেষে 'স্বাহা' উচ্চারণ করে প্রত্যেকের উদ্দ্যেশে বলি প্রদান করতে হবে।

[🔴বিঃদ্রঃ - ইহা কোনো শৈব আচার্য্য এর আজ্ঞা ব্যতীত এবং সঠিক শৈব দীক্ষা ব্যতীত গৃহে কেউ করতে যাবেন না। ইহা সম্পূর্ণ গুরুগম্য এবং শৈবপরম্পরা গত।]

© RohitKrChoudhury. ISSGT. 2022. ARR. 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত