About Us

Our Aims :

1. To manifest the glory of the Supreme Parameshwar Shiva. 
2. Propagation and propagation of true Shaiva Sanatan Dharma. 
3. To serve the living Shiva.

Through our organization, we have tried to show the world the greatness of Parameshwar Shiva and his traditional Shaiva Dharma. The ancient sages gave the advice of the sages and the brilliant biographies of various Shiva devotees, so that people were able to know and understand the greatness of Shiva and Shaiva Dharma. We are protesting against many superstitions, propaganda and slander, we are always working to refute them. 

আমাদের লক্ষ্য 

1. পরমেশ্বর শিবের মহিমা প্রকাশ করা।
2. সত্য সনাতন শৈব ধর্মের প্রচার ও প্রসার ।
3. জীবরূপী শিবের সেবা করা ।

আমরা আমাদের সংগঠনের মাধ্যমে বিশ্বের কাছে প্রভু শিবের মহানতা ও তার সনাতন শৈব ধর্ম কে তুলে ধরতে সচেষ্ট হয়েছি। প্রাচীন মুনি ঋষিদের উপদেশ তথা বিভিন্ন শিবভক্তের উজ্জ্বল জীবনীকে তুলে ধরি, যার ফলে মানুষ শিব ও শৈবধর্মের মাহাত্ম্য কে জানতে ও বুঝতে সক্ষম হন। বহু কুসংস্কার, অপপ্রচার ও শিবনিন্দার বিরুদ্ধে আমরা প্রতিবাদী, সর্বদা সেই সবের খণ্ডন করতে আমরা তৎপর রয়েছি। শৈব সনাতন হিন্দু ধর্মের মহা সংস্কৃতির সৌন্দর্য ও গৌরব কে প্রচার ও প্রসার করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য।
আমরা আপাতত বাংলায় প্রচার করছি, ভবিষ্যতে এটি বিশ্বের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাবো।

Indian fundamental rights :

According to The Constitution of India an Indian citizen have some fundamental rights. 

1. For under article 19 - Protection of certain rights regarding freedom of speech and expression, etc.

2. For under article 25 - Freedom of conscience and free profession, practice
and propagation of religion.

3. For under article 26 - Freedom to manage religious affairs.

4. For under article 28 - Freedom as to attendance at religious instruction or religious worship in certain institutions. 

5. For under article 29 - Rights for conserve cultural education. 

6. For under article 51A/h - To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত