শ্রাবণ মাসের ব্রত বিধি ও মাহাত্ম্য


শ্রাবণ মাসের পূজা বিধি সর্বপ্রথম ISSGT (International Shiva Shakti Gyan Tirtha) -এর পক্ষ থেকে আনা হল, যা সমগ্র বাংলা তথা ভারতেও বিরল। সম্পূর্ণ নিয়মাবলী ও বিধি লিখেছেন শ্রী নমিতা রায় দেবীজী, 
সংগ্রহ ও সহযোগিতা ও সম্পাদনায় — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী।

🔹শ্রবণ নক্ষত্র যুক্ত পূর্ণিমা তিথি যুক্ত এই মাসকে “শ্রাবণ” মাস বলা হয়(ব্যতিক্রম : সৌরসিদ্ধান্ত বা চন্দ্রসিদ্ধান্ত অনুযায়ী অধিমাস/মলমাসের ক্ষেত্রে শ্রাবণ মাসের সময় বদল হয়)।

সনাতনী দের অতি পবিত্র এবং পরমেশ্বর শিবের অতি প্রিয় মাস হল শ্রাবণ মাস। বছরের প্রতিটি মাসের মধ্যে এবং চতুর মাসের মধ্যেও শ্রাবণ মাস অতি গুরুত্বপূর্ণ।এই মাসে করা সকল ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় এবং শ্রাবণ মাসে ভক্তদের শিব মাহাত্ম্য শ্রবণ করা উচিত। এই মাস শৈবদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।  

[মনে রাখবেন - শ্রাবণমাস পরমেশ্বর শিবের জন্মমাস নয়, পরমেশ্বর শিবের কোনো জন্ম নেই, তিনি অজন্মা, সুতরাং কখনোই এইসব গুজব ছড়াবেন না, পরমেশ্বর শিব সাক্ষাৎ পরমাত্মা, তিনি কোনো জীব বা মনুষ্য নন, তাই এসব গুজবে কান দেবেন না, আর কাউকে এমন গুজব ছড়াতে দেখতে পেলেই সাথে সাথে প্রতিবাদ করবেন। পরমাত্মা শিবের জন্মের প্রমাণ শিবমহাপুরাণের কোথায় আছে সেটা দেখাতে বলবেন]

শ্রাবণ মাস পবিত্র হবার গুরুত্বপূর্ণ কারণ :

 এই মাসেই সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে নির্গত কালকূট বিষ(যা সমগ্ৰ সংসারকে ধ্বংস করার ক্ষমতা রাখে)। সেটি পরমেশ্বর শিব নীলকণ্ঠ রূপে নিজের কণ্ঠে ধারণ করে সমগ্ৰ জগৎ(দেব-দেবী, অসূর, মানুষ তথা সমস্ত জীব) সবার রক্ষা করেন। তাই এই মাসে সকলেই‌ পরমেশ্বর শিবের আরাধনা করে কৃতজ্ঞতা জানিয়ে থাকেন। 


🔹মনুষ্য রূপে আবির্ভুত হয়ে দেবী পার্বতী শ্রাবণ মাসেই পরমেশ্বর শিবকে স্বামী রূপে পাবার জন্য ঘোর তপস্যা করেছিলেন। তাই এই মাসে পরমেশ্বর শিবের তপস্যা করা উত্তম।

🔹


শ্রাবণমাস পালনের মাহাত্ম্য :

🔹অন্যান্য মাসের ব্রত থেকে শ্রাবণ ব্রতের ফল দ্বিগুণ পাওয়া যায়। বছরের প্রতি সোমবার বা যেকোনো পূজার ফল এবং শ্রাবণ মাসের সোমবার বা যেকোনো পূজার ফল সমান। যদি মাসিক কোনো‌ ব্রত কোনো‌ কারণে খণ্ডিত হয়ে থাকে তবে সেই ব্রত শ্রাবণ মাসে করলে সম্পূর্ণ ফল পাওয়া যায়। অন্যান্য মাসের এক লক্ষ জপের ফল শ্রাবণ মাসের একবার জপেই পাওয়া যায়। সকল ব্রত করতে অসমর্থ হলে যে কোনো একটি ব্রত অবশ্য‌ই করা উচিৎ। 

[আমাদের নির্দেশনা যদি মানতে চান তবে সোমবার ব্রত করতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা]

 

শ্রাবণমাস পালনের নিয়মাবলী :


🔹শ্রাবণ মাসে ব্রহ্মচর্য পালন, ত্রিপুণ্ড্র ধারণ, সংযম(ক্রোধ, দ্বেষ,কাম,লোভ কে নিয়ন্ত্রন করা) সাধনা ও ব্রত‌অনুষ্ঠান‌ করা আবশ্যিক। শ্রাবণ মাসের প্রথম দিন সঙ্কল্প নিয়ে মাসের প্রতিদিন শিবারাধনা ও ষড়াক্ষর মন্ত্র জপ করার বিধান রয়েছে। প্রতিদিন জলাভিষেক/ পঞ্চামৃতাভিষেক/রুদ্রাভিষেক করলে পরমেশ্বর শিব অতি প্রসন্ন হন। এই মাসের প্রতিটা দিন‌ই ব্রত অনুষ্ঠান থাকায় হবিষ বা নিরামিষ আহার গ্ৰহণ করা উচিত। 


🌿 2025 সালের শ্রাবণ মাস কবে থেকে শুরু ও কবে শেষ দেখে নিন👇

দুভাবে মাসগণনা হয়ে থাকে, চন্দ্রমাস ও সৌর মাস হিসেবে। যেকোনো একটি অনুসরণ করুন।

🌙চন্দ্রমাস অনুসারে- ১১-ই জুলাই ২০২৫ থেকে ০৯-ই আগষ্ট ২০২৫ পর্যন্ত।


☀️সৌর মাস অনুসারে- ১৬-ই জুলাই ২০২৫ থেকে ১৬‌-ই আগষ্ট ২০২৫ পর্যন্ত।


॥ শ্রাবণ মাসের ব্রতসমূহ ॥


👉শ্রাবণ মাসের প্রত্যেকটি বারেই ব্রত হয়ে থাকে 


 ১) সোমবারে পরমেশ্বর শিবের শ্রাবণ সোমবার ব্রত।

২) মঙ্গল বারে মঙ্গলাগৌরী ব্রত।

৩) বুধবারে শ্রীগণেশর শ্রাবণ বুধবার ব্রত।

৪) বৃহস্পতিবারে গুরু দক্ষিণামূর্তির শ্রাবণ বৃহস্পতিবার ব্রত।

৫) শুক্রবারে জীবন্তীকা ব্রত

৬) শনিবারে রুদ্র স্বরূপ হনুমান এবং পরম শৈব শনিদেবের শ্রাবণ শনিব্রত

৭) রবিবারে ঈশান রূপী সূর্যদেবের শ্রাবণ রবিবার ব্রত।


☘️শ্রাবণ মাসের বার অনুসারে ব্রত☘️


🔹শ্রাবণ সোমবার ব্রত ও নক্ত ভোজন☘️

এই ব্রত শ্রাবণের প্রথম সোমবারে ব্রত সংকল্প নিয়ে প্রতি সোমবারে ব্রত করে শেষ সোমবারে উদ্যাপন করতে হবে। সারাদিন উপোস থেকে সন্ধ্যার সময় শিব আরাধনা করে রাতে একবার সাত্ত্বিক আহার গ্ৰহণ করবেন।

[এই ব্রত করলে ভক্তের সকল মনোকামনা পূর্ণ হয়]


✅এখানে ক্লিক করে দেখুন 👉 সোমবার ব্রতবিধি 

✅এখানে ক্লিক করে দেখুন 👉 ষোলো সোমবার ব্রত বিধি

🔹মঙ্গলাগৌরী ব্রত🌺

শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবারে ব্রত সংকল্প নিয়ে প্রতি মঙ্গলবার ব্রত করে শেষ মঙ্গলবারে উদ্যাপন করতে হবে। সারাদিন উপোস থেকে‌ শিব সহিত মঙ্গলা গৌরী আরাধনা করে রাতে একবার সাত্ত্বিক আহার গ্ৰহণ করবেন।

[এই ব্রত পালনকারী ব্যক্তিকে সুখ-সমৃদ্ধি, সৌভাগ্য, দাম্পত্য সুখ লাভ করেন ]


 ✅এখানে ক্লিক করে দেখুন 👉 মঙ্গলাগৌরী ব্রতবিধি


☘️শ্রাবণ মাসের তিথি অনুসারে ব্রত ☘️


🔹শ্রাবণ গৌরী তৃতীয়া ও স্বর্ণগৌরী ব্রত🌷

শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় এই ব্রত করা হয়। 

[এই ব্রত পালন করলে বিদ্যা, সুখ-শান্তি, পুত্র-পৌত্র লাভ হয়]


✅এখানে ক্লিক করে দেখুন 👉 শ্রাবণ গৌরী তৃতীয়া/স্বর্ণগৌরী ব্রতবিধি



🔹শ্রাবণ চতুর্থী বা দূ্র্বাগণপতি ব্রত🌺

শ্রাবণ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শিব গৌরী পুত্র শ্রী গনেশের দূর্বাগণপতি ব্রত করা হয়।

[ এই ব্রত পালনে বুদ্ধি, জ্ঞান,শুভফল লাভ হয়]


✅এখানে ক্লিক করে দেখুন 👉 শ্রাবণ চতুর্থী বা দূ্র্বাগণপতি ব্রত বিধি



🔹শ্রাবণ কালাষ্টমী ব্রত🔱

শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে এই ব্রত করা হয়। 

[এই ব্রত পালন করলে ভগবান কালভৈরব সর্বদা তার ভক্তের রক্ষা করেন এবং সমস্ত অপদেবতা ও জাদুটোনা থেকে রক্ষা করেন]


✅এখানে ক্লিক করে দেখুন 👉 শ্রাবণ কালাষ্টমী ব্রতবিধি


🔹শ্রাবণ প্রদোষ ব্রত🌷

শ্রাবণ মাসের কৃষ্ণ ও শুক্ল পক্ষের ত্রয়োদশীতে এই ব্রত করা হয়। 

[ এই ব্রত সর্ব কামনা পূর্ণ কারী ও শিব সান্নিধ্য লাভ হয়]

✅এখানে ক্লিক করে দেখুন 👉 শ্রাবণ প্রদোষ ব্রতবিধি


🔹শ্রাবণ শিবরাত্রি ব্রত🌷

শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে এই ব্রত করা হয়। 

[শিবরাত্রি ব্রত করলে পরমেশ্বর শিব সর্বদা তার ভক্তের মনোকামনা পূর্ণ করেন এবং ভক্ত মোক্ষ লাভ করেন]


✅এখানে ক্লিক করে দেখুন 👉 শ্রাবণ শিবরাত্রি ব্রতবিধি



💠শ্রাবণ মাসে পবিত্র হৃদয়ে থেকে সারা মাস ধরে শিবারাধনা ও ব্রত অনুষ্ঠান করে শিব কৃপা লাভ করুন🙏


🔹তথ্যসূত্র - স্কন্দমহাপুরাণ/ শ্রাবণমাস মাহাত্ম্য/অধ্যায় ১-৩০নং অধ্যায়

👉প্রচারে- #আন্তর্জাতিকশিবশক্তিজ্ঞানতীর্থ 

লেখনীতে © Namitaroy(ISSGT)

{পোষ্টটি কপি করতে চাইলে পুরোটাই করবেন}

হর হর মহাদেব 🔱🙏

#শৈবসংস্কৃতি #শ্রাবণমাস #শ্রাবণব্রত #শ্রাবণমাহাত্ম্য #ISSGT

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ