শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)



 (২) শিবরাত্রির প্রহরপূজার পদ্ধতি 


শিবরাত্রির মূল পূজা সমাপ্তির পর শিবরাত্রির প্রহরপূজার সময়েও প্রথমে সংকল্প গ্রহন করতে হবে ।

[প্রহরপূজার আগে মূলপূজা সম্পূর্ণ করতে হয়। যদি শিবরাত্রি ব্রতের মূল পূজাটি দেখতে চান তবে এখানে ক্লিক করুন 👉 শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা) ]

[মনে রাখবেন - নিম্নোক্ত পূজার উপকরণ গুলি শিবমহাপুরাণের নির্দেশনা অনুযায়ী দেয়া হয়েছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী উপাচার দেবেন, যদি কোনো উপাচার দিতে আপনি অসমর্থ হন তবে ভক্তিসহকারে সেই উপাচার দ্রব্যটির কল্পনা করে উক্ত দ্রব্যের মন্ত্র উচ্চারণ করে কিছু পরিমান জল শিবলিঙ্গে দিয়ে দেবেন ]


⬛হাতে জল নিয়ে সাধারণ ভাবেই বলুন - দেবদেব মহাদেব হে নীলকন্ঠ আপনাকে নমস্কার করি। হে পরমেশ্বর! আমি আপনার শিবরাত্রির চারপ্রহরব্রতের অনুষ্ঠান করতে চাই। হে মহেশ্বর প্রভু শিব ! আপনার প্রভাবে এই ব্রত যেন সম্পূর্ণ নির্বিঘ্নেই সম্পন্ন হয় এবং কামনা বাসনা আদি শত্রু যেন আমাকে পীড়া প্রদান না করে।


🟥 প্রথম প্রহরের পূজা : 


[প্রথম প্রহরের ভারতীয় সময় - শুক্রবার, ৮ই মার্চ,

প্রথম প্রহরের সময় - 6:25 PM থেকে 09:28 PM] 


[প্রথম প্রহরের বাংলাদেশীয় সময় - শুক্রবার, ৮ই মার্চ,

প্রথম প্রহরের সময় - 06:55 PM থেকে 09:42 PM]


[প্রথম প্রহরের ওয়াশিংটন/USA সময় - শুক্রবার৮ই মার্চ, প্রথম প্রহরের সময় - 07:55 AM থেকে 10:42 AM (সকাল বেলায়)]

(Washington DC , USA এর সময়সূচি অনুযায়ী)

(ভারতের সময় ওয়াশিংটন এর সময়ের থেকে সর্বদা 10 ঘণ্টা 30 মিনিট এগিয়ে থাকে)


আপনার বানানো মাটির চারটি শিবলিঙ্গটির মধ্যে একটি শিবলিঙ্গ কে এবার স্থাপন করুন পঞ্চব্রহ্ম মন্ত্র উচ্চারণ করে। মাটির শিবলিঙ্গের অভাব হলে আপনি আপনার পাথরের শিবলিঙ্গেই এই চারপ্রহরের পূজা করুন। [প্রত্যেক প্রহরে এই এক‌ইভাবে শিবলিঙ্গ স্থাপন করতে হবে]

⬛মাটির শিবলিঙ্গের স্থাপনের জন্য মাটির শিবলিঙ্গ টি প্রথমে একটি পরিষ্কার পাত্রের মধ্যে একটি বেলপাতা রেখে তার উপরে বসিয়ে দিন । তারপর অল্প করে কিছু দূর্বা, আঁতপচাল, বেলপাতা নিজের হাতে নিয়ে নিম্নোক্ত বৈদিক পঞ্চবক্ত্র শিবের মন্ত্রগুলি উচ্চারণ করুন 👇


ॐ সদ্যোজাতং প্রপদ্যামি সদ্যোজাতায় বৈ নমো নমঃ।

ভবে ভবেনাতি ভবে ভবস্ব মাং ভবোদ্ভবায় নমঃ ॥

ॐ বামদেবায় নমো জ্যেষ্ঠায় নমঃ শ্রেষ্ঠায় নমো রুদ্রায় নমঃ কালায় নমঃ কলবিকরণায় নমো বলবিকরণায় নমো বলায় নমো বলপ্রমথনায় নমঃ সর্বভূত দমনায় নমো মনোন্মনায় নমঃ ॥

ॐ অঘোরেভ্যোঽথ ঘোরেভ্যো ঘোরঘোরতরেভ্যঃ সর্বেভ্যঃ সর্বশর্বেভ্যো নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যঃ ॥

ॐ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি । তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ॥

ॐ ঈশানঃ সর্ববিদ্যানাং ঈশ্বরঃ সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণোঽধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদাশিবোম্ ॥


✅এবার উক্ত দ্রব্য গুলি মাটির শিবলিঙ্গে অর্পন করুন। যারা পাথরের শিবলিঙ্গে পূজা করবেন, তারাও এই ভাবে পঞ্চব্রহ্ম মন্ত্র পাঠ করে ঐ দ্রব্যগুলি শিবলিঙ্গে অর্পন করবেন। পাথর শিবলিঙ্গের ক্ষেত্রে পাথরের শিব লিঙ্গের তলায় বেলপাতা দেবার প্রয়োজনীয়তা নেই। 


✅এবার শিবলিঙ্গে অল্প কিছু গন্ধ(চন্দন) প্রদান করুন এই মন্ত্র পাঠ করে - 

ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, গন্ধানুলেপনং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅এবার শিবলিঙ্গে অল্প কিছু পুষ্প প্রদান করুন এই মন্ত্র পাঠ করে  - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, সুগন্ধপুষ্পং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅এবার শিবলিঙ্গের সামনে ধূপ নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, ধূপমাঘ্রাপয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅এবার শিবলিঙ্গের সামনে দীপ নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, দীপং দর্শয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅এবার শিবলিঙ্গের উদ্দ্যেশ্যে নিজেদের রান্না করা নৈবেদ্য (খিচুড়ি) নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, নৈবেদ্য নিবেদয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅ চন্দন মাখানো গোটা আঁতপচাল ও কালো তিল সমর্পন করুন 👉 ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, এষ সচন্দনতণ্ডুলকৃষ্ণতিলং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅ পদ্মফুল প্রদান করুন 👉 ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, কমলপুষ্প সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅ এবার বেলফল প্রদান করুন - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, শ্রীফল নিবেদয়ামী ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅এবার তাম্বুল(পান) প্রদান করুন - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, তাম্বুল সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

✅ এবার কিছু সামান্য পরিমান দুধ শিবলিঙ্গে ঢালুন এই মন্ত্র পাঠ করে - ইদং স্নানীয়ং দুগ্ধং ॐ হৌং ঈশানায় নমঃ ॥


☘️এবার ধেনুমুদ্রা দেখান পরমেশ্বর শিবকে, তারপর কিছু সামান্য পরিমাণ জল শিবলিঙ্গে ছিটিয়ে অর্পন করে দিন এই মন্ত্রে 👉 ॐ পশুপতয়ে নমঃ ॥

ধেনুমুদ্রা/সুরভীমুদ্রা

এবার একবার করে আটবার ফুল দিয়ে অষ্টমূর্তির নাম উচ্চারণ করে শিবলিঙ্গে ফুল প্রদান করুন -

১) ॐ শ্রী ভবায় নমঃ

২) ॐ শ্রী শর্বায় নমঃ

৩) ॐ শ্রী রুদ্রায় নমঃ,

৪) ॐ শ্রী পশুপতায় নমঃ

৫) ॐ শ্রী উগ্রায় নমঃ

৬) ॐ শ্রী মহানায় নমঃ

৭) ॐ শ্রী ভীমায় নমঃ

৮) ॐ শ্রী ঈশানায় নমঃ 


এবার হাতে কিছু আঁতপচাল, চন্দন, ফুল, বেলপাতা ও দূর্বা নিয়ে অর্ঘ্যমন্ত্র বলে শিবলিঙ্গে নিবেদন করুন -

ॐ শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণঃ ।

করোমি বিধিবদ্দত্তং গৃহণার্ঘ্যং মহেশ্বর ॥

✅প্রনাম করুন । 

✅চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করুন প্রভু শিবকে।

✅এবার ১০৮ বার ষড়াক্ষর মহামন্ত্র - ॐ নমঃ শিবায় অথবা নিজ গুরুর দেয়া মন্ত্র জপ করুন ।

যতক্ষন না দ্বিতীয় প্রহর আরম্ভ হচ্ছে ততক্ষণ শিবনাম করুন, শিব মাহাত্ম্য পাঠ করুন, শ্রবণ করুন অথবা শ্রবণ করুন । ধ্বনী দিন ।


। প্রথম প্রহরের শিবারাধনা সম্পূর্ণ ।



 🟥 দ্বিতীয় প্রহরের পূজা : 

[দ্বিতীয় প্রহরের ভারতীয় সময় - শুক্রবার, ৮ই মার্চ,

দ্বিতীয় প্রহরের সময় - 9:28 PM থেকে 12:31 AM(৯ই মার্চ)] 


[দ্বিতীয় প্রহরের বাংলাদেশীয় সময় - শুক্রবার৮ই মার্চ,

দ্বিতীয় প্রহরের সময় - 09:58 PM to 1:01 AM(৯ই মার্চ)]


[দ্বিতীয় প্রহরের ওয়াশিংটন/USA সময় - শুক্রবার৮ই মার্চ, দ্বিতীয় প্রহরের সময় - 10:58 AM - 1:01 PM (সকাল- দুপুর)]

(Washington DC , USA এর সময়সূচি অনুযায়ী)

(ভারতের সময় ওয়াশিংটন এর সময়ের থেকে সর্বদা 10 ঘণ্টা 30 মিনিট এগিয়ে থাকে)



আপনার বানানো বাকি তিনটি মাটির শিবলিঙ্গের মধ্যে থেকে একটি শিবলিঙ্গ কে এবার স্থাপন করুন পঞ্চব্রহ্ম মন্ত্র উচ্চারণ করে। মাটির শিবলিঙ্গের অভাব হলে আপনি আপনার পাথরের শিবলিঙ্গেই এই চারপ্রহরের পূজা করুন। 


মাটির দ্বিতীয় শিবলিঙ্গের স্থাপনের জন্য মাটির শিবলিঙ্গ টি প্রথমে আরেকটি পরিষ্কার পাত্রের মধ্যে একটি বেলপাতা রেখে তার উপরে বসিয়ে দিন । তারপর অল্প করে কিছু দূর্বা, আঁতপচাল, বেলপাতা নিজের হাতে নিয়ে নিম্নোক্ত বৈদিক পঞ্চবক্ত্র শিবের মন্ত্রগুলি উচ্চারণ করুন 👇


ॐ সদ্যোজাতং প্রপদ্যামি সদ্যোজাতায় বৈ নমো নমঃ।

ভবে ভবেনাতি ভবে ভবস্ব মাং ভবোদ্ভবায় নমঃ ॥

ॐ বামদেবায় নমো জ্যেষ্ঠায় নমঃ শ্রেষ্ঠায় নমো রুদ্রায় নমঃ কালায় নমঃ কলবিকরণায় নমো বলবিকরণায় নমো বলায় নমো বলপ্রমথনায় নমঃ সর্বভূত দমনায় নমো মনোন্মনায় নমঃ ॥

ॐ অঘোরেভ্যোঽথ ঘোরেভ্যো ঘোরঘোরতরেভ্যঃ সর্বেভ্যঃ সর্বশর্বেভ্যো নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যঃ ॥

ॐ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি । তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ॥

ॐ ঈশানঃ সর্ববিদ্যানাং ঈশ্বরঃ সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণোঽধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদাশিবোম্ ॥

✅এবার উক্ত দ্রব্য গুলি মাটির শিবলিঙ্গে অর্পন করুন। যারা পাথরের শিবলিঙ্গে পূজা করবেন, তারাও এই ভাবে পঞ্চব্রহ্ম মন্ত্র পাঠ করে ঐ দ্রব্যগুলি শিবলিঙ্গে অর্পন করবেন। পাথর শিবলিঙ্গের ক্ষেত্রে পাথরের শিব লিঙ্গের তলায় বেলপাতা দেবার প্রয়োজনীয়তা নেই। 


✅এবার শিবলিঙ্গে অল্প কিছু গন্ধ(চন্দন) প্রদান করুন এই মন্ত্র পাঠ করে - 

ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, গন্ধানুলেপনং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গে অল্প কিছু পুষ্প প্রদান করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, সুগন্ধপুষ্পং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


 হাতে বেলপাতা নিয়ে হাতজোড় করে নিম্নোক্ত মন্ত্র পাঠ করে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন -  'ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রিয়ায়ুধম্ । ত্রিজন্মপাপসংহারম্ একবিল্বং শিবার্পণম্ ॥

শ্রীসাম্বসদাশিবায় নমঃ বিল্বপত্রাণি ধারয়ামি ।'


✅এবার শিবলিঙ্গের সামনে ধূপ নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, ধূপমাঘ্রাপয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গের সামনে দীপ নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, দীপং দর্শয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গের উদ্দ্যেশ্যে নিজেদের রান্না করা নৈবেদ্য (পায়েস ও একটি গোটা পাতি লেবু) নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, নৈবেদ্য নিবেদয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥ 


✅ চন্দন মাখানো গোটা আঁতপচাল ও কালো তিল সমর্পন করুন 👉 ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, এষ সচন্দনকমলপুষ্পশস্য কৃষ্ণতিলং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার তাম্বুল(পান) প্রদান করুন - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, তাম্বুল সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅ এবার কিছু সামান্য পরিমান দ‌ই শিবলিঙ্গে ঢালুন এই মন্ত্র পাঠ করে - ইদং স্নানীয়ং দধি ॐ হৌং অঘোরায় নমঃ ॥


☘️এবার ধেনুমুদ্রা দেখান তার পর কিছু সামান্য পরিমাণ জল শিবলিঙ্গে ছিটিয়ে অর্পন করে দিন এই মন্ত্রে 👉 ॐ পশুপতয়ে নমঃ ॥

এবার একবার করে আটবার ফুল দিয়ে অষ্টমূর্তির নাম উচ্চারণ করে শিবলিঙ্গে ফুল প্রদান করুন -


১) ॐ শ্রী ভবায় নমঃ

২) ॐ শ্রী শর্বায় নমঃ

৩) ॐ শ্রী রুদ্রায় নমঃ,

৪) ॐ শ্রী পশুপতায় নমঃ

৫) ॐ শ্রী উগ্রায় নমঃ

৬) ॐ শ্রী মহানায় নমঃ

৭) ॐ শ্রী ভীমায় নমঃ

৮) ॐ শ্রী ঈশানায় নমঃ 

🟥এবার হাতে কিছু আঁতপচাল, চন্দন, ফুল, বেলপাতা ও দূর্বা নিয়ে অর্ঘ্যমন্ত্র বলে শিবলিঙ্গে নিবেদন করুন -

ॐ নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ ।

শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রদীদ উমায় সহ ॥

✅প্রনাম করুন । 

✅চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করুন প্রভু শিবকে।

✅এবার ২১৬ বার ষড়াক্ষর মহামন্ত্র - ॐ নমঃ শিবায় অথবা নিজ গুরুর দেওয়া মন্ত্র জপ করুন ।


✅এবার শিবরাত্রির ব্রতকথা পাঠ করুন। এখানে ক্লিক করে 👉 শিবরত্রি ব্রতকথা 


। দ্বিতীয় প্রহরের শিবারাধনা সম্পূর্ণ ।



 🟥 তৃতীয় প্রহরের পূজা : 

[তৃতীয় প্রহরের ভারতীয় সময় - শনিবার, ৯ই মার্চ, 

তৃতীয় প্রহরের সময় - 12:31 AM থেকে 03:34 AM(৯ই মার্চ)]


[তৃতীয় প্রহরের বাংলাদেশীয় সময় - শনিবার, ৯ই মার্চ,

তৃতীয় প্রহরের সময় - 1:01 AM থেকে 04:04 AM]


[তৃতীয় প্রহরের ওয়াশিংটন/USA সময় - শুক্রবার, ৮ই মার্চ - তৃতীয় প্রহরের সময় - 2:01 PM - 5:04 PM (দুপুর বিকেল)]

(Washington DC , USA এর সময়সূচি অনুযায়ী)

(ভারতের সময় ওয়াশিংটন এর সময়ের থেকে সর্বদা 10 ঘণ্টা 30 মিনিট এগিয়ে থাকে)


আগের মতোই আরেকটি মাটির শিব লিঙ্গ নিয়ে সেটি একটি পাত্রে বসিয়ে উপরোক্ত পঞ্চব্রহ্ম মন্ত্র পাঠ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। পাথরের শিবলিঙ্গেও এইভাবে করবেন।

মাটির দ্বিতীয় শিবলিঙ্গের স্থাপনের জন্য মাটির শিবলিঙ্গ টি প্রথমে আরেকটি পরিষ্কার পাত্রের মধ্যে একটি বেলপাতা রেখে তার উপরে বসিয়ে দিন । তারপর অল্প করে কিছু দূর্বা, আঁতপচাল, বেলপাতা নিজের হাতে নিয়ে নিম্নোক্ত বৈদিক পঞ্চবক্ত্র শিবের মন্ত্রগুলি উচ্চারণ করুন 👇


ॐ সদ্যোজাতং প্রপদ্যামি সদ্যোজাতায় বৈ নমো নমঃ।

ভবে ভবেনাতি ভবে ভবস্ব মাং ভবোদ্ভবায় নমঃ ॥

ॐ বামদেবায় নমো জ্যেষ্ঠায় নমঃ শ্রেষ্ঠায় নমো রুদ্রায় নমঃ কালায় নমঃ কলবিকরণায় নমো বলবিকরণায় নমো বলায় নমো বলপ্রমথনায় নমঃ সর্বভূত দমনায় নমো মনোন্মনায় নমঃ ॥

ॐ অঘোরেভ্যোঽথ ঘোরেভ্যো ঘোরঘোরতরেভ্যঃ সর্বেভ্যঃ সর্বশর্বেভ্যো নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যঃ ॥

ॐ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি । তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ॥

ॐ ঈশানঃ সর্ববিদ্যানাং ঈশ্বরঃ সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণোঽধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদাশিবোম্ ॥


তারপর 

✅এবার শিবলিঙ্গে অল্প কিছু গন্ধ(চন্দন) প্রদান করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, গন্ধানুলেপনং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গে অল্প কিছু পুষ্প(ধুতরা ও অপরাজিতা) প্রদান করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, সুগন্ধপুষ্পং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গের সামনে ধূপ নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, ধূপমাঘ্রাপয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গের সামনে দীপ নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, দীপং দর্শয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গের উদ্দ্যেশ্যে নিজেদের রান্না করা নৈবেদ্য(বিভিন্ন রকমের শাক) নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, নৈবেদ্য নিবেদয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥ 


✅ চন্দন মাখানো গোটা আঁতপচাল, পদ্ম ফুল, গম ও কালো তিল সমর্পন করুন 👉 ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, এষ সচন্দনকমলপুষ্পশস্য কৃষ্ণতিলং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার তাম্বুল(পান) প্রদান করুন - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, তাম্বুল সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅ এবার কিছু সামান্য পরিমান ঘি শিবলিঙ্গে ঢালুন এই মন্ত্র পাঠ করে - ইদং স্নানীয়ং ঘৃতং ॐ হৌং বামদেবায় নমঃ ॥

☘️এবার ধেনুমুদ্রা দেখান তার পর কিছু সামান্য পরিমাণ জল শিবলিঙ্গে ছিটিয়ে অর্পন করে দিন এই মন্ত্রে 👉 ॐ পশুপতয়ে নমঃ ॥

এবার একবার করে আটবার ফুল দিয়ে অষ্টমূর্তির নাম উচ্চারণ করে শিবলিঙ্গে ফুল প্রদান করুন -


১) ॐ শ্রী ভবায় নমঃ

২) ॐ শ্রী শর্বায় নমঃ

৩) ॐ শ্রী রুদ্রায় নমঃ,

৪) ॐ শ্রী পশুপতায় নমঃ

৫) ॐ শ্রী উগ্রায় নমঃ

৬) ॐ শ্রী মহানায় নমঃ

৭) ॐ শ্রী ভীমায় নমঃ

৮) ॐ শ্রী ঈশানায় নমঃ 

✅এবার কর্পূর জ্বালিয়ে আরতি করুন। এই সময়ে শিব আরতি সঙ্গীত গাইতে পারেন অথবা এটি চালাতে পারেন👉 শিবআরতি সঙ্গীত - ॐ জয় শিব ওমকারা

https://youtu.be/At47S7TIUCI


✅এবার হাতে কিছু আঁতপচাল, চন্দন, ফুল, বেলপাতা ও দূর্বা নিয়ে অর্ঘ্যমন্ত্র বলে শিবলিঙ্গে নিবেদন করুন -

ॐ দুঃখ দারিদ্র্য শোকেন দগ্ধো অহং পার্বতীপ্রিয় ।

শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্ত গৃহাণ মে ॥

✅প্রনাম করুন । 

✅চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করুন প্রভু শিবকে।

✅এবার ৪৩২ বার ষড়াক্ষর মহামন্ত্র - ॐ নমঃ শিবায় অথবা নিজ গুরুর দেওয়া মন্ত্র জপ করুন ।


✅ এবার বৈদিক শতরুদ্রিয় পাঠ করুন এখানে ক্লিক করে 👉 শতরুদ্রিয় পাঠ

✅পাঠের শেষে ধ্বনী অবশ্য‌ই দেবেন।


। তৃতীয় প্রহরের শিবারাধনা সম্পূর্ণ হল ।



 🟥 চতুর্থ প্রহরের পূজা : 

[চতুর্থ প্রহরের ভারতীয় সময় - শনিবার, ৯ই মার্চ,

চতুর্থ প্রহরের সময় - 03:34 AM থেকে 06:37 AM ]


[চতুর্থ প্রহরের বাংলাদেশীয় সময় - শনিবার, ৯ই মার্চ,

চতুর্থ প্রহরের সময় - 04:04 AM থেকে 07:07 AM]


[চতুর্থ প্রহরের ওয়াশিংটন/USA সময় - শুক্রবার, ৯ই মার্চ,  চতুর্থ প্রহরের সময় - 5:04 PM - 8:07 PM (বিকাল - রাত্রি)]

(Washington DC , USA এর সময়সূচি অনুযায়ী)

(ভারতের সময় ওয়াশিংটন এর সময়ের থেকে সর্বদা 10 ঘণ্টা 30 মিনিট এগিয়ে থাকে)


আগের মতোই আরেকটি মাটির শিব লিঙ্গ নিয়ে সেটি একটি পাত্রে বসিয়ে উপরোক্ত পঞ্চব্রহ্ম মন্ত্র পাঠ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। পাথরের শিবলিঙ্গেও এইভাবে করবেন।

মাটির দ্বিতীয় শিবলিঙ্গের স্থাপনের জন্য মাটির শিবলিঙ্গ টি প্রথমে আরেকটি পরিষ্কার পাত্রের মধ্যে একটি বেলপাতা রেখে তার উপরে বসিয়ে দিন । তারপর অল্প করে কিছু দূর্বা, আঁতপচাল, বেলপাতা নিজের হাতে নিয়ে নিম্নোক্ত বৈদিক পঞ্চবক্ত্র শিবের মন্ত্রগুলি উচ্চারণ করুন 👇


ॐ সদ্যোজাতং প্রপদ্যামি সদ্যোজাতায় বৈ নমো নমঃ।

ভবে ভবেনাতি ভবে ভবস্ব মাং ভবোদ্ভবায় নমঃ ॥

ॐ বামদেবায় নমো জ্যেষ্ঠায় নমঃ শ্রেষ্ঠায় নমো রুদ্রায় নমঃ কালায় নমঃ কলবিকরণায় নমো বলবিকরণায় নমো বলায় নমো বলপ্রমথনায় নমঃ সর্বভূত দমনায় নমো মনোন্মনায় নমঃ ॥

ॐ অঘোরেভ্যোঽথ ঘোরেভ্যো ঘোরঘোরতরেভ্যঃ সর্বেভ্যঃ সর্বশর্বেভ্যো নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যঃ ॥

ॐ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি । তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ॥

ॐ ঈশানঃ সর্ববিদ্যানাং ঈশ্বরঃ সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণোঽধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদাশিবোম্ ॥


✅এবার শিবলিঙ্গে অল্প কিছু গন্ধ(চন্দন) প্রদান করুন এই মন্ত্র পাঠ করে - 

ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, গন্ধানুলেপনং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গে অল্প কিছু পুষ্প প্রদান করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, সুগন্ধপুষ্পং সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গের সামনে ধূপ নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, ধূপমাঘ্রাপয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গের সামনে দীপ নিবেদন করুন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, দীপং দর্শয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার শিবলিঙ্গের উদ্দ্যেশ্যে নিজেদের রান্না করা নৈবেদ্য হিসেবে ডালের বড়া অথবা বিভিন্ন রকমের মিষ্টান্ন নিবেদন করবেন এই মন্ত্র পাঠ করে - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, নৈবেদ্য নিবেদয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥ 


✅ চন্দন মাখানো গোটা আঁতপচাল, পদ্মফুল, মুগডাল, মাসকলাই, অপরাজিতা ফুল সমর্পন করুন 👉 ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, এষ সচন্দনকমলপুষ্পশস্য সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅এবার তাম্বুল(পান) প্রদান করুন - ॐ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নমঃ, তাম্বুল সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥


✅ এবার কিছু সামান্য পরিমান মধু শিবলিঙ্গে ঢালুন এই মন্ত্র পাঠ করে - ইদং স্নানীয়ং মধু ॐ হৌং সদ্যোজাতায় নমঃ ॥


☘️এবার ধেনুমুদ্রা দেখান তার পর কিছু সামান্য পরিমাণ জল শিবলিঙ্গে ছিটিয়ে অর্পন করে দিন এই মন্ত্রে 👉 ॐ পশুপতয়ে নমঃ ॥


এবার একবার করে আটবার ফুল দিয়ে অষ্টমূর্তির নাম উচ্চারণ করে শিবলিঙ্গে ফুল প্রদান করুন -


১) ॐ শ্রী ভবায় নমঃ

২) ॐ শ্রী শর্বায় নমঃ

৩) ॐ শ্রী রুদ্রায় নমঃ,

৪) ॐ শ্রী পশুপতায় নমঃ

৫) ॐ শ্রী উগ্রায় নমঃ

৬) ॐ শ্রী মহানায় নমঃ

৭) ॐ শ্রী ভীমায় নমঃ

৮) ॐ শ্রী ঈশানায় নমঃ 


এবার হাতে কিছু আঁতপচাল, চন্দন, ফুল, বেলপাতা, দু একটি ফল সহ একটি কলা ও দূর্বা নিয়ে অর্ঘ্যমন্ত্র বলে শিবলিঙ্গে নিবেদন করুন -

ॐ ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্করঃ ।

শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং উমাকান্ত গৃহাণ মে ॥


✅প্রনাম করুন । 

✅চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করুন প্রভু শিবকে।

✅এবার ৮৬৪ বার ষড়াক্ষর মহামন্ত্র - ॐ নমঃ শিবায় অথবা নিজ গুরুর দেওয়া মন্ত্র জপ করুন ।

✅ এবার শিবসম্পর্কিত নৃত্য অথবা শিবসঙ্গীত গায়ন করুন, শৈবগুরুর বানী পাঠ করুন, শিবমহাপুরাণ ও শিবগীতা পাঠ করুন অথবা অনান্য যেকোনো শৈবশাস্ত্র পাঠ করুন, শিব মাহাত্ম্য পাঠ করুন, শিবনামে মত্ত হোন । 

💥 বিভিন্ন শিবসঙ্গীত শ্রবণ করতে পারেন, এখানে শিবসঙ্গীতের লিস্ট দেওয়া হল , ক্লিক করে শুনতে পারবেন - শিবসঙ্গীতসমূহ


✅পাঠের শেষে ধ্বনী অবশ্য‌ই দেবেন।

 ধ্বনি দিন জোরে জোরে এভাবে -


শ্রী নন্দীনাথ শৈব আচার্য কৃত শিবধ্বনী :


এক অদ্বিতীয় সগুণ নির্গুণ পরমেশ্বর 

হর শঙ্কর কি........ জয়......


ব্রহ্মাবিষ্ণুসেবিত শক্তিপতি মহেশ্বর

প্রভু সদাশিব কি...... জয়......


বেদ বেদান্ত বেদাঙ্গ ইতিহাস পুরাণ 

আগম ধর্মশাস্ত্রবর্ণিত মহাদেব কি...... জয়.....


সন্তানপ্রতিপালনকারী সনাতন ধর্ম

প্রকাশকারী রুদ্রদেব কি...... জয়.......


ভক্তবৎসল আশ্রয়দাতা পরমপিতা

আশুতোষ ত্রিপুরারী কি....... জয়.......


শৈব হো মন.. শৈব হো তন.. শৈব হো জীবন..

শৈব হে ধর্ম.. শৈব হে কর্ম.. শৈব হে বর্ম...

শিব শিব শিব হর হর শঙ্কর হর নীলকন্ঠ মহাদেব

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩

ॐ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব ॥

হর হর মহাদেব ॥

হর হর মহাদেব ॥


ॐ নমঃ শিবায় 🙏



। চতুর্থ প্রহরের শিবারাধনা সম্পূর্ণ হল ।

এভাবেই সমগ্র রাত্রি শিবকর্মে শিবনামে জেগে থেকে সময় অতিবাহিত করবেন মহাআনন্দে। শিবরাত্রির মূল উদ্দেশ্য ই হল উপবাস থেকে সারারাত্র জাগরণ করা।

যতক্ষণ না  সূর্য উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে মহা আনন্দে মেতে উঠুন। 

🟥সূর্যোদয় হলে স্নান করে ত্রিপুণ্ড্র রুদ্রাক্ষ ধারণ করে নিত্য দিনের মতো আরো একবার শিব পূজা করবেন।

✅ঐ সময়ে পরমেশ্বর শিবকে উপহার হিসেবে বস্ত্র প্রদান করুন - ॐ নমঃ শিবায় বস্ত্র সমর্পয়ামি ॥ ॐ শিবার্পণমস্তু ॥

🙏জীবরূপী শিবসেবা : এরপর সকাল সকাল পাঁচ জন শিবভক্তকে বা পাঁচজন শিশুকে অথবা পাঁচজন গরীব মানুষ (অসমর্থ হলে অন্তত একজনকে) কে পেট ভরে খাওয়াবেন, নিজ সাধ্য অনুযায়ী কিছু দক্ষিণাও দেবেন দান হিসেবে। অথবা শুধু পশু পাখি কে খেতে দেবেন এবং বৃক্ষে জল প্রদান করবেন। এটির মাধ্যমে জীবরূপী শিবের সেবা করা সম্পন্ন হল। সামর্থ্য থাকলে মনুষ্য ও পশুপাখি ও বৃক্ষ সকলের‌ই সেবা করবেন। এতে পরমেশ্বর শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান। 


🟥এরপর পরমেশ্বর শিবের কাছে এসে হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন - 

অজ্ঞানাদ্যদি বা জ্ঞানাদ্যদ্যৎ পূজাদিকং ময়া ।

কৃতং তদস্তু সফলং কৃপয়া তব শঙ্কর ॥

তাবকস্ত্বদ্ গতপ্রাণস্ত্বচ্চিত্তোঽহং সদা মৃড ।

ইতি বিজ্ঞায় গৌরীশ ভূতনাথ প্রসীদ মে ॥

ভূমৌ স্খলিতপাদানাং ভূমিরেবাবলম্বনম্ ।

ত্বয়ি জাতাপরাধানাং ত্বমেব শরণং প্রভাে ॥

এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি সমর্পয়ামি ।

ॐ শ্রীসাম্বসদাশিবায় নমঃ ॥


[পারনের সময় -

 ভারতীয় সময় অনুসারে ৯ই মার্চ, 2024 সকাল 

06:37 AM - থেকে 03:29 PM পর্যন্ত।

 বাংলাদেশীয় সময় অনুসারে ৯ই মার্চ, 2023 সকাল  07:07 AM - থেকে 03:59 PM -এর মধ্যে ,

ওয়াশিংটন USA সময় অনুসারে ৮ই মার্চ, 2023 সকাল রাত 08:07 PM থেকে 04:59 AM(৯ই মার্চ) এর মধ্যে পারন করতে হবে]



এবার পারণমন্ত্র পাঠ করুন - ॐ সংসারক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর। প্রসীদ সুমুখোনাথ জ্ঞানদৃষ্টি প্ৰদো ভব৷৷


অতঃপর ব্রত সম্পূর্ণ করার জন্য পরমেশ্বর শিবের কাছে প্রার্থনা করুন -

তাবকস্ত্বদ্গত প্রাণস্ত্বচ্চিত্ত অহং সদা মৃড । 

কৃপানিধে ইতি জ্ঞাত্বা যথা যোগ্যং তথা কুরু ॥

অজ্ঞানাদ্যদি বা জ্ঞানাজ্জপপূজাদিকং ময়া ।

কৃপানিধিত্বাজ্ জ্ঞাত্বৈব ভূতনাথ প্রসীদ মে ॥

অনেনৈবোপবাসেন যজ্জাতং ফলমেব চ ।

তনৈব প্রীয়তাং দেবঃ শঙ্করঃ সুখদায়কঃ ॥

কুলে মম মহাদেব ভজনং তেঽস্তু সর্বদা ।

মাভূত্তস্য কুলে জন্ম যত্র ত্বং নহি দেবতা ॥

দেবদেব মহাদেব শরণাগতবৎসল ।

ব্রতেনানেন দেবেশ কৃপাং কুরু মমোপরি ॥

ময়া ভক্ত্যনুসারেণ ব্রতমেতৎ কৃতং শিব ।

ন্যূনং সম্পূর্ণতাং যাতু প্রসাদাত্তব শঙ্কর ॥

ॐ নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে ।

নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর ॥


(অথবা বাংলাতে সহজ সরল ভাবেও প্রার্থনা করতে পারেন এইভাবে -

সুখদায়ক কৃপানিধান শিব ! আমি আপনারই ! আমার প্রাণ আপনাতেই নিবিষ্ট এবং আমার চিত্ত সর্বদা আপনাকেই চিন্তা করে। তা জেনে আপনি যা উচিত মনে করেন, তাই করুন। ভূতনাথ ! আমি জেনে বা না জেনে যে জপ বা পূজাদি করেছি,

 হে দয়াসাগর ! 

তার দ্বারা আপনি আমার ওপর প্রসন্ন হোন। উপবাসব্রততে যে ফল হয়েছে, সুখদায়ক ভগবান শংকর তাতে আমার ওপর প্রসন্ন হোন। 

হে পরমেশ্বর সদাশিব ! হে মহাদেব! 

আমার কুলে যেন সদাই আপনার ভজন হতে থাকে। যে কুলে আপনি ইষ্টদেবতা নন, সেখানে যেন কখনও আমার জন্ম না হয়।'


‘দেবদেব ! মহাদেব ! শরণাগতবৎসল ! দেবেশ্বর ! এই ব্রত দ্বারা সন্তুষ্ট হয়ে আপনি আমাকে কৃপা করুন। 

শিব শংকর ! 

আমি ভক্তিভাবে এই ব্রত পালন করেছি। এতে যা ত্রুটি থেকে গেছে, তা যেন আপনার কৃপাপ্রসাদে পূর্ণ হয়ে যায়। হে শঙ্কর ! আমি জেনে বা না জেনে যে জপ-পূজা ইত্যাদি করেছি, তা যেন আপনার কৃপাতে সফল হয়।'


সাক্ষাৎ ॐকারের ঈশ্বর যিনি, যিনি তিনকারণের হেতু, সেই শান্ত পরমপ্রভু শিবকে আমি প্রণাম করি, আমি নিবেদন করি আমার আত্মা আপনার কাছে, কারণ, হে পরমেশ্বর ! আপনিই আমার পরম ও অন্তিম গতি ॥ )

এবার প্রভু শিবের মহাপ্রসাদকে প্রণাম করে গ্রহণ করে উপবাস ভঙ্গ করে নিত্য দিনের ন্যায় আহার গ্রহণ করতে পারবেন।

💥 পূজার শেষে মাটির শিবলিঙ্গ গুলি জলে(নদী/পুকুর প্রভৃতি) বিসর্জন করে দেবেন। ধ্বনী দেবেন বিসর্জন করার সময়। 

॥ শিবরাত্রির ব্রতপূজা এখানেই সম্পন্ন হল ॥ 


যে সমস্ত অপকর্ম থেকে বিরত থাকবেন :


১)মিথ্যাচার করবেন না,

২)বাজে চিন্তা করবেন না,

৩)বাজে ভাষা প্রয়োগ করবেন না,

৪)কারোর অপকার করবেন না,

৫)মাদকদ্রব্য সেবন করবেন না, 

৬)স্ত্রী জাতির প্রতি শ্রদ্ধা রাখবেন,

৭)পশুপাখিকে পীড়া দেবেন না অথবা হত্যা করবেন না,

৮)অকারণে বৃক্ষকে পীড়া দেবেন না,

৯)ঘর থেকে কখনো ভিক্ষুক কে খালি হাতে ফেরাবেন না,

১০)বাচ্চাদের বিরক্ত করবেন না।

১১) পূজায় গাঁজা প্রদান করবেন না।

🌞যা করলে আপনার ব্রতের ফল পাওয়া সহজ হবে তথা আরো বেশি ফলদায়ক হবে :


১)মাতা পিতার প্রতি বিনয়ী হয়ে তাদের শিব-শিবা রূপে দেখবেন এবং তাদের সাথে সদব্যবহার করবেন,

২)পশুপাখিদের খাদ্য প্রদান করবেন,

৩)সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন,

৪)দরিদ্র মানুষের সহায়তা করবেন প্রসন্ন ভাবে,

৫)সর্বদা শিবনাম হৃদয়ে ধারণ করে সবার উপকারের কথা চিন্তা করবেন, নচেৎ ব্রতের ফল তো নষ্ট হবেই বরং উল্টো ফল হতে পারে।


অতএব, সর্বদা জগৎ কল্যাণের চিন্তা করবেন।


ॐ নমঃ পার্বতীপতয়ে হর মহাদেব ॥


🌷ব্রতপূজা সংগ্রহে ও লেখনীতে - শ্রী নন্দীনাথ শৈবাচার্য জী (কৌশিক রায়)

ব্রতের সময়সূচি সংগ্রহে — শ্রীমতি নমিতা রায় দেবীজী

© কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha 





মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত