পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পঞ্চব্রহ্মাত্মক স্বরূপের বর্ণনা

ছবি
🔱সর্বলোকের শরণ প্রদানকারী পরমাত্মা শিবের পঞ্চব্রহ্ম নামক পাচঁটি শ্রেষ্ঠ মূর্তি বিখ্যাত।  🔹পরমেষ্ঠী শিবের প্রথম মূর্তি হল ক্ষেত্রজ্ঞ, ভোগের যোগ্য সকল প্রকৃতিবর্গের ভোগকারী মূর্তি "ঈশান" নামে প্রসিদ্ধ। আকাশরূপ ভগবান ঈশানকে আকাশের জনক বলা হয়। তিনি সকল প্রাণীর মধ্যে ক্ষোত্র- ইন্দ্রিয়রূপে স্থিত এবং সকল প্রানীর শরীরে বাক্(বাণী) রূপে প্রতিষ্ঠিত।  (ভগবান সদাশিবের ঈশানরূপ অনুগ্ৰহ কর্তা সাক্ষাৎ সদাশিব/মনোন্মন স্বরূপ ) 🔹পরমেশ্বর শিবের দ্বিতীয় মূর্তি "তৎপুরুষ" নামে প্রসিদ্ধ। ভগবান তৎপুরুষকে পরমাত্মার গুহাস্বরূপিনী প্রকৃতি মনে করা হয়। পবনরূপী ভগবান তৎপুরুষকে বায়ুর জনক বলা হয়। তিনি ত্বক রূপে জীবের মধ্যে স্থিত এবং হাত রূপে প্রানীর শরীরে বিরাজমান।  ( ভগবান সদাশিবের তৎপুরুষ রূপ সাক্ষাৎ মহেশ্বর স্বরূপ ) 🔹পরমেশ্বর শিবের তৃতীয় মূর্তি "অঘোর" নামে প্রসিদ্ধ। ধর্ম আদি আঁট অঙ্গযুক্ত তিনি বুদ্ধির মূর্তি। অগ্নিরূপী অঘোরদেবকে অগ্নির জনক বলা হয়। তিনি সকল প্রানীর মধ্যে চক্ষুরূপে স্থিত এবং প্রানীর শরীরে পাদ(চরণ)- ইন্দ্রিয় রূপে বিরাজমান।  (পরমেশ্বর সদাশিবের অঘোর রূপ সাক্ষাৎ

শ্রীবিষ্ণু সকল গুণ লাভ করেছেন পরমেশ্বর শিবের কৃপায়

ছবি
  লক্ষীরুবাচ,  সর্ব্বাত্মা, সর্ব্ববিৎ কর্ত্তা, বক্তা, ধর্ত্তাব্যয়ঃ প্রভুঃ। ত্বং সাক্ষী সর্ব্বলোকানাং ত্বত্তঃ পরতরোহস্তিকঃ॥১৫ শ্রীনারায়ণ উবাচ, অস্তি সর্ব্বং বরারোহে ময়ি তৎ তথ্যমেব হি। শ্রীমহেশ্বরাল্লব্ধং মদীয়ং নহি কিঞ্চন ॥ ১৬ (তথ্যসূত্র - সৌরপুরাণ/৩৯ নং অধ্যায়) সরলার্থ- লক্ষী বলিলেন, আপনি সর্ব্বাত্মা, সর্বজ্ঞ, কর্তা, বক্তা, পালয়িতা, অব্যয় প্রভু। আপনি সর্বলোকের সাক্ষী, আপনার হ‌ইতে শ্রেষ্ঠ আর কে আছে? শ্রীনারায়ন বলিলেন, হে বরারোহে! আমাতে এসমস্ত গুণ‌ই আছে সত্য কিন্তু এসব‌ই শ্রী মহেশ্বরের বরে লাভ করিয়াছি। সিদ্ধান্ত - শ্রীবিষ্ণু শিবভক্তি করে‌ই পরমেশ্বর শিবকে প্রসন্ন করে সকল গুণ লাভ করেছেন। © Namitaroy (issgt) 🚩কপিরাইট ও প্রচারে-  International shiva shakti gyan tirtha-ISSGT

সমস্ত শুভ কার্যে ত্রিপুণ্ড্র ধারণ করা উচিত।

ছবি
গৃহস্থো ব্রহ্মহীনোঽপি ত্রিপুণ্ড্রং যো ন কারযেৎ ॥ ৬১ পূজা কর্ম ক্রিয়া তস্য দানং স্নানং তথৈব চ । নিষ্ফলং জাযতে সর্বং যথা ভস্মনি বৈ হুতম্ ॥ ৬২ (তথ্যসূত্র - লিঙ্গমহাপুরাণ/ ২৮ নং অধ্যায়) সরলার্থ-  তপস্যা আদি থেকে রহিত যে গৃহস্থ ত্রিপুণ্ড্র ধারণ করেননা, তার দ্বারা করা পূজা, দান, সৎকর্ম, ক্রিয়া, স্নান- সবকিছুই তেমন ভাবে নিষ্ফল হয় যেমন ভস্মে দান করা আহুতি। সিদ্ধান্ত-   ত্রিপুণ্ড্র ধারন করেই সকল কর্ম করা উচিত এটাই শাস্ত্রনির্দেশ। লেখনীতে- নমিতা রায় দেবীজী 🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

শিবের ইচ্ছা ছাড়া তার ভক্তের অনিষ্ট কেউ করতে পারে না

ছবি
  ত্রৈলোক্যমপি যো হত্বা মহাদেবপরায়ণঃ । কন্তং নিহন্তা ত্রৈলোক্যে বিনা শম্ভোরনুগ্ৰহাৎ ॥২৯ (তথ্য সংগ্ৰহ - সৌর পুরাণ/ ৩৩ নং অধ্যায়) ☘️সরলার্থ - (গোবিন্দ বলছেন) যে ব্যক্তি ত্রৈলোক্য হত্যা করিয়াও শিবপরায়ণ হয়,শিবের অনুগ্ৰহ ব্যতীত তাহাকে বধ করিতে পারে- জগতে এমন কে আছে? 🔥সিদ্ধান্ত-   শিবভক্তরা ত্রিলোক হত্যা করলেও শিবের আদেশ ছাড়া জগতের কোনো দেব দেবী তাকে বধ করতে পারেনা। লেখনীতে- নমিতা রায় দেবীজী 🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

ত্রিদেবের থেকেও পরমেশ্বর শিব‌ শ্রেষ্ঠ

ছবি
তস্মৈব শক্তয়স্তিস্রো ব্রহ্মবিষ্ণুমহেশ্বরঃ । সর্ব্বস্মাদধিকস্তাভ্যঃ শূলপাণিরিতি শ্রুতিঃ ॥ ৩৯   (তথ্যসূত্র - সৌর পুরাণ/ ৩৩ নং অধ্যায়)   ☘️ সরলার্থ -   সেই শিবের‌ই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন শক্তি। শূলপাণি সেই মূ্র্ত্তী বা শক্তিত্রয় অপেক্ষা শ্রেষ্ঠ, বেদে ইহা কথিত হ‌ইয়াছে। 🔥  সিদ্ধান্ত-  ত্রিদেব পরমেশ্বর শিবের‌ই ত্রিশক্তি, এই ত্রিদেবের থেকেও শ্রেষ্ঠ পরমেশ্বর শিব বেদেও এটাই বলা হয়েছে। এখানে শিব বলতে সদাশিব কে বোঝানো হয়েছে । লেখনীতে- নমিতা রায় দেবীজী 🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত