পঞ্চব্রহ্মাত্মক স্বরূপের বর্ণনা




🔱সর্বলোকের শরণ প্রদানকারী পরমাত্মা শিবের পঞ্চব্রহ্ম নামক পাচঁটি শ্রেষ্ঠ মূর্তি বিখ্যাত। 


🔹পরমেষ্ঠী শিবের প্রথম মূর্তি হল ক্ষেত্রজ্ঞ, ভোগের যোগ্য সকল প্রকৃতিবর্গের ভোগকারী মূর্তি "ঈশান" নামে প্রসিদ্ধ। আকাশরূপ ভগবান ঈশানকে আকাশের জনক বলা হয়। তিনি সকল প্রাণীর মধ্যে ক্ষোত্র- ইন্দ্রিয়রূপে স্থিত এবং সকল প্রানীর শরীরে বাক্(বাণী) রূপে প্রতিষ্ঠিত। 

(ভগবান সদাশিবের ঈশানরূপ অনুগ্ৰহ কর্তা সাক্ষাৎ সদাশিব/মনোন্মন স্বরূপ)


🔹পরমেশ্বর শিবের দ্বিতীয় মূর্তি "তৎপুরুষ" নামে প্রসিদ্ধ। ভগবান তৎপুরুষকে পরমাত্মার গুহাস্বরূপিনী প্রকৃতি মনে করা হয়। পবনরূপী ভগবান তৎপুরুষকে বায়ুর জনক বলা হয়। তিনি ত্বক রূপে জীবের মধ্যে স্থিত এবং হাত রূপে প্রানীর শরীরে বিরাজমান। 

( ভগবান সদাশিবের তৎপুরুষ রূপ সাক্ষাৎ মহেশ্বর স্বরূপ)


🔹পরমেশ্বর শিবের তৃতীয় মূর্তি "অঘোর" নামে প্রসিদ্ধ। ধর্ম আদি আঁট অঙ্গযুক্ত তিনি বুদ্ধির মূর্তি। অগ্নিরূপী অঘোরদেবকে অগ্নির জনক বলা হয়। তিনি সকল প্রানীর মধ্যে চক্ষুরূপে স্থিত এবং প্রানীর শরীরে পাদ(চরণ)- ইন্দ্রিয় রূপে বিরাজমান। 

(পরমেশ্বর সদাশিবের অঘোর রূপ সাক্ষাৎ রুদ্রস্বরূপ)


🔹পরমেশ্বর শিবের চতুর্থ মূর্তি "বামদেব" নামে প্রসিদ্ধ। তিনি অহংকার রূপে সম্পূর্ণ জগতকে ব্যপ্ত করে স্থিত। জলরূপী বামদেবকে জলের জনক বলা হয়। তিনি সকল প্রানীর ভেতর জিহ্বা-ইন্দ্রিয় রূপে স্থিত এবং প্রানীর শরীরে পায়ু( গুহ্যা)- ইন্দ্রিয় রূপে বিরাজমান। 

(পরমেশ্বর সদাশিবের বামদেবরূপ সাক্ষাৎ বিষ্ণুস্বরূপ)


🔹পরমেশ্বর শিবের পঞ্চম মূর্তি "সদ্যোজাত" নামে প্রসিদ্ধ। পৃথিবীরূপী ভগবান সদ্যোজাতকে পৃথিবীর জনক বলা হয়। তিনি সকল প্রানীর মধ্যে মনতত্ত্ব রূপে বিরাজমান এবং সকল প্রানীর শরীরে ঘ্রানেন্দ্রিয় রূপে প্রতিষ্ঠিত। 

(পরমেশ্বর সদাশিবের সদ্যোজাৎ রূপ সাক্ষাৎ  ব্রহ্মাস্বরূপ)


(তথ্যসূত্র - লিঙ্গমহাপুরাণ/ উত্তরভাগ/ ১৪ নং অধ্যায়)

🔹তথ্যসংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী

🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

🌷নমঃ শিবায় 🌷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত