শ্রীবিষ্ণু সকল গুণ লাভ করেছেন পরমেশ্বর শিবের কৃপায়

 


লক্ষীরুবাচ,

 সর্ব্বাত্মা, সর্ব্ববিৎ কর্ত্তা, বক্তা, ধর্ত্তাব্যয়ঃ প্রভুঃ।

ত্বং সাক্ষী সর্ব্বলোকানাং ত্বত্তঃ পরতরোহস্তিকঃ॥১৫

শ্রীনারায়ণ উবাচ,

অস্তি সর্ব্বং বরারোহে ময়ি তৎ তথ্যমেব হি।

শ্রীমহেশ্বরাল্লব্ধং মদীয়ং নহি কিঞ্চন ॥ ১৬


(তথ্যসূত্র - সৌরপুরাণ/৩৯ নং অধ্যায়)


সরলার্থ- লক্ষী বলিলেন, আপনি সর্ব্বাত্মা, সর্বজ্ঞ, কর্তা, বক্তা, পালয়িতা, অব্যয় প্রভু। আপনি সর্বলোকের সাক্ষী, আপনার হ‌ইতে শ্রেষ্ঠ আর কে আছে?

শ্রীনারায়ন বলিলেন, হে বরারোহে! আমাতে এসমস্ত গুণ‌ই আছে সত্য কিন্তু এসব‌ই শ্রী মহেশ্বরের বরে লাভ করিয়াছি।


সিদ্ধান্ত - শ্রীবিষ্ণু শিবভক্তি করে‌ই পরমেশ্বর শিবকে প্রসন্ন করে সকল গুণ লাভ করেছেন।


© Namitaroy (issgt)


🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ