ত্রিদেবের থেকেও পরমেশ্বর শিব‌ শ্রেষ্ঠ



তস্মৈব শক্তয়স্তিস্রো ব্রহ্মবিষ্ণুমহেশ্বরঃ । সর্ব্বস্মাদধিকস্তাভ্যঃ শূলপাণিরিতি শ্রুতিঃ ॥ ৩৯

  (তথ্যসূত্র - সৌর পুরাণ/ ৩৩ নং অধ্যায়) 

 ☘️সরলার্থ-

 সেই শিবের‌ই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন শক্তি। শূলপাণি সেই মূ্র্ত্তী বা শক্তিত্রয় অপেক্ষা শ্রেষ্ঠ, বেদে ইহা কথিত হ‌ইয়াছে।


🔥 সিদ্ধান্ত- ত্রিদেব পরমেশ্বর শিবের‌ই ত্রিশক্তি, এই ত্রিদেবের থেকেও শ্রেষ্ঠ পরমেশ্বর শিব বেদেও এটাই বলা হয়েছে।

এখানে শিব বলতে সদাশিব কে বোঝানো হয়েছে ।

লেখনীতে- নমিতা রায় দেবীজী

🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ