সমস্ত শুভ কার্যে ত্রিপুণ্ড্র ধারণ করা উচিত।




গৃহস্থো ব্রহ্মহীনোঽপি ত্রিপুণ্ড্রং যো ন কারযেৎ ॥ ৬১

পূজা কর্ম ক্রিয়া তস্য দানং স্নানং তথৈব চ ।

নিষ্ফলং জাযতে সর্বং যথা ভস্মনি বৈ হুতম্ ॥ ৬২


(তথ্যসূত্র - লিঙ্গমহাপুরাণ/ ২৮ নং অধ্যায়)


সরলার্থ- 

তপস্যা আদি থেকে রহিত যে গৃহস্থ ত্রিপুণ্ড্র ধারণ করেননা, তার দ্বারা করা পূজা, দান, সৎকর্ম, ক্রিয়া, স্নান- সবকিছুই তেমন ভাবে নিষ্ফল হয় যেমন ভস্মে দান করা আহুতি।


সিদ্ধান্ত- 

ত্রিপুণ্ড্র ধারন করেই সকল কর্ম করা উচিত এটাই শাস্ত্রনির্দেশ।


লেখনীতে- নমিতা রায় দেবীজী


🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত