শিবমহাপুরাণের শিক্ষা - প্রভু শিব পঞ্চদেবতা তথা সমস্ত দেবতার মধ্যে প্রধান

 


যাবদ্গৃহাশ্রমে তিষ্ঠেত্তাবদাকারপূজনম্ ।

কুর্যাচ্ছ্রেষ্ঠস্য সুপ্রীত্যা সুরেষু খলু পংচসু ॥৮২

অথবা চ শিবঃ পূজ্যো মূলমেকং বিশিষ্যতে ।

মূলে সিক্তে তথা শাখাঃ তৃপ্তাঃ সন্ত্যখিলাঃ সুরাঃ ॥৮৩


[রেফারেন্স - শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/সৃষ্টিখণ্ড/১২নং অধ্যায়]

☘️সরলার্থ : মানুষ যতক্ষণ গৃহস্থাশ্রমে(সংসারে) থাকে, ততক্ষণ পঞ্চদেবতা এবং তাঁর মধ্যে শ্রেষ্ঠ পরমেশ্বর শিবের বিগ্রহ পরম ভক্তি সহকারে পূজা করা উচিত, অথবা যিনি সবকিছুর একমাত্র মূল, সেই ভগবান শিবের পূজাই সব থেকে বড়ো, কারণ শিবরূপ বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে শাখাস্থানীয় সমস্ত দেবতা স্বতঃই তৃপ্ত হয়ে যান ॥ ৮২ - ৮৩ 

🔥সিদ্ধান্ত - পঞ্চদেবতার মধ্যে বা সমস্ত দেবতার মধ্যেও উৎকৃষ্ট যিনি, সেই পরমেশ্বর শিবের আরাধনাই সর্বোপরি। তাকেই ভজনা করা উচিত, তার পূজাতেই সমস্ত দেবতা তৃপ্তি লাভ করেন।


© KOUSHIK ROY. ALL RIGHTS RESERVED HTTPS://ISSGT100.BLOGSPOT.COM

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত