শ্রীশ্রীকালভৈরব চালিসা (হিন্দি উচ্চারণ)

 

ISSGT এর পক্ষ থেকে শ্রীমতী নমিতা রায় দেবীজী দ্বারা হিন্দি ভাষার ভৈরব চালিসা থেকে বাংলাতে ভাষাতে প্রকাশিত করা হল।

এই ভৈরব চালিশা টি কালাষ্টমী ব্রতে দিন পাঠ করতে পারেন, যে কোনো মঙ্গলবার, অষ্টমী তিথি, চতুর্দশী তিথিতেও পাঠ করতে পারেন। এছাড়াও আপনি যে কোনো সময়ে পাঠ করতে পারেন। এতে কোনো বিধি নিষেধ নেই। তবে অবশ্যই ভক্তিসহকারে বাবা কালভৈরবকে স্মরণ করে এই চালিশাটি পাঠ করবেন। এতে বাবা কালভৈরব অত্যন্ত প্রসন্ন হন এবং সমস্ত বাধা বিপত্তি, ভয়, জাদুটোনার প্রভাব ও গ্রহদোষ কাটিয়ে দেন।

  ॥ দোহা ॥

শ্রী গণপতি গুরু গৌরীপদ
প্রেম সহিত ধরি মাথ ।
চালিসা বন্দন করো
শ্রী শিব ভৈরবনাথ ॥
শ্রী ভৈরব সঙ্কট হরণ
মঙ্গল করণ কৃপাল ।
শ্যাম বরণ বিকরাল বপু
লোচন লাল বিশাল ॥

॥ কালভৈরব চালিসা ॥

জয় জয় শ্রী কালী কে লালা ।
জয়তি জয়তি কাশী-কুতবালা ॥
জয়তি ‘বটুক ভৈরব’ ভয়হারি ।
জয়তি ‘কাল ভৈরব’ বলকারি ॥
জয়তি ‘নাথ ভৈরব’ বিখ্যাতা ।
জয়তি ‘সর্ব ভৈরব’ সুখদাতা ॥
ভৈরব রূপ কিয়ো শিব ধারণ ।
ভব কে ভার উতরণ কারণ ॥

ভৈরব রব শুনি হবৈ ভয় দূরী ।
সব বিধি হোয় কামনা পূরী ॥
শেষ মহেশ আদি গুন গায়ো ।
কাশী- কোতবাল কহলায়ো ॥

জটাজুট শির চন্দ্র বিরাজত ।
বালা-, মুকুট, বিজয়াট সাজত ॥
কটি করধনী ঘুঙ্ঘরূ বাজত ।
দর্শন করত সকল ভয় ভাজত ॥

জীবন দান দাস কো দীহ্নো ।
কীহ্নো কৃপা নাথ তব চীহ্নো ॥
বসি রসনা বনি সারদ কালী ।
দীহ্নো বর রাখ্যো মম লালী ॥

ধন্য ধন্য ভৈরব ভয় ভঞ্জন ।
জয় মনরঞ্জন খল দল ভঞ্জন ॥
কর ত্রিশুল ডমরু শুচি কোড়া ।
কৃপা কটাক্ষ সুয়শ নেহি থোড়া ॥

জো ভৈরব নির্ভয় গুন গাবত ।
অষ্ট সিদ্ধি নবনিধি ফল পাবত ॥
রূপ বিশাল কঠিন দুঃখ মোচন ।
ক্রোধ করাল লাল দুহূঁ লোচন ॥

অগণিত ভূত প্রেত সঙ্গ ডোলত ।
বম বম বম শিব বম বম বোলত ॥
রুদ্রকায় কালী কে লালা ।
মহা কালহু কে হো কালা ॥

বটুক নাথ হো কাল গম্ভীর ।
শ্বেত রক্ত অরু শ্যাম শরীরা ॥
করত তিনহূ রূপ প্রকাশা ।
ভক্ত সুভক্তন কহঁ শুভ আশা ॥

রত্নজড়িত কঞ্চন সিংহাসন ।
ব্যাঘ্র চর্ম শুচি নর্ম সুআসন ॥
তুমহি জাই কাশীহি জন ধ্যাবহি ।
বিশ্বনাথ কহ দর্শন পাবহি ॥

 জয় প্রভু সংহারক সুনন্দ জয় ।
জয় উন্নত হর উমা নন্দ জয় ॥
ভীম ত্রিলোচন স্বান নাথ জয় ।
বৈজনাথ শ্রী জগতনাথ জয় ॥

মহা ভীম ভীষণ শরীর জয় ।
রুদ্র ত্রয়ম্বক ধীর বীর জয় ॥
অশ্বনাথ জয় প্রেতনাথ জয় ।
স্বানারূঢ় শ্রীচন্দ্র নাথ জয় ॥

নিমিষ দিগম্বর চক্রনাথ জয় ।
গহত অনাথন নাথ হাথ জয় ॥
ত্রেশলেশ ভূতেশ চন্দ্র জয়
ক্রোধ বৎস অমরেশ নন্দ জয় ॥

শ্রী বামন নকুলেশ চণ্ড জয় ।
কৃত্যাউ কীরতি প্রচণ্ড জয় ॥
রুদ্র বটুক ক্রোধেশ কালধর ।
চক্র তুন্ড দশ পাণিব্যাল ধর ॥

 করি মদ পান শম্ভু গুণগাবত ।
চৌষঠ যোগিনী সঙ্গ নচাবত ॥
করত কৃপা জন পর বহু ঢঙ্গা ।
কাশী কোতবাল অড়বঙ্গা ॥

দেয়ঁ কাল ভৈরব জব সোটা ।
নসৈ পাপ মোটা সে মোটা ॥
জনকর নির্মল হোয় শরীরা ।
মিটৈ সকল সংকট ভব পীড়া ॥

 শ্রী ভৈরব ভূতোঁ কে রাজা ।
বাধা হরত করত শুভ কাজা ॥
ঐলাদী কে দুখ নিবারয়ো ।
সদা কৃপাকরি কাজ সম্হারয়ো ॥

সুন্দর দাস সহিত অনুরাগা ।
শ্রী দুর্বাসা নিকট প্রয়াগা ॥
শ্রী ভৈরব জী কী জয় লেখ্যো ।
সকল কামনা পূরণ দেখ্যো ॥

      ॥ দোহা ॥

জয় জয় জয় ভৈরব বটুক
 স্বামী সংকট টার ।
কৃপা দাস পর কীজিয়ে
শংকর কে অবতার ॥
জো ভী যহ চালিসা পড়ে
প্রেম সহিত শত বার ।
 উস ঘর সর্বানন্দ হো
বৈভব বড়ে অপার ॥

॥ ইতি কালভৈরবচালিসাসম্পূর্ণম ॥

প্রচারে – INTERNATIONAL SHIVA SHAKTI GYAN TIRTHA – ISSGT

© KOUSHIK ROY. ALL RIGHTS RESERVED https://issgt100.blogspot.com

আরো দেখুন এখানে ক্লিক করে


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত