শ্রীশ্রীকালভৈরবাষ্টকম স্তোত্রম্



ॐ নমঃ শিবায় ॥

কালভৈরব অষ্টকম হল রুদ্রাবতার শ্রী কালভৈরব জীর উদ্দেশ্য প্রার্থনা করবার একটি মহাশক্তিশালী স্তোত্র। যা সনাতনী সমাজে বিখ্যাত । আদি শঙ্করাচার্য্যের স্মার্তগণ এই কালভৈরব অষ্টকম স্তোত্রকে আদি শঙ্করাচার্যের রচিত বলে অপপ্রচার করে এসেছে। মূলত এই স্তোত্র আদি শঙ্করাচার্য্যের রচিত নয়। 
কালভৈরব অষ্টকম স্তোত্র — মহা ইতিহাস শাস্ত্র ‘শিবরহস্য’ -এর ১১তম অংশের ৩৪ অধ্যায়ের ৫৩ নং শ্লোক থেকে ৬১নং শ্লোকে উপস্থিত রয়েছে, যা মূল শৈবশাস্ত্রের অন্তর্গত। শৈববিরোধী স্মার্তেরা শিবরহস্যে থাকা কালভৈরবাষ্টকমের কিছু শ্লোককে পরিবর্তন করে শাস্ত্রবিরুদ্ধ কার্য করেছে। সুতরাং , বিভ্রান্ত না হয়ে সত্য জেনে এই শিবরহস্যোক্ত প্রকৃত ‘কালভৈরবাষ্টকম’ পাঠ করুন। ভগবান কালভৈরব আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন এই প্রার্থনা করি।

প্রকৃত কালভৈরবাষ্টকম স্তোত্র টি সংগ্রহ করেছেন — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী ।


শ্রীশ্রীকালভৈরব অষ্টকম স্তোত্রম্


ॐ নমঃ শিবায় ॥

দেবরাজ সেব্যমান পাবনাংঘ্রি পঙ্কজং

ব্যাল যজ্ঞসূত্র মিন্দু শেখরং কৃপাকরম্ ।

নারদাদি যোগিবৃন্দ বন্দিতং দিগম্বরং

কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥ ১


ভুক্তিমুক্তি দায়কং প্রশস্ত চারু বিগ্রহং

নিতান্ত ভক্তবৎসলং সমস্তলোক পালকম্ ।

নিক্বণন্ মনোজ্ঞ হেমকিঙ্কিণী লসৎ কটিং

কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥ ২


ভানুকোটিভাস্বরং ভবাব্ধিতারকং পরং

নীলকণ্ঠমীপ্সিতার্থদায়কং ত্রিলোচনম্ ।

কালকাল মম্বুজাক্ষ কন্ধরা হরং শিবং

কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥ ৩


শূলটংকপাশদণ্ডপাণিমাদিকারণং

শ্যামকায় মাদিদেবমক্ষরং নিরাময়ম্ ।

ভীমবক্রিমংপ্রভুং বিচিত্র তাণ্ডব প্রিয়ং

কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥ ৪


রত্নপাদুকা প্রভাবিরাম পাদযুগ্মকং

নিত্যমদ্বিতীয় মিষ্ট দৈবতং নিরঞ্জনম্ ।

মৃত্যুদর্পনাশনং করালং দংষ্ট্রভীষণং 

কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥ ৫


ধর্মসেতু পালনং অধর্মমার্গ নাশনং

কর্মপাশ মোচনং সুকর্মদায়কং প্রভুম্ ।

সুবর্ণ বর্ণ কেশ পাশ শোভিতাঙ্গ নির্মলং

কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥ ৬


অট্টহাস ভিন্ন পদ্মজাণ্ড কোটি সন্ততিং

দৃষ্টিপাত নষ্ট পাপজালমুগ্র শাসনম্ ।

অষ্টসিদ্ধিদায়কং কপালমালিকাধরং

কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥ 


ভূতসংঘ নায়কং বিশালকীর্তিদায়কং

কাশিবাসকোক পুণ্যপাপশোধন প্রভুম্ ।

নীতিমার্গকোবিদং পুরাতনং জগৎ প্রভুম্

কাশিকা পুরাধিনাথ কালভৈরবং ভজে ॥ ৮


কালভৈরবাষ্টকং পঠন্তি যে মনোহরং

জ্ঞানমুক্তিসাধনং পবিত্রপুণ্যবর্ধনম্ ।

শোক মোহ দৈন্য লোভ কোপ তাপ নাশনং

তে প্রয়ান্তি কালভৈরবাদি সেবিতং প্রভুং হরম্ ॥ ৯

ॐ নমঃ শিবায় ॥

ॐ নমঃ শিবায় ॥

ॐ নমঃ শিবায় ॥


॥ ইতি শ্রীশিবরহস্যে একাদশাংশে শিবগৌরীসংবাদে অষ্টমীপূজাকথনং নাম চতুস্ত্রিংশোঽধ্যায়ান্তর্গতে কালভৈরাবাষ্টকম সম্পূর্ণম্ ॥


আরো দেখুন 👉 কালাষ্টমী ব্রতবিধি

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ