পরমেশ্বর শিব কারোর ভজনা করেন না




সর্বে রুদ্রং ভজন্ত্যেব রুদ্রঃ কঞ্চিদ্ভজেন্ন হি ।

স্বাত্মনা ভক্তবাৎসল্যাদ্ভজত্যেব কদাচন ॥ ১৫

[রেফারেন্স – শিবমহাপুরাণ/কোটিরুদ্রসংহিতা/অধ্যায় ৪২]

☘️সরলার্থ – সবাই পরমেশ্বর শিবের ভজনা করেন, কিন্তু পরমেশ্বর শিব কারোর ভজন করেন না, কখনো কখনো ভক্তবৎসলবশত তিনি নিজেই নিজের ভক্তের প্রশংসা রূপে ভজনা করে থাকেন ॥ ১৫

🔥সিদ্ধান্ত – পরমেশ্বর শিবের আরাধনা ব্রহ্মা বিষ্ণু সহ সকলেই করেন, কিন্তু প্রভু শিব কারোর ভক্তি করেন না, কেননা তিনি স্বয়ং পরমেশ্বর। কখনো কখনো তিনি তার ভক্তদের উপর সন্তুষ্ট হয়ে সেই শিবভক্তদের প্রশংসা করেন মাত্র। উদাহরন হিসেবে – শ্রীরামচন্দ্র, শ্রীবিষ্ণু, শ্রীকৃষ্ণ ও আদ্যা পার্বতী মা প্রভৃতি ভক্তশৈবদের মাহাত্ম্য মহাদেব নিজেই কখনো কখনো প্রকাশ করে থাকেন, এটি পরমেশ্বর শিব স্নেহবশত করেন।


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত