রুদ্রাভিষেক পদ্ধতি (শৈব আগমোক্ত)

 সমগ্র বাংলায় এই শৈব আগমোক্ত রুদ্রাভিষেক বিধি ISSGT(international Shiva Shakti Gyan Tirtha) -এর পক্ষ থেকে সর্বপ্রথম প্রকাশ করা হল, যার লেখনীতে ও সংগ্রহে রয়েছেন শ্রী রোহিত কুমার চৌধুরী শৈবজী, সম্পাদনায় শ্রী কৌশিক রায় শৈবজী রয়েছেন।

____________________________________________

🔶🔸✴️♣️♣️♠️১ম অনুচ্ছেদ♠️♣️♣️✴️🔸🔶

––––––––––––––––––––––––––––––––


I. শিবলিঙ্গের বিলেপন


রুদ্রাভিষেকের পূর্বে হরিদ্রাচূর্ণ(কাঁচাহলুদ), আমলকীচূর্ণ, চন্দন, আগর, কর্পূরচূর্ণ, চালের গুঁড়ো, হলুদ, ঘৃত, ডালের গুঁড়ো, সর্ষের গুঁড়ো, লবন, তেল এসবের মিশ্রণ দিয়ে শিবলিঙ্গকে মাখিয়ে রাখতে হবে। এসব দ্রব্য শিবলিঙ্গে লেপনের সময় হৃদয়মন্ত্র -👉 ॐ ॐ হ্রাং হৃদয়ায় নমঃ উচ্চারণ করতে হবে। এটাই শৈব আগমোক্ত নির্দেশ। 


II. অভিষেক পাত্রে/কলসে অর্ঘ্যউদক প্রদান -


রুদ্রাভিষেকের পূর্বে পুনরায় হৃদয়মন্ত্র পাঠ পূর্বক সামান্য পরিমান অর্ঘ্য উদক এবং ফুলচন্দন রুদ্রাভিষেকে ব্যবহৃত প্রতিটি পাত্রে/কলসে ঢালতে হবে। ✅হৃদয়মন্ত্র -👉 ॐ ॐ হ্রাং হৃদয়ায় নমঃ


III. শুদ্ধোদক প্রস্তুতি -


এরপর একটি পাত্রে পরিষ্কার, ফেনামুক্ত জল নিয়ে 👉নমঃ শিবায় মন্ত্র পাঠ করে সেটিকে অভিমন্ত্রিত করতে হবে। একে শুদ্ধোদক বলে। 


IV. গন্ধোদক প্রস্তুতি -


এরপর অপর একটি পাত্রে জল, চন্দনবাটা, পুষ্প, দুগ্ধ, কর্পূর, আগর, কুঙ্কুম, দূর্বাঘাস, বিল্বপত্র এসব মিশিয়ে গন্ধোদক প্রস্তুত করে নিতে হবে। এই সুগন্ধি জলকে আগমোক্ত অস্ত্র মন্ত্রে শুদ্ধ করে নিতে হবে - 👉ॐ যং হ্রঃ অস্ত্রায় ফট্


V. পঞ্চামৃতের শোধন -


এরপর পঞ্চামৃতের প্রতিটিকে শুদ্ধি করে সেগুলিকে পাঁচটি আলাদা আলাদা পাত্রে রাখতে হবে। তারপর - 

👉দুগ্ধকে - হৃদয়মন্ত্র দ্বারা - ॐ ॐ হ্রাং হৃদয়ায় নমঃ

👉দধিতে - শিরমন্ত্র দ্বারা - ॐ নং হ্রীং শিরসে স্বাহা

👉ঘৃতকে - শিখামন্ত্র দ্বারা - ॐ মং হ্রূং শিখায়ৈ বষট্

👉মধুকে- কবচ মন্ত্রের দ্বারা - ॐ শিং হ্রৈং কবচায় হুং

👉এবং শর্করাকে - নেত্র মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে নিতে হবে। অভিমন্ত্রিত করতে হবে (তথ্যপ্রদানে সুপ্রভেদাগম) পঞ্চামৃতের উদ্দেশ্যে অমৃতমুদ্রা/ধেনুমুদ্রা প্রদর্শন করাতে হবে অমৃতীকরণের নিমিত্তে।

👉শৈবাগমোক্ত নেত্র মন্ত্র - ॐ বাং হ্রৌং নেত্রত্রয়ায় বৌষট্

ধেনুমুদ্রা


VI. পঞ্চগব্যের শোধন

প্রত্যেকটিকে আলাদা আলদা পাত্রে রাখতে হবে।


👉দুগ্ধকে - ঈশান মন্ত্রের একবার জপের দ্বারা

✅শৈবাগমোক্ত ঈশান মন্ত্র - ॐ হোং ঈশানমূৰ্ধায় শান্ত্যতীতকলায়ৈ নমঃ ।


👉দধি/দইকে - তৎপুরুষ মন্ত্রের দুইবার জপের দ্বারা

✅শৈবাগমোক্ত তৎপুরুষ মন্ত্র - ॐ হেং তৎপুরুষবক্ত্রায় শান্তিকলায়ৈ নমঃ ।


👉ঘৃতকে - অঘোর মন্ত্রের তিনবার জপের দ্বারা

✅শৈবাগমোক্ত অঘোর (বহুরূপ) মন্ত্র - ॐ হুং অঘোরহৃদয়ায় বিদ্যাকলায়ৈ নমঃ ।


👉গোমূত্রকে- বামদেব মন্ত্রের চারবার জপের দ্বারা

✅শৈবাগমোক্ত বামদেব মন্ত্র - ॐ হিং বামদেবগুহ্যায় প্রতিষ্ঠাকলায়ৈ নমঃ ।


👉গোময়কে- সদ্যোজাত মন্ত্রের পাঁচবার জপের দ্বারা পঞ্চগব্যের শোধন করতে হবে। 

✅শৈবাগমোক্ত সদ্যোজাত মন্ত্র - ॐ হং সদ্যোজাতমূৰ্তয়ে নিবৃত্তিকলায়ৈ নমঃ ।


 তাদের এরপর পঞ্চগব্যের উদ্দেশ্যেও অমৃতমুদ্রা/ধেনুমুদ্রা প্রদর্শন করাতে লাগবে অমৃতীকরণের নিমিত্তে। 

ধেনুমুদ্রা


VII. অপর আর একটি পাত্রে পঞ্চামৃত, নারিকেলের জল ও সুগন্ধি জলকে সমপরিমাণে মেশাতে হবে। এলাচ, খুস, চন্দন, লবঙ্গ, কস্তুরী, কুঙ্কুম, কর্পূর এসব সেই মিশ্রণে যোগ করলে তা অধিক ফলপ্রদ হবে। 


____________________________________________

🔶🔸✴️♣️♣️♠️২য় অনুচ্ছেদ♠️♣️♣️✴️🔸🔶

🔴 রুদ্রাভিষেক


 I. পূর্বকারণাগমোক্ত নির্দেশানুসার সবার প্রথমে শুদ্ধোদক (নমঃ শিবায় মন্ত্রে অভিমন্ত্রিত জল) দ্বারা শিবলিঙ্গের অভিষেক করবেন, সাথে পাঠ করবেন- পঞ্চব্রহ্ম মন্ত্র, ষড়াঙ্গমন্ত্র এবং ব্যোমব্যাপী মন্ত্র।

ব্যোমব্যাপী মন্ত্র - ॐ আং ঈং ঊং ব্যোমব্যাপীনে ॐ নমঃ (দশাক্ষর মন্ত্র, শৈবাগমোক্ত) । বাকিমন্ত্রগুলি পড়ে দেওয়া আছে। 


II. এরপর শুদ্ধিকৃত পঞ্চগব্য দ্বারা একে একে রুদ্রাভিষেক করুন।


👉দুগ্ধ দ্বারা অভিষেকের মন্ত্র - অঘোর (বহুরূপ)মন্ত্র

✅শৈবাগমোক্ত অঘোর (বহুরূপ) মন্ত্র - ॐ হুং অঘোরহৃদয়ায় বিদ্যাকলায়ৈ নমঃ ।


👉দধি দ্বারা অভিষেকের মন্ত্র - তৎপুরুষ মন্ত্র

✅শৈবাগমোক্ত তৎপুরুষ মন্ত্র - ॐ হেং তৎপুরুষবক্ত্রায় শান্তিকলায়ৈ নমঃ ।


👉ঘৃত দ্বারা অভিষেক মন্ত্র- ঈশান মন্ত্র

✅শৈবাগমোক্ত ঈশান মন্ত্র - ॐ হোং ঈশানমূৰ্ধায় শান্ত্যতীতকলায়ৈ নমঃ ।


👉গোমূত্র দ্বারা অভিষেক মন্ত্র - সদ্যোজাত মন্ত্র (গোমূত্রের পরিমান কম হলে তাতে পরিমাণ মতো জল মিশিয়ে নেবেন)

✅শৈবাগমোক্ত সদ্যোজাত মন্ত্র - ॐ হং সদ্যোজাতমূৰ্তয়ে নিবৃত্তিকলায়ৈ নমঃ ।


👉গোময়/গোবর দ্বারা অভিষেক মন্ত্র- বামদেব মন্ত্র (গোময়কে সামান্য পরিমান জলে মিশিয়ে তরল করে নেবেন)

✅শৈবাগমোক্ত বামদেব মন্ত্র - ॐ হিং বামদেবগুহ্যায় প্রতিষ্ঠাকলায়ৈ নমঃ ।


👉এরপর রত্নপাথর, পুষ্প, স্বর্ণ মিশ্রিত জল দ্বারা শিবলিঙ্গের অভিষেক করুন যদি অসমর্থ হন তবে গন্ধোদক দিয়েও করতে পারেন। এসময় পাঠ করতে হবে হৃদয় মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র

✅হৃদয় মন্ত্র - ॐ ॐ হ্রাং হৃদয়ায় নমঃ ।


✅মহামৃত্যুঞ্জয় মন্ত্র - ॐ ত্র্যম্বকম্ যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম্ ।

ঊর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যোর্মুক্ষীযমামৃতাৎ ॥

(বৈদিক মহামৃত্যুঞ্জয় মন্ত্র)


VII. এরপর পঞ্চামৃত দ্বারা ক্রমান্বয়ে আলাদা আলদা ভাবে রুদ্রাভিষেক করতে হবে। 


প্রথমে পঞ্চামৃতের প্রথম অমৃত দুগ্ধ দ্বারা অভিষেক করতে হবে নিম্নোক্ত মন্ত্র পাঠ পূর্বক – (দুগ্ধাভিষেক)


"আপ্যাযস্ব সমেতু তে বিশ্বতস্সোম বৃষ্ণিযম্ ।

ভবা বাজস্য সংগথে ॥

শ্রীসাম্বসদাশিবায় নমঃ ক্ষীরেন স্নাপায়ামি, ঈশান মন্ত্রেন শুদ্ধোদকেন স্নাপয়ামি । " --- তারপর সুগন্ধি জল দিয়ে ঈশান মন্ত্র পাঠ পূর্বক শিবলিঙ্গ ধুয়ে দিন।


VIII. এরপর দই/দধি দ্বারা অভিষেক করাতে হবে নিম্নোক্ত মন্ত্র দ্বারা – (দধি অভিষেক)


"দধিক্রাবণো অকারিষং জিষ্ণোরশ্চস্য বাজিনঃ ।

সুরভিনো মুখাকরৎপ্রাণ আযুংষি তারিষৎ ॥

শ্রীসাম্বসদাশিবায় নমঃ দধ্না স্নাপযামি , তৎপুরুষ মন্ত্রেন শুদ্ধোদকেন স্নাপয়ামি । " ---

তারপর পুনর্বার সুগন্ধি জল দিয়ে তৎপুরুষ মন্ত্রের দ্বারা শিবলিঙ্গ ধুয়ে দিন।


IX. এরপর ঘৃত দ্বারা অভিষেক করাতে হবে নিম্নোক্ত মন্ত্রপাঠ দ্বারা – (ঘৃতাভিষেক)


"শুক্রমসি জ্যোতিরসি তেজোহসি দেবো বস্সবিতোৎপুনা-

ত্বচ্ছিদ্রেণ পবিত্রেন বসোস্সূর্যস্য রশ্মিভিঃ ॥

শ্রীসাম্বসদাশিবায় নমঃ ঘৃতেন স্নাপযামি , অঘোর মন্ত্রেন শুদ্ধোদকেন স্নাপয়ামি ।" ---

তারপর পুনর্বার সুগন্ধি জল দিয়ে অঘোর মন্ত্রের দ্বারা শিবলিঙ্গ ধুয়ে দিন।


X. এরপর মধু দ্বারা অভিষেক করতে হবে নিম্নোক্ত মন্ত্রে – (মধু অভিষেক)


"মধুবাতা ঋতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ । মাধ্বীনর্স্সংত্বোষধীঃ ।

মধুনক্তমুতোষসো মধুমৎপার্থিবং রজঃ ।

মধুদ্দৌরস্তু নঃ পিতা ।

মধুমান্নো বনস্পতির্মধুমাং অস্তু সূর্যঃ ।

মাধ্বীর্গাবো ভবন্তু নঃ ॥

শ্রীসাম্বসদাশিবায় নমঃ মধুনা স্নাপ্যযামি, বামদেব মন্ত্রেন শুদ্ধোদকেন স্নাপ্যযামি । "---

এরপর আবার সুগন্ধি জল দিয়ে বামদেব মন্ত্র দ্বারা শিবলিঙ্গকে স্নান করাবেন।


XI. এরপর শর্করা দ্বারা অভিষেক করাতে হবে নিম্নোক্ত মন্ত্রে – (শর্করাভিষেক)


"স্বাদুঃ পবস্য দিব্যায় জন্মনে স্বাদুরিন্দ্রায সুহ বীতু নাম্নে ।

স্বাহুর্মিত্রায় বরুণায় বায়বে বৃহস্পতয়ে মধু মাং অদাভ্যঃ ॥

শ্রীসাম্বসদাশিবায় নমঃ শর্করা স্নাপ্যযামি, সদ্যোজাত মন্ত্রেন শুদ্ধোদকেন স্নাপ্যযামি । " ---

তারপর পুনর্বার সুগন্ধি জল দিয়ে সদ্যোজাত মন্ত্রের দ্বারা শিবলিঙ্গ ধুয়ে দিন।


XII. এরপরে পঞ্চামৃত, সুগন্ধিজল ও নারিকলের জল প্রভৃতির [পূর্বের অনুচ্ছেদের 7 নং পয়েন্ট(VII) দেখুন] মিশ্রণ দ্বারা শিবলিঙ্গের অভিষেক করুন এবং পঞ্চব্রহ্ম মন্ত্র পাঠ করুন।


পঞ্চব্রহ্ম মন্ত্র

1. শৈবাগমোক্ত সদ্যোজাত মন্ত্র - ॐ হং সদ্যোজাতমূৰ্তয়ে নিবৃত্তিকলায়ৈ নমঃ ।

2. শৈবাগমোক্ত বামদেব মন্ত্র - ॐ হিং বামদেবগুহ্যায় প্রতিষ্ঠাকলায়ৈ নমঃ ।

3. শৈবাগমোক্ত অঘোর ( বহুরূপ ) মন্ত্র - ॐ হুং অঘোরহৃদয়ায় বিদ্যাকলায়ৈ নমঃ ।

4. শৈবাগমোক্ত তৎপুরুষ মন্ত্র - ॐ হেং তৎপুরুষবক্ত্রায় শান্তিকলায়ৈ নমঃ ।

5. শৈবাগমোক্ত ঈশান মন্ত্র - ॐ হোং ঈশানমূৰ্ধায় শান্ত্যতীতকলায়ৈ নমঃ ।


🔘এরপরে পুনরায় উপরোক্ত পঞ্চব্রহ্ম মন্ত্র পাঠ পূর্বক একে একে নিম্নোক্ত পাঁচপ্রকারের দ্রব্যাদির দ্বারা অভিষেক করান –

👉ঘৃত ও উষ্ণ জলের মিশ্রণ দ্বারা অভিষেক

👉সুগন্ধি তৈল দ্বারা অভিষেক

👉গন্ধোদক দ্বারা অভিষেক

👉ভস্ম দ্বারা অভিষেক

👉শিশিরের জল দ্বারা অভিষেক (অভাবে বৃষ্টির জল। আপনারা শিশির বা বৃষ্টির জল বোতলে ভরে সংগ্রহ করে রাখতে পারেন।)

👉এরপর আপনারা চাইলে ফলের রস দ্বারা অভিষেক করতে পারেন – হৃদয় মন্ত্রোচ্চারণ পূর্বক - ॐ ॐ হ্রাং হৃদয়ায় নমঃ

👉এরপর সবার শেষে শুদ্ধোদক দ্বারা শিববীজ কার বা হৌং/হ্রৌং দ্বারা শিবের অভিষেক করান।


XIII. এরপর 👉 শতরুদ্রীয়/রুদ্রসূক্ত ও চমকম পাঠ করতে হবে। এই দুটিকে একত্রে রুদ্রিপাঠ বলা হয়।


॥ রুদ্রাভিষেক সমাপ্তম্ ॥


( তথ্যসূত্র - সুপ্রভেদাগম, পূর্বকারণাগম, রৌরবাগম অজিতাগম, মকুটাগম, পূর্বকামিকাগম এবং শ্রীশিবপূজা বিধি )


🛑 বিশেষ কিছু তথ্য 🛑 

✅ষড়াঙ্গ মন্ত্র - 

1. শৈবাগমোক্ত হৃদয় মন্ত্র - ॐ ॐ হ্রাং হৃদয়ায় নমঃ

2. শৈবাগমোক্ত শির মন্ত্র - ॐ নং হ্রীং শিরসে স্বাহা

3. শৈবাগমোক্ত শিখা মন্ত্র - ॐ মং হ্রূং শিখায়ৈ বষট্

4. শৈবাগমোক্ত কবচ মন্ত্র - ॐ শিং হ্রৈং কবচায় হুং

5. শৈবাগমোক্ত নেত্র মন্ত্র - ॐ বাং হ্রৌং নেত্রত্রয়ায় বৌষট্

6.শৈবাগমোক্ত অস্ত্র মন্ত্র - ॐ যং হ্রঃ অস্ত্রায় ফট্

7.শৈবাগমোক্ত ব্যোমব্যাপী মন্ত্র - ॐ আং ঈং ঊং ব্যোমব্যাপীনে ॐ নমঃ (দশাক্ষর মন্ত্র) 


🔘সংগ্রহে ও লেখনীতে - RohitKumarChoudhury(ISSGT)

🔘 সম্পাদনায় - শ্রী কৌশিক রায় শৈবজী (ISSGT) 

🔘 ©️কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT.


🙏ॐ নম ভগবতে রুদ্রায়🙏

🙏ॐ নমঃ শিবায়🙏

🙏জয় মা পরমেশ্বরী পার্বতী🙏

🙏জয় শৈব সনাতন ধর্মের 🙏

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত