মহাপাপী ব্যক্তি কারা ?


যে দ্বিষন্তি মহাদেবং সংসারার্ণব তারকম।

সুমহৎপাতকোপেতাস্তে যান্তি নরকাগ্নিষ ॥২২

মহান্তি পাতকান্যাহুর্নিরন্তবফলানি ষট্ ।

নাভিনন্দন্তি যে দৃষ্ট্ব শঙ্করং ন স্তুবন্তি যে ॥২৩

যথেষ্টচেষ্টা নিঃশঙ্কাঃ সন্তিষ্ঠন্তি রমন্তি চ ।

উপচারবিনির্ম্মুক্তাঃ শিবস্য গুরু সন্নিধৌ ॥২৪

শিবাচারং ন মন্যন্তে শিবভক্তান্ দ্বিষন্তিষট্ ।


[রেফারেন্স - স্কন্দমহাপুরাণের মাহেশ্বরখণ্ড/কুমারিকাখণ্ড/অধ্যায়৪১]


☘️সরলার্থ : যে সমস্ত ব্যক্তি সংসাররূপীসাগরত্রাতা মহাদেবকে বিশ্বাস করে না, সেই মহাপাপীরা নরকের অগ্নিতে দগ্ধ হয়। এরপর যার ফল নিরন্তর ভোগ করতে হয়, সেইরূপ ছয়টি মহাপাপ বর্ণনা করা হচ্ছে। যারা শঙ্করকে দেখেও অভিনন্দন করে না, তাঁর স্তব করে না, কিংবা শিবের নিকটে নির্ভয়ে অবস্থান করে যারা ইচ্ছানুযায়ী(অধর্ম) কার্য করে প্রীতি অনুভব করে, যারা শিবের বা গুরুর কাছে কোনও উপচার (দক্ষিণা/ অসমর্থ অবস্থায় ভক্তি) না নিয়ে খালি হাতে উপস্থিত হয়, যারা শৈব আচার মানে না, কিংবা শিবভক্তদের হিংসা -দ্বেষ করে, তারাই মহাপাপী ॥২২-২৪


🔥সিদ্ধান্ত - যাদের হৃদয়ে শিব, গুরু ও শৈবদের প্রতি শ্রদ্ধা নেই, যারা কলে কৌশলে পরমেশ্বর শিবকে অপমান করার চিন্তা পোষণ করেন, যারা গুরু দক্ষিণা বা শিবের প্রতি ভক্তিভাব রাখেন না, তারাই মহাপাপী ব্যক্তি বলে গন্য ।

© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত