শৈবমতে মন্ত্রস্নান ও সন্ধিপ্ৰোক্ষণ পদ্ধতি

 


আপোহিষ্ঠেতি শিরসি প্রোক্ষয়েত্পাপশান্তয়ে।

যস্যেতি মন্ত্ৰং পাদে তু সন্ধিপ্ৰোক্ষণমুচ্যতে ॥২২

হৃদয়ে মূর্ধি পাদে চ মূর্ণি হৃত্পাদ এব চ ।

হৃত্পাদমূর্ধি সম্প্ৰোক্ষ্য মন্ত্ৰস্নানং বিদুৰ্বধাঃ ॥২৩

ঈষস্পর্শ চ দৌঃস্বাস্থ্যে রাজরাষ্ট্রভয়েঽপি চ ।

অগত্যা গতিকালে চ মন্ত্রস্নানং সমাচরেত্ ॥ ২৪

[শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/অধ্যায় নং ১৩]


🔴সরলার্থ –

➡️আপো হি ষ্ঠা ময়োভুবস্তা নঃ ঊর্জে দধাতন।

মহে রণায় চক্ষসে‌ ॥⬅️[শুক্লযজুর্বেদ : ৩৬/১৪]

☝️এই মন্ত্র পাঠ করে পাপ ক্ষয়ের নিমিত্ত মাথায় জল ছিটিয়ে নিন,

অতঃপর

➡️তস্মাহ অরং গমাম বো যস্য ক্ষয়ায় জিম্বথ।

আপো জনয়থা চ নঃ ॥⬅️[শুক্লযজুর্বেদ : ৩৬/১৬]

এই মন্ত্র পাঠ করে পায়ে জল ছিটিয়ে নেবেন, এটিকে সন্ধিপ্রোক্ষণ বলা হয়।


আপো হি ষ্ঠা” এই মন্ত্রে ৩টি ঋচা এবং প্রত্যেকটি ঋচাতে গায়ত্রী ছন্দের ৩টি করে চরণ বিদ্যমান। এর অন্তর্গত ১ম ঋচার ৩টি চরণ থাকে। এর অন্তর্গত

 ১ম ঋচার ৩টি চরণ পাঠ করতে করতে পা, মাথা ও হৃদয়ে জল ছেটাবে।

🔴১ম ঋচা মন্ত্র – আপো হি ষ্ঠা ময়োভুবস্তা


দ্বিতীয় ঋচার তিনটি চরণ পড়ে মাথা, হৃদয় ও পায়ে জল ছেটাবে।

🔴২য় ঋচা মন্ত্র – নঃ ঊর্জে দধাতন



তৃতীয় ঋচার তিন চরণ পাঠ করতে করতে হৃদয়, পায়ে ও মাথায় জল ছেটাবে।

🔴৩য় ঋচা মন্ত্র – মহে রণায় চক্ষসে


বিদ্বান ব্যক্তিরা একে ” মন্ত্র স্নান ” বলে থাকেন। কোনো অপবিত্র বস্তু স্পর্শ করলে, স্বাস্থ্য ঠিক না থাকলে, রাজা ও রাষ্ট্রের ওপর সংকট উপস্থিত হলে ও যাত্রার সময় জলের উপলব্ধি না হলে “মন্ত্র স্নান” করা উচিত ॥২২ – ২৪


এরপর আপনি জপ, ধ্যান, পূজাপাঠ, ব্রত বা অন্য যে কোন আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারবেন। কিন্তু সেই অনুষ্ঠান শুরু করবার আগে অবশ্যই শিবস্মরণ ও শুদ্ধি মন্ত্র পাঠ করবেন।

✅ এই মন্ত্রে শিবস্মরণ করুন – 

ॐ শিব ॐ শিব ॐ শিব বৃষভারূঢ়ং হিরণ্যবাহুং হিরণ্যবর্ণং হিরণ্যরূপং পশুপাশবিমোচকং পুরুষং কৃষ্ণপিঙ্গলং ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপং সহস্রাক্ষং সহস্রশীর্ষং সহস্রচরণং বিশ্বতোবাহুং বিশ্বাত্মানং একং অদ্বৈতং নিষ্কলং নিষ্ক্রিয়ং শান্তং শিবং অক্ষরং অব্যয়ং হরি-হর-হিরণ্যগর্ভ-স্রষ্টারং অপ্রমেয়ং অনাদ্যন্তং রুদ্রসূক্তৈরভিষিচ্য সিতেন ভস্মনা শ্রীফল দলৈশ্চ ত্রিশাখৈরার্দ্রৈর-নার্দ্রৈর্বা ॥ নমঃ শিবায় ॥

নমঃ শিবায় ॥ 

নমঃ শিবায় ॥


✅এবার শৈব আগমোক্ত শুচিমন্ত্র পাঠ করুন –

ॐ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা ।

যঃ স্মরেৎ বৈ বিরূপাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ ‌‌॥


অতঃপর আপনার আধ্যাত্মিক অনুষ্ঠানের শুভারম্ভ করুন।


ॐ নমঃ শিবায় ॥



© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত