অন্য দেবতার ভক্তদের‌ও অন্তিমে শিব‌ই পরম গতি

 


অন্যং ভজন্তি যে নিত্যং তস্মিংস্তে লীনতাং গতাঃ ।

তেনৈব রুদ্রং তে প্রাপ্তাঃ কালেন মহতা বুধাঃ ॥১৬

রুদ্রভক্তাস্তু যে কেচিত্তৎক্ষণং শিবতাং গতাঃ ।

অন্যাপেক্ষা ন বৈ তেষাং শ্রুতিরেষা সনাতনী ॥১৭

[রেফারেন্স - শিবমহাপুরাণ/কোটিরুদ্রসংহিতা/অধ্যায় ৪২]

☘️সরলার্থ - যে সমস্ত ব্যক্তি অন্য দেবতাকে নিত্য ভজনা করেন তারা সেই দেবতাতেই লীন হয়ে বহু সময় অতীত হলে অবশেষে সেই দেবতার মাধ্যমে পরমেশ্বর শিব কে প্রাপ্ত করার সৌভাগ্য লাভ করেন। কিন্তু যারা শিবভক্ত তারা ওই সময়েই সরাসরি শিবতত্ত্ব কে প্রাপ্ত করে নেন কেননা তাদের অন্য কোন দেবতার প্রয়োজন পড়ে না, ইহাই সনাতন শ্রুতি ॥১৬ - ১৭

🔥সিদ্ধান্ত - বৈষ্ণব হোক বা শাক্ত, গাণপত্য হোক বা সৌর সকলেই অন্তিমে শিবে বিলীন হন, যেহেতু তারা অন্য দেবতার ভক্ত তাই তারা প্রথমে তাদের আরাধ্যতে লয় হবার পর অন্তিমে শিবে বিলীন হন, কারণ, শিব‌ই অদ্বিতীয় পরমেশ্বর। কিন্তু যারা শিবভক্ত শৈব তারা যেহেতু সরাসরি সেই পরমেশ্বর শিবের ভক্ত তাই তারা অনায়াসেই শিবে লীন হয়ে শিবপ্রাপ্ত করেন, এটি চিরন্তন সত্য বেদবাক্য ।


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ