সমস্ত দেবতা হল একমাত্র পরমেশ্বর শিবের বিভিন্ন স্বরূপ, এনাদের মধ্যে ভেদজ্ঞান করা অনুচিত



যেঽন্যথা সম্প্রপশ্যন্তি মদ্ভিন্নং দেবতান্তরম্।

তে যান্তি নরকান্ ঘোরান নাহং তেষু ব্যবস্থিতঃ ॥১১৬


[রেফারেন্স : কূর্মমহাপুরাণ/উপরিভাগ/অধ্যায় ১১]


☘️সরলার্থ - যারা আমাকে(শিব) ভিন্ন অনান্য দেবতা সকলকে অন্য প্রকারে দর্শন করে, তারা ঘোর নরকে গমন করে এবং আমি স্বাক্ষাৎ শিব সেই সব ব্যক্তিগণের আত্মাতে ব্যবস্থিত থাকি না ॥১১৬


ব্যাখ্যা - যে সমস্ত ব্যক্তি সমস্ত দেবতাদের সেই এক পরমেশ্বর শিবের‌ই রূপ বলে মান্য না করে , তারাই নরকে যান, সেই ব্যক্তির আত্মা কখনোই পরমাত্মা শিবের সাথে যোগসূত্র স্থাপন করে একীভূত হতে সক্ষম নন, ফলে শিবকৃপা থেকে বঞ্চিত হয়ে সেই ব্যক্তি অজ্ঞানের অন্ধকারে নিমগ্ন হয়ে পড়েন। তাই প্রভু শিব বলছেন আমি সেই ব্যক্তিদের আত্মাতে অবস্থান করি না, অত‌এব, সমস্ত দেবতা যে শিব থেকে ভিন্ন নন, তারা শিবের‌ই বিভিন্ন স্বরূপ, এই জ্ঞান আমাদের প্রত্যেকের করা আবশ্যক।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত