দক্ষিণামূর্তি পঞ্চরত্নম্ স্তোত্রম্

 


ISSGT (INTERNATIONAL SHIVA SHAKTI GYAN TIRTHA) – এর পক্ষ থেকে শ্রী কৌশিক রায় শৈবজী দ্বারা এই প্রথমবার বাংলাতে দক্ষিণামূর্তি পঞ্চরত্নম্ স্তোত্রম্ আনা হল। প্রভু পরমেশ্বর শিবের অসংখ্য লীলামূর্তির মধ্যে দক্ষিণামূর্তি রূপ অন্যতম । এটি প্রভু শিবের আদিগুরু রূপে বিখ্যাত। গুরুপূর্ণিমা তিথির শুভদিনে এই দক্ষিণামূর্তি প্রভুর আরাধনা করা হয়। বেদ তথা সমস্ত শাস্ত্রের জ্ঞান প্রদানকারী প্রভু শিবের এই দক্ষিণামূর্তি লীলামূর্তি সমস্ত গুরু পরম্পরার আদিগুরু রূপে প্রতিষ্ঠিত। গুরুপূর্ণিমা উপলক্ষ্যে প্রভুর এইরূপের পঞ্চরত্ন স্তোত্র প্রকাশিত করা হল। দক্ষিণামূর্তি শিবের আরাধনা করার সময় এই পঞ্চরত্ন পাঠ করবেন। এই রূপকে আরাধনা করে উচ্চকোটির বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ঐশ্বর্য, শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হওয়ার আশীর্বাদ প্রাপ্ত করা সম্ভবপর হয়। প্রত্যেক বিদ্যার্থীগণ (ছাত্র-ছাত্রী ইত্যাদি) -এর এই প্রভু দক্ষিণামূর্তি শিবের আরাধনা করা উচিত। আরাধনার সময় বিভিন্ন স্তোত্র ও মন্ত্র পাঠ করা প্রয়োজন। দক্ষিণামূর্তি প্রভুর বিভিন্ন স্তোত্রের মধ্যে এই দক্ষিণামূর্তি পঞ্চরত্নম্ স্তোত্রম্ এখানে উল্লেখ করা হল –


[” য ” – শব্দটিকে “ইঅ” উচ্চারণ করবেন]


মন্ত্র-রোগ-শিরোপরিস্থিত

নৃত্যমান পদাম্বুজম

ভক্ত-চিন্তিত-সিদ্ধিদান-

বিচক্ষণং কমলেক্ষণম্।

ভুক্তিমুক্তি-ফলপ্রদং ভুবি

পদ্মজাচ্যুত পুজিতং

দক্ষিণা-মুখ-মাশ্রযে মম

সর্ব সিদ্ধিদ-মীশ্বরম্ ॥ ১ ॥


বিত্তদ-প্রিযমর্চিতং কৃত

কৃশা তীব্রতপো-ব্রতৈঃ

মুক্তিকামিভি রাশ্রিতৈঃ

মুহুর্মুনির্দ্দদমানসৈঃ ।

মুক্তিদং নিজপাদ-পঙ্কজ- সক্তমানস-যোগিনাং

দক্ষিণা-মুখ-মাশ্রয়ে মম

সর্ব সিদ্ধিদ-মীশ্বরম্ ॥ ২ ॥


কৃত্ত-দক্ষ-মহাধিপং

বর-বীরভদ্র-গণেন বৈ

যক্ষরাক্ষস-মর্ত্য-কিন্নর-

দেব-পন্নগ-বন্দিতম্ ।

রত্নভুগ্গণানাথ-ভৃত্

ভ্রমরার্চিতাঙ্ ঘ্রি সরোরুহম্

দক্ষিণা-মুখ-মাশ্রযে মম

সর্ব সিদ্ধিদ-মীশ্বরম্ ॥ ৩ ॥


নক্ত-নাথ-কলাধরং

নগজা- পযোধর-মণ্ডলং

লিপ্ত-চন্দন-পঙ্ক-কুঙ্কুম-

মুদ্রিতামল-বিগ্রহম্ ।

শক্তিমন্তমশেষ সৃষ্টি

বিধানকে সকলং প্রভুং

দক্ষিণা-মুখ-মাশ্রযে মম

সর্ব সিদ্ধিদ-মীশ্বরম্ ॥ ৪ ॥


রক্ত-নীরজ-তুল্প পাদ

পযোজ সদ্মণি-নূপুরং

বন্ধন ত্রয-ভেদ-পেশাল

পঙ্কজাক্ষ শিলীমুখম্ ।

হেম-শৈল-শরাসনং পৃথু

সিঞ্চিনীকৃত দক্ষকং

দক্ষিণা-মুখ-মাশ্রযে মম

সর্ব সিদ্ধিদ-মীশ্বরম্ ॥ ৫ ॥


যঃ পঠেচ্চ দিনে দিনে –

স্তব পঞ্চরত্ন-মুমাপতেঃ

পুরাতলে মযাকৃতং

নিখিলাগমমূল মহানলম্ ।

তস্য পুত্র-কলত্র মিত্র-

ধনানি সন্তু কৃপাবলাত্

তে মহেশ্বর শঙ্করাখিল

বিশ্বনাযক শাশ্বত ॥ ৬ ॥


॥ দক্ষিণামূর্তি পঞ্চরত্নম্ স্তোত্রম্ সম্পূর্ণম্ ॥


✅উপরোক্ত পঞ্চরত্নম্ স্তোত্রম্ টি যেকোনো 

বিশেষ পূজার সময়ে পাঠ করতে পারেন।


📍সংগ্রহে ও লেখনীতে – শ্রী কৌশিক রায় শৈবজী

🚩কপিরাইট এবং প্রচারে – INTERNATIONAL SHIVA SHAKTI GYAN TIRTHA – ISSGT


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

আরো দেখুন :

👉 সদাশিব পঞ্চরত্নম্ স্তোত্রম্

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত