সাম্বসদাশিবের ধ্যান ও আবাহন মন্ত্র (শিবমহাপুরাণোক্ত)

 


হাতটিকে আবাহন মুদ্রায় ধরে এই মন্ত্রটি পাঠ করে প্রভু পরমেশ্বর সদাশিবকে মাতা পার্বতীর র সহিত আবাহন করবেন, এই মন্ত্রে ধ্যান‌ও করা যায় -


কৈলাস শিখরস্থং চ পাৰ্বতী পতিমুত্তমম্ ।

যথোক্ত রূপিণং শম্ভুং নির্গুণং গুণরূপিণম্ । 

পঞ্চবক্ত্রং দশভুজং ত্রিনেত্ৰং বৃষভ ধ্বজম্ ॥ 

কর্পূরগৌরং দিব্যাঙ্গং চন্দ্ৰমৌলিং কপর্দিনম্ । 

ব্যাঘ্রচর্ম উত্তরীয়ং চ গজচর্ম অম্বরং শুভম্ ॥ 

বাসুক্যাদি দীপ্তিতাঙ্গং পিনাকাদ্য আয়ুধান্বিতম্ । 

সিদ্ধয়োঽষ্টৌ চ যস্য অগ্রে নৃত্যন্তীহ নিরন্তরম্ ॥

জয় জয়েতি শব্দৈশ্চ সেবিতং ভক্তপুঞ্জকৈঃ । 

তেজসা দুস সহেনৈব দুর্লক্ষ্যং দেব সেবিতম্ ॥

শরণ্যং সর্বসত্ত্বানাং প্রসন্ন মুখ পঙ্কজম্ ।

বেদৈঃ শাস্ত্ৰৈ যথাগীতং বিষ্ণু ব্ৰহ্মনুতং সদা ।

ভক্তবৎসল পরমানন্দং শিবম আবাহয়াম্ অহম্ ॥


সরলার্থ :- যিনি কৈলাস শিখরে নিবাস করেন, যিনি পার্বতী দেবীর পতি, যিনি সমস্ত দেবতাদের থেকে উত্তম, শাস্ত্রে যাঁর স্বরূপ যথাবৎ বর্ণনা করা হয়েছে, যিনি নির্গুণ হয়েও গুণরূপ, যাঁর পাঁচ মুখ, দশ হাত এবং প্রত্যেক মুখমণ্ডলে তিনটি করে নেত্র, যাঁর ধ্বজায় বৃষভ চিহ্ন অঙ্কিত, যাঁর অঙ্গকান্তি কর্পূরের ন্যায় গৌর, যিনি দিব্যরূপধারী, চন্দ্রের ন্যায় মুকুটে যিনি সুশোভিত ও যিনি মাথায় জটাজূট ধারণ করেছেন, যিনি হাতির চামড়া পরিধান করেন এবং ব্যাঘ্রচর্ম ধারণ করেন, যাঁর স্বরূপ শুভ, যাঁর অঙ্গে বাসুকি আদি নাগ জড়িয়ে আছে, যিনি পিনাক আয়ুধ (অস্ত্র) ধারণ করেন, যাঁর সামনে অষ্ট সিদ্ধি নিরন্তর নৃত্য করে থাকেন, ভক্তগণ জয়ধ্বনি করে যাঁর সেবায় ব্যাপৃত থাকে, দুঃসহ তেজের জন্য যাঁর দিকে তাকিয়ে থাকা কঠিন, যিনি দেবগণ দ্বারা সেবিত ও সমস্ত প্রাণীকে শরণ দিয়ে থাকেন, যাঁর মুখ প্রসন্নতায় উদ্ভাসিত, বেদ এবং শাস্ত্রসমূহে যাঁর মহিমা যথাসাধ্য গীত হয়েছে, বিষ্ণু এবং ব্রহ্মাও সর্বদা যাঁর স্তুতি করে থাকেন, যিনি পরমানন্দস্বরূপ, সেই ভক্তবৎসল শম্ভু শিবের আমি আবাহন করি ॥



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত