পুরাণ শাস্ত্রের মান্যতা

 


'স্বর্বাকোবাক্যমিতিহাসপুরাণমোং সর্বান্বেদাংস্ত্বযি'

[শাঙ্খায়ন গৃহ্যসূত্রম(কল্প বেদাঙ্গ)/১/২৪/৮]

☘️সরলার্থ : স্বর, বাক্য, ইতিহাস, পুরাণ সমস্তই বেদ সূচক ।

বেদং গৃহীত্বা যঃ কশ্চিচ্ছাস্ত্রং চৈবাবমন্যতে।

 স সদ্যঃ পশুতাং যাতিসংভবানেকবিংশতিম্ ॥

[রেফারেন্স - অত্রি সংহিতা/১/১১/]

সরলার্থ: যে ব্যক্তি বেদ অধ্যয়ন করে সেই গর্বে অন্যান্য শাস্ত্রের উপদেশ অগ্রাহ্য করে, সে একবিংশতিবার পশুজন্ম প্রাপ্ত হবে ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত