বেদের সংহিতা ও ব্রাহ্মণের অংশগুলি একত্রে বেদ বলে স্বীকৃত



মন্ত্ৰব্ৰাহ্মণে যজ্ঞস্য প্ৰমাণম্ ॥ ৩২ মন্ত্রব্রাহ্মণয়োর্বেদনামধেয়ম্ ॥৩৩

কর্মচোদনা ব্রাহ্মণানি ॥৩৪


[রেফারেন্স - আপস্তম্ব/পরিভাষা সূত্র/১ম খণ্ড]


☘️সরলার্থ - মন্ত্র ও ব্রাহ্মণ যজ্ঞের প্রমাণস্বরূপ ॥৩২

মন্ত্র ও ব্রাহ্মণের নাম(উভয়েই) বেদ ॥৩৩

ব্রাহ্মণগুলি কর্মপ্রণোদনামূলক ॥৩৪


🍁সিদ্ধান্ত-

১. বেদের মন্ত্র অর্থাৎ সংহিতাঅংশ ও ব্রাহ্মণের অংশগুলি বৈদিক যুগের মানদণ্ড।

২. বেদের মন্ত্রভাগ ও ব্রাহ্মণভাগ উভয়‌ই একত্রে বেদ হিসেবেই স্বীকৃত । 

৩. ব্রাহ্মণ শাস্ত্রগুলি বেদোক্ত কর্মকাণ্ডের জন্য প্রেরণা প্রদানকারী অর্থাৎ বেদের কর্মকাণ্ড হল ব্রাহ্মণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত