প্রভু শিবকে নগ্ন ও কামুক বলে এমন কটুক্তিকারীরা সর্বদাই মূর্খ



যে ত্বাত্মরামগুরুভির্হৃদি চিন্তিতাঙ্ ঘ্রি-দ্বন্দ্বং চরন্তমুময়া তপসাভিতপ্তম্ ।

কত্থন্ত উগ্ৰপরুষং নিরতং শ্মশানে তে নৃনমূতিমবিদংস্তব হাতলজ্জাঃ ॥৩৩


[রেফারেন্স – ভাগবতপুরাণ/৮নং স্কন্ধ/৭নং অধ্যায়]


☘️ সরলার্থজীবন্মুক্ত ও আত্মারাম পুরুষেরা তাদের হৃদয়ে আপনার(শিবের) চরণযুগল ধ্যান করেন এবং আপনি নিজেও সর্বদা জ্ঞান ও তপে নিমগ্ন থাকেন । আপনি উমার সঙ্গে বিচরণ করেন দেখে যে সকল নির্লজ্জ ব্যক্তি আপনাকে উমার প্রতি আসক্ত (কামুক) কিংবা আপনি শ্মশানে বাস করেন বলে আপনাকে হিংস্র ও ক্রুর মনে করে — তারা মূর্খ, আপনার লীলার রহস্য কিছুমাত্র উপলব্ধি করতে পারে না ॥ ৩৩


🔥সিদ্ধান্তযাদের চিন্তাধারা কলুষিত তারাই পরমেশ্বর প্রভু শিবকে কামুক ও নগ্ন মনে করে। কেননা তাদের মন মানসিকতা সংকীর্ণতায় পরিপূর্ণ। সেই মায়াতে আচ্ছন্ন ব্যক্তি সর্বদাই নির্লজ্জ ও মূর্খ । কারণ, শিবের লীলা এই সব মহামূর্খদের বোধগম্য নয় । তাই এরা মায়াতে আচ্ছন্ন হয়ে শিবনিন্দা করে বেড়ায় ।


📍সংগ্রহে ও লেখনীতে – শ্রীকৌশিক রায় শৈবজী

Copyright ©️ International Shiva Shakti Gyan Tirtha – ISSGT.


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত