পার্বতী মাতার আরাধনা আবশ্যক




জপনং পার্বতী দেব্যা পূজনং পার্বতী পদে ।

শরণং পার্বতী দেব্যাশ্চরণং ভবনাশনম্ ॥৫৫ 

কালস্য যন্ত্রনাৎকালী করালা কলিমর্দনাৎ ।

তস্মাৎ পদাভিঘ্রভজনাৎ দেবীপুত্র ভবেৎ ধ্রুবম্ ॥৫৬


(রেফারেন্স : মুণ্ডমালা তন্ত্রম্ / দ্বিতীয় পটল)


সরলার্থ : পার্বতী দেবীর জপ, পার্বতী দেবীর পাদপদ্ম পূজন, পার্বতী দেবীর পদতলে শরণ ( আশ্রয় ) সাধককে ভবচক্র বা জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে । কালকে নিয়ন্ত্রণ করার জন্য উনি কালী , কলির মর্দন করার জন্য উনি করালী , তাঁরই সেই পাদপদ্মের ভজন করলে সাধক সাক্ষাৎ তাঁর পুত্রতুল্য হয়ে যান ।


সিদ্ধান্ত : সাক্ষাৎ আদ্যাশক্তি পার্বতী মায়ের আরাধনায় ভক্ত চিরতরে মুক্তি পেতে পারেন, কারণ, মায়ের কৃপাতেই ভক্তশৈব সেই পরমেশ্বর শিবের সম্পর্কে জানতে পেরে বন্ধনমুক্ত হয়ে যান। মাতা পার্বতীই স্বয়ং কালী স্বরূপ ধারণ করেন, তিনিই করালী। তাই তার ভজনা করলে ভক্তশৈব মাতা পার্বতীর পুত্রসম হয়ে মাতার স্নেহ লাভ করেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ