দক্ষিণামূর্তি অষ্টকম্ স্তোত্রম্ (আদিশঙ্করাচার্য্যকৃত)



 ISSGT (INTERNATIONAL SHIVA SHAKTI GYAN TIRTHA) – এর পক্ষ থেকে শ্রী কৌশিক রায় শৈবজী দ্বারা এই প্রথমবার বাংলাতে দক্ষিণামূর্তি অষ্টকম্ স্তোত্রম্ আনা হল। প্রভু পরমেশ্বর শিবের অসংখ্য লীলামূর্তির মধ্যে দক্ষিণামূর্তি রূপ অন্যতম । এটি প্রভু শিবের আদিগুরু রূপে বিখ্যাত। গুরুপূর্ণিমা তিথির শুভদিনে এই দক্ষিণামূর্তি প্রভুর আরাধনা করা হয়। বেদ তথা সমস্ত শাস্ত্রের জ্ঞান প্রদানকারী প্রভু শিবের এই দক্ষিণামূর্তি লীলামূর্তি সমস্ত গুরু পরম্পরার আদিগুরু রূপে প্রতিষ্ঠিত। গুরুপূর্ণিমা উপলক্ষ্যে প্রভুর এইরূপের অষ্টকম্ স্তোত্র প্রকাশিত করা হল। যা আদি শঙ্কর আচার্য দ্বারা রচিত। দক্ষিণামূর্তি শিবের আরাধনা করার সময় এই স্তোত্র পাঠ করবেন। এই রূপকে আরাধনা করে উচ্চকোটির বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ঐশ্বর্য, শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হওয়ার আশীর্বাদ প্রাপ্ত করা সম্ভবপর হয়। প্রত্যেক বিদ্যার্থীগণ (ছাত্র-ছাত্রী ইত্যাদি) -এর এই প্রভু দক্ষিণামূর্তি শিবের আরাধনা করা উচিত। আরাধনার সময় বিভিন্ন স্তোত্র ও মন্ত্র পাঠ করা প্রয়োজন। দক্ষিণামূর্তি প্রভুর বিভিন্ন স্তোত্রের মধ্যে আদিশঙ্করকৃত এই দক্ষিণামূর্তি অষ্টকম্ স্তোত্রম্ এখানে ধ্যান সহ উল্লেখ করা হল

[" " - শব্দটিকে "ইঅ" উচ্চারণ করবেন]


আদিশঙ্কর আচার্যকৃত দক্ষিণামূর্তি শিবের ধ্যান

মৌনব্যাখ্যা প্রকটিত পরব্রহ্মতত্ত্বং যুবানং

বর্ষিষ্ঠান্তে বসদ্ ঋষিগণৈঃ আবৃতং ব্রহ্মনিষ্ঠৈঃ ।

আচার্যেন্দ্রং করকলিত চিন্মুন্দ্রমানন্দমূর্তিং

স্বাত্মারামং মুদিতবদনং দক্ষিণামূর্তিমীডে ॥ ১ ॥বটবিটপিসমীপে ভূমিভাগে নিষণ্ণং

সকলমুনিজনানাং জ্ঞানদাতারমারাত্ ।

ত্রিভুবনগুরুমীশং দক্ষিণামূর্তিদেবং

জননমরণদুঃখচ্ছেদদক্ষং নমামি ॥ ২ ॥

চিত্রং বটতরোর্মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর্যুবা ।

গুরোস্তু মৌনং ব্যাখ্যানং শিষ্যাস্তু ছিন্নসংশযাঃ ॥ ৩ ॥

নিধযে সর্ববিদ্যানাং ভিষজে ভবরোগিণাম্ ।

গুরবে সর্বলোকানাং দক্ষিণামূর্তযে নমঃ ॥ ৪ ॥

ॐ নমঃ প্রণবার্থায শুদ্ধজ্ঞানৈকমূর্তযে ।

নির্মলায প্রশান্তায দক্ষিণামূর্তযে নমঃ ॥ ৫ ॥

চিদ্ধনায মহেশায বটমূলনিবাসিনে ।

সচ্চিদানন্দরূপায দক্ষিণামূর্তযে নমঃ ॥ ৬ ॥

ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদবিভাগিনে ।

ব্যোমবদ্ ব্যাপ্তদেহায দক্ষিণামূর্তযে নমঃ ॥ ৭ ॥


॥ দক্ষিণামূর্ত্যষ্টকম্ ॥


বিশ্বং দর্পণদৃশ্যমাননগরীতুল্যং নিজান্তর্গতং

পশ্যন্নাত্মনি মাযযা বহিরিবোদ্ভূতং তথা নির্দযা ।

যঃ সাক্ষাৎকুরুতে প্রবোধসমযে স্বাত্মানমেবাদ্বযং

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নম ইদং শ্রী দক্ষিণামূর্তযে ॥ ১ ॥


বীজস্যান্তরিবাঙ্কুরো জগদিদং প্রাঙ্ নির্বিকল্পং পুনঃ

মাযাকল্পিতদেশকালকলনাবৈচিত্র্যচিত্রীকৃতম্ ।

মাযাবীব বিজৃম্ভযত্যপিমহাযোগীব যঃ স্বেচ্ছযা

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নম ইদং শ্রীদক্ষিণামূর্তযে ॥ ২ ॥


যস্যৈব স্ফুরণং সদাত্মকমসৎকল্পার্থকং ভাসতে

সাক্ষাৎ তত্ত্বমসীতি বেদবচসা যো বোধযত্যাশ্রিতান্ ।

যৎ সাক্ষাৎ করণাদ্ভবেন্ন পুনরাবৃত্তির্ভবাম্ভোনিধৌ

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নম ইদং শ্রীদক্ষিণামূর্তযে ॥ ৩ ॥


নানাচ্ছিদ্রঘটোদরস্থিতমহাদীপপ্রভাভাস্বরং

জ্ঞানং যস্য তু চক্ষুরাদিকরণদ্বারা বহিঃ স্পন্দতে ।

জানামীতি তমেব ভান্তমনুভাত্যেতৎ সমস্তং জগত্

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নম ইদং শ্রীদক্ষিণামূর্তযে ॥ ৪ ॥


দেহং প্রাণমপীন্দ্রিযাণ্যপি চলাং বুদ্ধিং চ শূণ্যং বিদুঃ

স্ত্রীবালান্ধজডোপমাস্ত্বহমিতি ভ্রান্তা ভৃশং বাদিনঃ ।

মাযাশক্তিবিলাসকল্পিতমহাব্যামোহসংহারিণে

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নমঃ ইদং শ্রীদক্ষিণামূর্তযে ॥ ৫ ॥


রাহুগ্রস্তদিবাকরেন্দুসদৃশো মাযাসমাচ্ছাদনাত্

সন্মাত্রঃ করণোপসংহরণতো যোঽভূৎ সুষুপ্তঃ পুমান্ ।

প্রাগস্বাপ্সমিতি প্রবোধসমযে যঃ প্রত্যভিজ্ঞাযতে

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নমঃ ইদং শ্রীদক্ষিণামূর্তযে ॥ ৬ ॥


বাল্যাদিষ্বপি জাগ্রদাদিষু তথা সর্বাস্ববস্থাস্বপি

ব্যাবৃত্তাস্বনুবর্তমানমহমিত্যন্নঃস্ফুরন্নং সদা ।

স্বাত্মানং প্রকটীকরোতি ভজতাং যো মুদ্রযা ভদ্রযা

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নম ইদং শ্রীদক্ষিণামূর্তযে ॥ ৭ ॥


বিশ্বং পশ্যতি কার্যকারণতযা স্বস্বামিসম্বন্ধতঃ

শিষ্যাচার্যতযা তথৈব পিতৃপুত্রা দ্যাত্মনা ভেদতঃ ।

স্বপ্নে জাগ্রতি বা য এষ পুরুষো মাযাপরিভ্রামিতঃ

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নম ইদং শ্রীদক্ষিণামূর্তযে ॥ ৮ ॥


ভুরম্ভাংস্যনলোঽনিলোঽম্বরমহর্নাথো হিমাংশুঃ পুমান্

ইত্যাভাতি চরাচরাত্মকমিদং যস্যৈব মূর্তষ্টকম্ ।

নান্যৎকিঞ্চন বিদ্যতে বিমৃশাতাং যস্মাৎ পরস্মাদ্বিভোঃ

তস্মৈ শ্রীগুরুমূর্তযে নম ইদং শ্রীদক্ষিণামূর্তযে ॥ ৯ ॥


সর্বাত্মত্বমিতি স্ফুটীকৃতমিদং যস্মাদমুষ্মিংস্তবে

তেনাস্য শ্রবণাত্তদর্থমননাত্ ধ্যানাচ্চ সঙ্কীর্তনাত্ ।

সর্বাত্মত্বমহাবিভূতিসহিতং স্যাদীশ্বরত্বং স্বতঃ

সিদ্ ধ্যেত্ তৎপুনরষ্টধা পরিণতং চৈশ্বর্যমব্যাহতম্ ॥ ১০


॥ ইতি শ্রীমচ্ছঙ্করাচার্যবিরচিতং শ্রীদক্ষিণামূর্তিঅষ্টকমস্তোত্রং সম্পূর্ণম্ ॥


📍সংগ্রহে ও লেখনীতে – শ্রী কৌশিক রায় শৈবজী


📌 সহযোগিতায় – শ্রী রোহিত কুমার চৌধুরী শৈবজী


🚩কপিরাইট এবং প্রচারে – INTERNATIONAL SHIVA SHAKTI GYAN TIRTHA – ISSGT


© KOUSHIK ROY. ALL RIGHTS RESERVED https://issgt100.blogspot.com


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত