জল দান করা উচিৎ - শিবমহাপুরাণের শিক্ষা

 



পানীয়দানং পরমং দানানামুত্তমং সদা।

সর্বেষাং জীবপুঞ্জানাং তর্পণং জীবনং স্মৃতম্ ॥১ 

প্রপাদানমতঃ কুৰ্যাত্ সুস্নেহাদনিবারিতম্ । 

জলাশ্রয়বিনির্মাণং মহানন্দকরং ভবেত্ ॥২

ইহ লোকে পরে বাপি সত্যং সত্যং ন সংশয়ঃ ॥৩


[রেফারেন্স - শিবমহাপুরাণ/উমাসংহিতা/১২নং অধ্যায়]


☘️সরলার্থ: হে ব্যাসদেব ! জলদানই সর্বশ্রেষ্ঠ। এটি সব দান থেকে সর্বদাই উত্তম। কারণ জলকে সর্বসমুদায়ের তৃপ্তিকারী জীবন বলা হয় ॥১

 তাই অত্যন্ত স্নেহের সঙ্গে অনিবার্যরূপে জলদান করা উচিত। জলাশয় তৈরি করা ইহলোক ও পরলোকেও মহাআনন্দ প্রাপ্তিকারী হয়, একথা সত্য, সত্য। এতে কোনোই সন্দেহ নেই ॥ ২-৩


© KOUSHIK ROY. ALL RIGHTS RESERVED https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত