অর্জুন পরমেশ্বর শিবের বিশ্বরূপ দর্শন করেছিলেন

 


ত্রৈলোক্যে শঙ্করে নূনং ভক্তঃ পরপুরঞ্জয় ॥ ৫৮

দৃষ্টবানসি তং দেবং বিশ্বাক্ষং বিশ্বতোমুখম্ ।

প্রত্যক্ষমেব সর্বেষাং রুদ্রং সর্বজগন্ময়ম্ ॥ ৫৯

জ্ঞানং তদৈশ্বরং দিব্যং যথাবদ্বিদিতং ত্বয়া ।

স্বয়মেব হৃষীকেশঃ প্রীত্যোবাচ সনাতনঃ ॥ ৬০


[রেফারেন্স – কূর্মমহাপুরাণ/পূর্বভাগ/অধ্যায় নং ২৯]


✅ সরলার্থ – ব্যাসদেব অর্জুন কে বললেন, ত্রিভুবনের মধ্যে অপর কেউ তোমার মতো শিবভক্ত নেই । তুমি সেই বিশ্বাক্ষ বিশ্বতোমুখ সর্বজগন্ময় পরমেশ্বর রুদ্র মহাদেবকে সকলের সামনে দর্শন করেছিলে, তুমি সেই শিবের দিব্য ঐশ-জ্ঞান যথাযথ রূপে জেনেছ, যেটি সনাতন হৃষীকেশ শ্রীকৃষ্ণ তোমাকে প্রীতি সহকারে বলেছিলেন ॥ ৫৮-৬০


🚩সিদ্ধান্ত – ভগবদ্গীতা আসলেই মহেশ্বরের বানী, যেটি কৃষ্ণ অর্জুন কে শুনিয়েছিলেন।


📍সত্য প্রকাশে – শ্রী কৌশিক রায় শৈবজী

🚩কপিরাইট ও প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha – ISSGT


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.wordpress.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত