প্রার্থনার মাধ্যমে মঙ্গলের প্রতিকার

 


মঙ্গলবার শিব অভিষেকের পর মঙ্গলদেবের 

উদ্দেশ্যে নিম্নোক্ত মন্ত্রটি মন থেকে 

ভক্তি সহকারে ৫বার সম্পূর্ণটি পাঠ

করে প্রার্থনা করুন -


👉পদ্মরাগনিভেনাঽপি দেহেনাপিঙ্গললোচনঃ ।

অঙ্গারকঃ শিবেভক্তো রুদ্রার্চনপরায়ণঃ ॥ ১১৭

রুদ্রসদ্ভাবসম্পন্নো রুদ্রধ্যানৈকমানসঃ ।

গ্রহপীড়াভয়ং সর্বং বিনাশয়তু মে সদা ॥ ১১৮ 


☘️ সরলার্থ - পদ্মরাগ রত্নের ন্যায় আভাযুক্ত দেহধারী, বাদামী বর্ণের নেত্রধারী মঙ্গলগ্রহ দেবতা, যিনি পরমশিবভক্ত এবং রুদ্রার্চন পরায়ণ,তিনি রুদ্রের ভাব দ্বারা সম্পন্ন এবং একমনের দ্বারা রুদ্রের ধ্যান করতে থাকেন, সেই মঙ্গলদেব আমার গ্রহজনিত পীড়াসমূহ এবং ভয়কে সদা বিনাশ করুন ।👈 

[তথ্যসূত্র - শিব ধর্মপুরাণ/অধ্যায় নং ১৬]

ফলাফল - মঙ্গল গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত হ‌ওয়া যায় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত