নন্দীস্তব

 

নন্দীস্তব টি সংগ্রহ ও অনুবাদ করেছেন শ্রীকৌশিক রায় শৈবজী, প্রকাশনায় - ISSGT (International Shiva Shakti Gyan Tirtha)

কণ্ঠালঙ্কার ঘণ্টা ঘণ ঘণ রণিতাধ্মাতরোদঃ কটাহঃ
কণ্ঠে কালাধিরোহোচিত ঘন সুভগংভাবুকস্নিগ্ধপৃষ্ঠঃ ।
সাক্ষাদ্ধর্মো বপুষ্মান্ ধবলককুদনির্ধূতকৈলাসকূটঃ
কূটস্থো বঃ ককুদ্যানিবিড়তরতমঃ স্তোমতৃণ্যাং বিতৃণ্যাৎ ॥ ১

☘️ সরলার্থ - যিনি নিজের কন্ঠে আবরণরূপ ঘন্টার ঘনঘন ধ্বনি দ্বারা আকাশ ও পৃথিবী কে মুগ্ধ করে দিতে পারেন , যিনি পরমেশ্বর নীলকন্ঠ শিবকে (নিজ পৃষ্ঠে) আরোহন করার যোগ্য, পরিপুষ্ট সুন্দর, ভারযুক্ত তথা স্নিগ্ধ পৃষ্ঠদেশসম্পন্ন, সাক্ষাৎ শরীরধারী ধর্মের প্রতিরূপ, নিজেও শ্বেতবর্ণের দেহরূপ কান্তি দ্বারা কৈলাসশিখরের নির্মলকারী ভগবান নন্দিকেশ্বর যেন আপনাদের ঘনীভূত অজ্ঞান অন্ধকার সমূহরূপী তৃণপুঞ্জের ন্যায় ছিন্নভিন্ন করে দেন ॥ ১

॥ ইতি নন্দীস্তবঃ সম্পূর্ণম্ ॥ 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত