প্রার্থনার মাধ্যমে রবির প্রতিকার

  


প্রতিদিন অথবা শুধুমাত্র রবিবার প্রভাতে উঠে পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যের উদ্দেশ্যে নিম্নোক্ত মন্ত্রটি মন থেকে ভক্তি সহকারে ৭বার সম্পূর্ণটি পাঠ করে প্রার্থনা করুন -

👉সিন্দুরারুণ রক্তাঙ্গ কর্ণান্তায়ত লোচনঃ ।

সহস্রকিরণঃ শ্রীমান্ সপ্তসপ্তিক বাহনঃ ॥১১৫

গভস্তিমালী ভগবান্ শিবার্চনরতঃ সদা ।

করোতু মে মহাশান্তিং গ্রহপীড়াং ব্যপোহতু ॥১১৬


☘️ সরলার্থ - সিন্দুর ন্যায় লালবর্ণ, রক্তাঙ্গ সম্পন্ন এবং যার কর্ণ পর্যন্ত চক্ষুদ্বয় পৌঁছে গিয়েছে, তিনি হলেন সহস্রকিরণ শ্রীমান্ সূর্যদেব । যার বাহনরূপে সাত সাতটি অশ্ব জুড়ে থাকে, সেই গভস্তিমালী সদাই পরমেশ্বর শিবের অর্চনায় রত থাকেন, সেই সূর্যদেব আমাকে মহাশান্তি প্রদান করুন এবং গ্রহজনিত পীড়াসমূহকে হরণ করে নিন। 👈


[রেফারেন্স - শিবধর্মপুরাণ/অধ্যায় নং ১৬]


ফলাফল - সূর্যের পীড়া থেকে মুক্ত হয়ে যাওয়া সম্ভব ।

© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত