রুদ্রসূক্ত (১) – ঋগ্বেদোক্ত (১ম মণ্ডলান্তর্গত)

 


বাংলাতে এই প্রথমবার ISSGT(international Shiva Shakti Gyan Tirtha) -এর পক্ষ থেকএ অনুবাদ সহিত‌ প্রকাশিত হল ঋগ্বেদোক্ত রুদ্রসূক্ত


✍️অনুবাদক – শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী


ঋগ্বেদ ১ম মণ্ডল (সূক্ত ৪৩)

রুদ্র দেবতা ।

ঘোরপুত্র কণ্ব ঋষি ।

গায়ত্রী ছন্দ । 

ঋক সংখ্যা


॥ ॐ নমঃ ভগবতে রুদ্রায় ॥


কদ্ রুদ্রায় প্রচেতসে মী তব্যসে ।

বোচেম শংতমং হৃদে ॥১॥


🔥সরলার্থ – প্রকৃষ্ট জ্ঞানযুক্ত, মনোকামনা পূরণকারী, অত্যন্ত মহান এবং হৃদয়ে নিবাসকারী প্রভু রুদ্র(শিব) কে উদ্দেশ্য করে আমরা কখন তার মহান পবিত্র স্তোত্র পাঠ করার অবসর পাব ? ॥ ১॥


যথা নো অদিতিঃ করৎ পশ্বে নৃভ্যো যথা গবে।

যথা তোকায় রুদ্ৰিয়ম্ ॥ ২॥


🔥সরলার্থ – অদিতি যেমনভাবে আমাদের জনসাধারণের জন্য, পশুগণের জন্য, গবাদিপশুর জন্য সন্তানের জন্য রুদ্রের প্রসন্নতারূপ ঔষধি প্রদান করেন ॥২॥


যথা নো মিত্রো বরুণো যথা রুদ্রশ্চিকেততি।

যথা বিশ্বে সজোষসঃ ॥৩॥


🔥 সরলার্থ – মিত্র, বরুণ, রুদ্র এবং পরস্পর প্রীতির সম্পর্ক রাখেন এমন সমস্ত দেবগণ যেন আমাদের উপর কৃপা করেন ॥৩॥


গাথপতিং মেধপতিং রুদ্রং জলাষভেষজম্।

তচ্ছংয়োঃ সুম্নমীমহে ॥ ৪ ॥


🔥 সরলার্থ – স্তুতিপালক , যজ্ঞের অধীশ্বর ও রক্ষক এবং আরোগ্যকারী ঔষধরূপ কল্যানের অধীশ্বর প্রভু রুদ্রের উদ্দেশ্যে আমরা সেই অনুগ্রহ (বৃহস্পতির পুত্র শংযুর মতো সুখের জন্য) প্রার্থনা করছি ৷৷৪৷৷


যঃ শুক্র ইব সূর্যো হিরণ্যমিব রোচতে।

শ্রেষ্ঠো দেবানাং বসুঃ ॥ ৫ ॥


🔥 সরলার্থ – প্রভু রুদ্র সূর্যসম দীপ্তিমান এবং স্বর্ণসম উজ্জ্বল প্রভাযুক্ত, তিনি সকল দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রভু, তিনি‌ই সকলের একমাত্র মাত্র আশ্রয়, তাই তার মধ্যে সকলে নিবাস করেন ॥৫॥ 

শং নঃ করত্যর্বতে সুগং মেষায় মেষ্যে।

নৃভ্যো নারিভ্যো গবে ॥ ৬ ॥


🔥 সরলার্থ – তিনি যেন আমাদের অশ্বগুলি,মেষ ও মেষ ইত্যাদি গৃহপালিত পশুগুলিকে সুস্বাস্থ্য সহ গমনযোগ্য করে তোলেন, আমাদের পুরুষ নারী এবং গবাদিপশুগুলির প্রতিও যেন কল্যানকারী হন ॥৬॥


অস্মে সোম শ্রিয়মধি নি ধেহি শতস্য নৃণাম্ ।

মহি শ্ৰবস্তুবিনৃম্ণম্ ॥ ৭ ॥


🔥 সরলার্থ – হে সোম (উমা সহিত পরমেশ্বর শিব)! আমাদের শত সংখ্যক মনুষ্যের সমান ধন তথা প্রভূত যশ-বলসামর্থ্য সহিত বর্ধনকারী অন্ন প্রদান করো ॥৭


মা নঃ সোমপরিবাধো মারাতয়ো জুহুরন্ত।

আ ন ইন্দ্ৰো বাজে ভজ ॥ ৮ ॥


🔥 সরলার্থ – হে সোম (উমা সহিত পরমেশ্বর শিব) ! আপনার বিরোধীগণেরা(শিব নিন্দুকেরা) যেন আমাদের কোনোভাবে অহিত না করে। হে ইন্দ্র! রূপধারী (পরমেশ্বর শিব) অন্ন দ্বারা আমাদের তৃপ্তি দাও ৷৷৮৷৷


যাস্তে প্রজা অমৃতস্য পরস্মিন্ ধামন্নৃতস্য।

মূর্ধা নাভা সোম বেন আভূষন্তীঃ সোম বেদঃ ॥ ৯ ॥


🔥 সরলার্থ – হে সোম(উমা সহিত পরমেশ্বর শিব)! মৃত্যুহীন সর্বোত্তম স্থানে তুমি অধিষ্ঠিত (মৃত্যুঞ্জয় ত্রয়ম্বক), সব দেবতাগণের শিরোমণি প্রজাগণ তোমাকে কামনা করে। সেই প্রজাগণ তোমাকে (ভক্তির দ্বারা) সুশোভিত করে থাকে, তুমি তাদের (তোমার ভক্ত জেনে) স্মরণে রেখো ॥৯


॥ ॐ নমঃ ভগবতে রুদ্রায় ॥


©️কপিরাইট ও প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha – ISSGT


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত