রুদ্রসূক্ত (২) – ঋগ্বেদোক্ত (২য় মণ্ডলান্তর্গত)

Rudrasukta of Rigveda Second Mandala


বাংলাতে এই প্রথমবার ISSGT(international Shiva Shakti Gyan Tirtha) -এর পক্ষ থেকে অনুবাদ সহিত‌ প্রকাশিত হল ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলোক্ত রুদ্রসূক্ত।


✍️অনুবাদক – শ্রী কৌশিক রায়


ঋগ্বেদ ২য় মণ্ডল (সূক্ত-৩৩)

রুদ্র দেবতা।

গৃৎসমদ(আঙ্গিরস শৌনহোত্র) ভার্গব শৌনক ঋষি।

ত্রিষ্টুপ্ ছন্দ।

ঋক সংখ্যা-১৫

অনুবাক-


আ তে পিতর্মরুতাং সুন্নমেতু মা নঃ সূর্যস্য সংদৃশো যুযোথাঃ ।

অভি নো বীরো অর্বতি ক্ষমেত প্র জায়েমহি রুদ্ৰ প্ৰজাভিঃ ॥১॥


🔥সরলার্থ – হে মরুৎগণের পিতা রুদ্রদেব আপনার শুভদৃষ্টি যেন আমরা প্রাপ্ত করতে সক্ষম হ‌ই। আমাদের কখনো সূর্যের উত্তমপ্রকাশ থেকে বঞ্চিত কোরো না। আমাদের বীর সন্তান-সন্ততি সংগ্রামের দ্বারা শত্রুদের পরাজিত করুক। আমরা উত্তম সন্তান দ্বারা যেন প্রসিদ্ধি(বৃদ্ধি) প্রাপ্ত করতে পারি ॥১


ত্বাদত্তেভী রুদ্র শংতমেডিঃ শতং হিমা অশীয় ভেষজেভিঃ। ব্যস্মদ্ দ্বেষো বিতরং বাংহো ব্যমীবাশ্চাতয়স্বা বিষূচীঃ ॥২॥


🔥 সরলার্থ – হে রুদ্রদেব ! আমরা যেন আপনারা দ্বারা প্রদান করা সুখদায়ী ঔষধির সেবন করে অধিক বৎসর পর্যন্ত জীবিত(দীর্ঘায়ু) থাকতে পারি ।

আপনি আমাদের মধ্যে দ্বেষ ভাব তথা পাপসমূহ কে হরন করে আমাদের শরীরের মধ্যে ব্যাপ্ত সকল রোগব্যাধি কে নাশ করুন ॥২


শ্রেষ্ঠো জাতস্য রুদ্র শ্রিয়াসি তবস্তমস্তবসাং বজ্ৰবাহো ।

পর্ষি ণঃ পারমংহসঃ স্বস্তি বিশ্বা অভীতী রপসো যুযোধি ॥৩॥


🔥 সরলার্থ – হে রুদ্রদেব ! আপনি সমস্ত প্রকটিত ঐশ্বর্যের চেয়েও শ্রেষ্ঠ ও সর্বোত্তম । হে আয়ুধ(বজ্র) ধারণকারীন ! আপনি শক্তিশালীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী (বলবান)। পাপ থেকে আমাদের দূরে রেখে, সেই আসন্ন পাপরূপী সর্বপ্রকার দুর্দশা তথা বিপদ থেকে আমাদের রক্ষা করুন ॥৩


মা ত্বা রুদ্র চুক্রুধামা নমোভির্মা দুষ্টুতী বৃষভ মা সহৃতী।

উন্নো বীরাঁ অর্পয় ভেষজেভির্ভিষক্তমং ত্বা ভিষজাং শৃণোমি ॥৪॥


🔥 সরলার্থ – হে রুদ্রদেব ! আমরা যেন অসত্য বা নিকৃষ্টতম ভাবে আপনার স্তুতির মাধ্যমে আপনাকে ক্রোধিত না করি, সাধারণ ব্যক্তির সম আপনাকে ভেবে যেন আপনাকে ক্রোধিত না করি। আপনি বৈদ্যগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাধিনাশক রূপে বিখ্যাত। অতএব, আপনার ঔষধির দ্বারা আমাদের সন্তান-সন্ততিদের শক্তিশালী করুন ॥৪


হবীমভির্হবতে যো হবির্ভিরব স্তোমেভী রুদ্রং দিষীয়।

ঋদূদরঃ সুহবো মা নো অস্যৈ বভ্রু‍ঃ সুশিপ্রো রীরধন্মনায়ৈ ॥৫॥


🔥 সরলার্থ – যে রুদ্র কে হব্যদ্রব্য সহিত স্তুতি দ্বারা আহ্বান করা হয়ে থাকে, সেই প্রভুর ক্রোধ নত হয়ে স্তুতি দ্বারা শান্ত করি। কোমল হৃদয়সম্পন্ন তেজস্বী, পিঙ্গলবর্ণযুক্ত, সুন্দর নাক(হংসমুখ) সংযুক্ত, সহজেই আহ্বান স্তুতি দ্বারা প্রসন্ন হয়ে যাওয়া প্রভু রুদ্র যেন আমাদের প্রতি অপ্রসন্ন না হন ॥৫


উন্মা মমন্দ বৃষভো মরুত্বান্ ত্বক্ষীয়সা বয়সা নাধমানম্ ।

ঘৃণীব চ্ছায়ামরপা অশীয়াঽঽ বিবাসেয়ং রুদ্রস্য সুম্নম্ ॥৬॥


🔥 সরলার্থ – আমি কামনাপূরণকারী মরুৎগণ দ্বারা আবৃত প্রভু রুদ্রের সমীপে প্রার্থনা করি, যেন সেই প্রভু আমাকে সঞ্জীবক অন্নের মাধ্যমে তৃপ্ত করেন। রৌদ্রের প্রখর তেজে পীড়িত ব্যক্তি যেমন ছাঁয়ার আশ্রয় নেয়, আমিও তেমন ভাবে প্রভু রুদ্রের সেবা করে প্রভুর অনুগ্রহ স্বরূপ পরমানন্দ লাভ করতে পারি ॥৬


ক্বস্য তে রুদ্র মৃলয়াকুর্হস্তো যো অস্তি ভেষজো জলাষঃ।

অপভর্তা রপসো দৈব্যস্যাভী নু মা বৃষভ চক্ষমীথাঃ ॥৭॥


🔥 সরলার্থ – হে প্রভু রুদ্র ! তোমার সেই কল্যানময় বরাভয়প্রদ হস্ত কোথায় ?

যা সমস্ত ব্যাধির উপশমকারী ঔষধিস্বরূপ।

হে সর্বশক্তিমান রুদ্র ! আপনি আমার উপরে থাকা সমস্ত দৈবিক বিপত্তি দূর করে সদয় হয়ে আমাকে ক্ষমা করুন ॥৭


প্ৰ বভ্ৰবে বৃষভায় শ্বিতীচে মহো মহীং সুষ্টুতিমীরয়ামি।

নমস্যা কল্মলীকিনং নমোভির্গৃণীমসি ত্বেষং রুদ্রস্য নাম ॥৮॥


🔥 সরলার্থ – আমি কাম্যফলদাতা কর্পূরের ন্যায় শুভ্র শ্বেত বর্ণের আভাযুক্ত রুদ্রদেবের(সদাশিব) মহিমান্বিত স্তুতি গায়ন করি, হে স্তোতাগণ ! আপনারা তেজস্বী রুদ্রদেবের স্তুতি দ্বারা পূজা করুন। আমিও সেই প্রভু রুদ্রের উজ্জ্বল নাম সংকীর্তন করছি ॥৮


স্থিরেভিরঙ্গৈঃ পুরুরূপ উগ্রো বভ্রুঃ শুক্রেভিঃ পিপিশে হিরণ্যৈঃ ।

ঈশানাদস্য ভুবনস্য ভূরের্ন বা উ যোষদ্ রুদ্রাদসূর্যম্ ॥৯॥


🔥 সরলার্থ – সবার পালক যিনি দৃঢ় অঙ্গযুক্ত, বহুরূপধারণকারী, তেজস্বী ও পিঙ্গলবর্ণের রুদ্রদেব, যিনি দীপ্ত স্বর্ণভূষিত অলঙ্কার দ্বারা সুশোভিত হন। সেই প্রভু পরমেশ্বর ঈশান-রুদ্র (সদাশিব) সমস্ত ভুবনের অধিপতি এবং ভর্তা, তাঁর প্রভুত্বের বল(শক্তি) তার থেকে কখনো পৃথককৃত হয় না ॥৯


অর্হন্ বিভৰ্ষি সায়কানি ধন্বার্হন্ নিষ্কং যজতং বিশ্বরূপম্ ।

অর্হন্নিদং দয়সে বিশ্বমভ্বং ন বা ওজীয়ো রুদ্র ত্বদস্তি ॥১০॥


🔥 সরলার্থ – হে রুদ্রদেব ! তুমি বাণ ও ধনুক ধারণ করে থাকেন,

হে পূজনীয় প্রভু ! আপনিই বহুরূপে একমাত্র বিশ্বরূপধারী।আপনিই সমস্ত বিশ্বভুবনের রক্ষাকর্তা, আপনার চেয়ে অধিক বলবান কেহই নেই ॥১০


স্তুহি শ্ৰুতং গর্তসদং যুবানং মৃগং ন ভীমমুপহত্নুমুগ্রম্ ।

মৃলা জরিত্রে রুদ্র স্তবানোঽন্যং তে অস্মন্নি বপন্ত সেনাঃ ॥১১॥


🔥 সরলার্থ – হে স্তোতাগণ !

যশস্বী রথের উচ্চ আসনে বিরাজমান যুবকরূপী, ভয় উৎপন্নকারী অতি ভয়ংকর সিংহরূপী যার তেজ, শত্রুবিনাশকারী, সর্বশ্রেষ্ঠ বলশালী প্রভু রুদ্রের স্তুতি করো।

হে প্রভু রুদ্র !

আপনি স্তোতাগণের কল্যান করুন তথা আপনার সেনা অকল্যাণকারী ব্যক্তিদের সংহার করুক ॥১১


কুমারশ্চিৎ পিতরং বন্দমানং প্রতি নানাম রুদ্রোপযন্তম্।

ভূরের্দাতারং সৎপতিং গৃণীষে স্তুতস্ত্বং ভেষজা রাস্যস্মে ॥১২॥


🔥 সরলার্থ – হে প্রভু রুদ্র ! যেমন ভাবে পুত্র তার আশীর্বাদ প্রদানকারী পিতার সম্মুখে মস্তক নত করে প্রণাম করে, ঠিক তেমনভাবেই প্রকটিত হ‌ওয়া আপনাকে আমি প্রণাম করি।

হে বরদানপ্রদানকারী(সম্পদ) ও বীরগণের(সৎব্যক্তিদের) অধিপতি, আপনি আমাদের স্তুতি দ্বারা প্রসন্ন‌ হয়ে আমাদের ব্যাধিউপশমকারী ভেষজ প্রদান করুন ॥১২


যা বো ভেষজা মরুতঃ শুচীনি যা শংতমা বৃষণো যা ময়োভু।

যানি মনুরবৃণীতা পিতা নস্তা শং চ যোশ্চ রুদ্রস্য বশ্মি ॥১৩৷৷


🔥 সরলার্থ – হে অভীষ্টদাতা মরুৎগণ !

আপনাদের যে কল্যাণকারী সুখদায়ী, রোগনিরাময়কারী পবিত্র ভেষজসমূহ আছে তা, যার চয়ণ আমাদের পিতা মনু নির্বাচন করেছিলেন, সেই ভেষজ আমরা রুদ্রগণের(মরুৎগণ) কাছে প্রার্থনা করি ॥১৩


পরি ণো হেতী রুদ্রস্য বৃজ্যাঃ পরি ত্বেষস্য দুর্মতির্মহী গাৎ।

অব স্থিরা মঘবদ্ভ্যস্তনুষ্ব মীঢ্ বস্তোকায় তনয়ায় মূল ॥১৪॥


🔥 সরলার্থ – রুদ্রদেবের মহান আয়ুধ, পীড়াদায়ক তীক্ষ্ণ শস্ত্র যেন সর্বদা আমাদের কে অক্ষত রাখে, সেই রোদনকারী প্রবল শক্তি যেন আমাদের অসুরক্ষিত না করে ।

হে সুখদায়ী প্রভু রুদ্র !

তোমার দৃঢ় ধনুকের দিক আমাদের অভিমুখ থেকে পরিবর্তন করে আমাদের সন্তান ও সমগ্রবংশের প্রতি অনুগ্রহকারী হোন ॥১৪


এবা বভ্রো বৃষভ চেকিতান যথা দেব ন হৃণীষে ন হংসি।

হবনশ্রুন্নো রুদ্ৰেহ বোধি বৃহদ্ বদেম বিদথে সুবীরাঃ ॥১৫॥


🔥 সরলার্থ – হে পিঙ্গলবর্ণধারী, কামফলদাতা, সর্বজ্ঞ, তেজস্বী বলবান সর্বদা স্বরূপপ্রকাশক এবং প্রার্থনা শ্রবণ ও পূর্ণকারী প্রভু রুদ্র ! আপনি আমাদের প্রতি এমন মার্গ দর্শন করিয়ে দিন, যার ফলস্বরূপ আমাদের দ্বারা আপনি অসন্তুষ্ট না হন, আমাদের অকালমৃত্যু না হয়, আমরা যেন সন্তান-সন্ততি সহিত আপনাকে যজ্ঞে আপনার উত্তম পবিত্র স্তুতি করতে পারি ॥১৫


© Koushik Roy. All Rights Reserved https://issgt108.blogspot.com


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত