বরুণ মুদ্রা

 


হাতের কনিষ্ঠা আঙুলের মাথার

সাথে বুড়ো আঙুলের মাথাটি স্পর্শ

করে ধরলে বরুণ মুদ্রা হয় ।

অভ্যাসের সময়সীমা : অন্তত ৩০মিনিট।


উপকারিতা :

• মাংসপেশীর ব্যথার উপশম করে,

• রক্ত শুদ্ধ হয়ে থাকে,

• ত্বকের ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পায়,

• দৈহিক তরলপদার্থের ভারসাম্য বজায় থাকে।


(বি.দ্র. - ধ্যান করার সময় বসে এই মুদ্রা দুই

হাতে ধারণ করে দুই হাঁটুর উপর রেখে ধ্যান করবেন)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত