বিষ্ণুকৃত শিবসহস্রনাম স্তোত্র ও মাহাত্ম্য (শিবমহাপুরাণোক্ত)

 


বাংলাতে এই প্রথমবার ISSGT(International Shiva Shakti Gyan Tirtha) -এর পক্ষ থেকে শিবসহস্রনাম স্তোত্র প্রকাশিত হল। এটি সংগ্রহ করেছেন – শ্রী কৌশিক রায় শৈবজী । এই শিবসহস্র নাম স্তোত্রটি বেদ-বেদান্তসার শ্রীশ্রীশিবমহাপুরাণ -এর কোটিরুদ্র সংহিতার ৩৬নং অধ্যায়ের অন্তর্গত। উক্ত অধ্যায়ে শ্রীবিষ্ণু দ্বারা শিব আরাধনার করা ও শিবের কৃপায় পরমশৈব শ্রীবিষ্ণুর সুদর্শন চক্র লাভ করার কথন উল্লেখ আছে। পরমশিবভক্ত শ্রীবিষ্ণুজী পরমেশ্বর শিবের আরাধনা করতে গিয়ে ১০০০টি পদ্মফুলের সাথে প্রভু শিবের ১০০০টি নাম উল্লেখ করে সেই পদ্মফুল প্রভু শিবকে সমর্পন করেছিলেন। এখানে সেই পরমশৈব শ্রীবিষ্ণুর মুখনিঃসৃত পরমপবিত্র শিব সহস্র নাম স্তোত্রটি প্রকাশিত করা হয়েছে। স্কন্দমহাপুরাণানুসারে , এই শিবসহস্রনামস্তোত্রটি বৈকুণ্ঠ চতুর্দশীর শিবপূজার সময় পাঠ করলে অত্যন্ত শুভফল পাওয়া যায়। এছাড়াও শিবমহাপুরানে এই স্তোত্র পাঠের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে । এই স্তোত্রের শেষে শিবসহস্রনামস্তোত্র পাঠের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।


🛑বিষ্ণুরুবাচ(শ্রীবিষ্ণু বললেন) ,


শিবো হরো মৃডো রুদ্রঃ পুষ্করঃ পুষ্পলোচনঃ ।

অর্থিগম্যঃ সদাচারঃ শর্বঃ শম্ভুর্মহেশ্বরঃ ॥ ২

চন্দ্রাপীড়শ্চন্দ্রমৌলির্বিশ্বং বিশ্বম্ভরেশ্বরঃ । বেদান্তসারসন্দোহঃ কপালী নীললোহিতঃ ॥ ৩

ধ্যানাধারোঽপরিচ্ছেদ্যো গৌরীভর্তা গণেশ্বরঃ । অষ্টমূর্তির্বিশ্বমূর্তিস্ত্রিবর্গস্বর্গসাধনঃ ॥ ৪

জ্ঞানগম্যো দৃঢ়প্রজ্ঞো দেবদেবস্ত্রিলোচনঃ ।

বামদেবো মহাদেবঃ পটুঃ পরিবৃঢ়ো দৃঢ়ঃ ॥ ৫

বিশ্বরূপো বিরূপাক্ষো বাগীশঃ শুচিসত্তমঃ । সর্বপ্রমাণসংবাদী বৃষাঙ্কো বৃষবাহনঃ ৷৷ ৬

ঈশঃ পিনাকী খট্বাঙ্গী চিত্রবেষশ্চিরন্তনঃ ।

তমোহরো মহাযোগী গোপ্তা ব্রহ্মা চ ধূর্জটিঃ ॥ ৭

কালকালঃ কৃত্তিবাসাঃ সুভগঃ প্রণবাত্মকঃ।

উন্নধ্রঃ পুরুষো জুষ্যো দুর্বাসাঃ পুরশাসনঃ॥ ৮

দিব্যায়ুধঃ স্কন্দগুরুঃ পরমেষ্ঠী পরাৎপরঃ । অনাদিমধ্যনিধনো গিরীশো গিরিজাধবঃ ৷৷ ৯

কুবেরবন্ধুঃ শ্রীকণ্ঠো লোকবর্ণোত্তমো মৃদুঃ ।

সমাধিবেদ্যঃ কোদণ্ডী নীলকণ্ঠঃ পরশ্বধী ॥ ১০

বিশালাক্ষো মৃগব্যাধঃ সুরেশঃ সূর্যতাপনঃ ।

ধর্মধাম ক্ষমাক্ষেত্রং ভগবান্ ভগনেত্ৰভিৎ ॥ ১১

উগ্রঃ পশুপতিস্তার্ক্ষ্যঃ প্রিয়ভক্তঃ পরন্তপঃ ।

দাতা দয়াকরো দক্ষঃ কপর্দী কামশাসনঃ ॥ ১২

শ্মশাননিলয়ঃ সূক্ষঃ শ্মশানস্থো মহেশ্বরঃ ।


লোককর্তা মৃগপতির্মহাকর্তা মহৌষধিঃ ॥ ১৩

উত্তরো গোপতির্গোপ্তা জ্ঞানগম্যঃ পুরাতনঃ ।

নীতিঃ সুনীতিঃ শুদ্ধাত্মা সোমঃ সোমরতঃ সুখী ॥ ১৪

সোমপোঽমৃতপঃ সৌম্যো মহাতেজা মহাদ্যুতিঃ ।

তেজোময়োঽমৃতময়োঽন্নময়শ্চ সুধাপতিঃ ॥ ১৫

অজাতশত্রুরালোকঃ সম্ভাব্যো হব্যবাহনঃ ।

লোককরো বেদকরঃ সূত্রকারঃ সনাতনঃ ॥ ১৬

মহর্ষিকপিলাচার্যো বিশ্বদীপ্তিস্ত্রিলোচনঃ ।

পিনাকপাণির্ভূদেবঃ স্বস্তিদঃ স্বস্তিকৃৎসুধীঃ ॥ ১৭

ধাতৃধামা ধামকরঃ সর্বগঃ সর্বগোচরঃ ।

ব্রহ্মসৃগ্বিশ্বসৃক্সর্গঃ কর্ণিকারপ্রিয়ঃ কবিঃ ॥ ১৮

শাখো বিশাখো গোশাখঃ শিবো ভিষগনুত্তমঃ।

গঙ্গাপ্লবোদকো ভব্য পুষ্কলঃ স্থপতিঃ স্থিরঃ ॥ ১৯

বিজিতাত্মা বিধেয়াত্মা ভূতবাহনসারথিঃ ।

সগণো গণকায়শ্চ সুকীৰ্তিশ্ছিন্নসংশয়ঃ ৷৷ ২০

কামদেবঃ কামপালো ভস্মোদ্-ধূলিতবিগ্রহঃ ।

ভস্মপ্রিয়ো ভস্মশায়ী কামী কান্তঃ কৃতাগমঃ ॥ ২১

সমাবর্তোঽনিবৃত্তাত্মা ধর্মপুঞ্জঃ সদাশিবঃ । অকল্মষশ্চতুর্বাহুর্দুরাবাসো দুরাসদঃ ॥ ২২

দুর্লভো দুর্গমো দুর্গঃ সর্বায়ুধবিশারদঃ । অধ্যাত্মযোগনিলয়ঃ সুতন্তুস্তম্ভবর্ধনঃ ॥ ২৩

শুভাঙ্গো লোকসারঙ্গো জগদীশো জনার্দনঃ । ভস্মশুদ্ধিকরো মেরুরোজস্বী শুদ্ধবিগ্রহঃ ॥ ২৪


অসাধ্যঃ সাধুসাধ্যশ্চ ভৃত্যমর্কটরূপধৃক্ ।

হিরণ্যরেতাঃ পৌরাণো রিপুজীবহরো বলী ॥ ২৫

মহাহ্রদো মহাগর্তঃ সিদ্ধবৃন্দারবন্দিতঃ ।

ব্যাঘ্রচর্মাম্বরো ব্যালী মহাভূতো মহানিধি ॥ ২৬

অমৃতাশোঽমৃতবপুঃ পাঞ্চজন্যঃ প্রভঞ্জনঃ । পঞ্চবিংশতিতত্ত্বস্থঃ পারিজাতঃ পরাবরঃ ॥ ২৭

সুলভঃ সুব্রতঃ শূরো ব্রহ্মবেদনিধির্নিধিঃ ।

বর্ণাশ্রমগুরুর্বর্ণী শত্রুজিচ্ছত্রুতাপনঃ ॥ ২৮

আশ্রমঃ ক্ষপণঃ ক্ষামো জ্ঞানবানচলেশ্বরঃ । প্রমাণভূতো দুর্জ্ঞেয়ঃ সুপর্ণো বায়ুবাহনঃ ॥ ২৯

ধনুর্ধরো ধনুর্বেদো গুণরাশিগুণাকরঃ।

সত্যঃ সত্যপরোত্দীনো ধর্মাঙ্কো ধর্মসাধনঃ ॥ ৩০

অনন্তদৃষ্টিরানন্দো দণ্ডো দময়িতা দমঃ ।

অভিবাদ্যো মহামায়ো বিশ্বকর্মবিশারদঃ ॥ ৩১

বীতরাগো বিনীতাত্মা তপস্বী ভূতভাবনঃ ।

উন্মত্তবেষঃ প্রচ্ছন্নো জিতকামোঽজিতপ্রিয়ঃ ॥ ৩২

কল্যাণপ্রকৃতি কল্পঃ সর্বলোকপ্রজাপতিঃ ।

তরস্বী তারকো ধীমান্ প্রধানঃ প্রভুরব্যয়ঃ ॥ ৩৩

লোকপালোঽন্তর্হিতাত্মা কল্পাদি কমলেক্ষণঃ । বেদশাস্ত্রার্থতত্ত্বজ্ঞোঽনিয়মো নিয়তাশ্রয়ঃ ॥ ৩৪

চন্দ্রঃ সূর্যঃ শনিঃ কেতুর্বরাঙ্গো বিদ্রুমচ্ছবিঃ ।

ভক্তিবশ্যঃ পরব্রহ্ম মৃগবাণাৰ্পণোঽনঘঃ ॥ ৩৫

অদ্রিরদ্রয়ালয়ঃ কান্তঃ পরমাত্মা জগদ্গুরুঃ । সর্বকর্মালয়স্তুষ্টো মঙ্গল্যো মঙ্গাবৃতঃ ॥ ৩৬


মহাতপা দীর্ঘতপাঃ স্থবিষ্ঠঃ স্থবিরো ধ্রুবঃ । অহঃসংবৎসরো ব্যাপ্তিঃ প্রমাণং পরমং তপঃ ॥ ৩৭

সংবৎসরকরো মন্ত্রপ্রত্যয়ঃ সর্বদর্শনঃ ।

অজঃ সর্বেশ্বরঃ সিদ্ধো মহারেতা মহাবলঃ ॥ ৩৮

যোগী যোগ্যো মহাতেজাঃ সিদ্ধিঃ সর্বাদিরগ্রহঃ ।

বসুর্বসুমনাঃ সত্যঃ সর্বপাপহরো হরঃ ॥ ৩৯

সুকীর্তিশোভনঃ শ্রীমান্ বেদাঙ্গো বেদবিন্মুনিঃ । ভ্রাজিষ্ণুর্ভোজনং ভোক্তা লোকনাথো দুরাধরঃ ॥ ৪০

অমৃতঃ শাশ্বতঃ শান্তো বাণহস্তঃ প্রতাপবান্ । কমণ্ডলুধরো ধন্বী অবাঙ্মনসগোচরঃ ॥ ৪১

অতীন্দ্রিয়ো মহামায়ঃ সর্বাবাসশ্চতুষ্পথঃ ।

কালযোগী মহানাদো মহোৎসাহো মহাবলঃ ॥ ৪২

মহাবুদ্ধিৰ্মহাবীর্যো ভূতচারী পুরন্দরঃ ।

নিশাচরঃ প্রেতচারী মহাশক্তির্মহাদ্যুতিঃ ॥ ৪৩

অনির্দেশ্যবপুঃ শ্রীমান্ সর্বাচার্যমনোগতিঃ । বহুশ্রুতোঽমহামায়ো নিয়তাত্মা ধ্রুবোঽধ্রুবঃ ॥ ৪৪

ওজস্তেজোদ্যুতিধরো জনকঃ সর্বশাসনঃ ।

নৃত্যপ্রিয়ো নিত্যনৃত্যঃ প্ৰকাশাত্মা প্রকাশকঃ ॥ ৪৫

স্পষ্টাক্ষরো বুধো মন্ত্রঃ সমানঃ সারসম্প্লবঃ ।

যুগাদিকৃদ্যুগাবর্তো গম্ভীরো বৃষবাহনঃ ॥ ৪৬

ইষ্টোঽবিশিষ্টঃ শিষ্টেষ্টঃ সুলভঃ সারশোধনঃ ।

তীর্থরূপস্তীৰ্থনামা তীৰ্থদৃশ্যস্তু তীৰ্থদঃ ॥ ৪৭

অপাংনিধিরধিষ্ঠানং দুর্জয়ো জয়কালবিৎ ।

প্রতিষ্ঠিতঃ প্রমাণজ্ঞো হিতরণ্যকবচো হরিঃ ॥ ৪৮


বিমোচনঃ সুরগণো বিদ্যেশো বিন্দুসংশ্রয়ঃ ।

বালরূপোঽবলোন্মত্তোঽবিকর্তা গহনো গুহঃ ॥ ৪৯

করণং কারণং কর্তা সর্ববন্ধবিমোচনঃ ।

ব্যবসায়ো ব্যবস্থানঃ স্থানদো জগদাদিজঃ ॥ ৫০

গুরুদো ললিতোঽভেদো ভাবাত্মাঽঽত্মনি সংস্থিতঃ ।

বীরেশ্বরো বীরভদ্রো বীরাসনবিধির্বিরাট্ ॥ ৫১

বীরচূড়ামণির্বেত্তা চিদানন্দো নদীধরঃ ।

আজ্ঞাধারস্ত্রিশূলী চ শিপিবিষ্টঃ শিবালয়ঃ ॥ ৫২

বালখিল্য মহাচাপস্তিগ্মাংশুর্বধিরঃ খগঃ ।

অভিরামঃ সুশরণঃ সুব্রহ্মণ্যঃ সুধাপতিঃ‌ ॥ ৫৩

মঘবান্ কৌশিকো গোমন্বিরামঃ সর্বসাধনঃ । ললাটাক্ষো বিশ্বদেহঃ সারঃ সংসারচক্রভৃৎ ॥ ৫৪

অমোঘদণ্ডো মধ্যস্থো হিরণ্যো ব্রহ্মবর্চসী।

পরমার্থঃ পরো মায়ী শঙ্করো ব্যাঘ্ৰলোচনঃ ॥ ৫৫

রুচির্বিরঞ্চিঃ স্বর্বন্ধুর্বাচস্পতিরহপতিঃ।

রবির্বিরোচনঃ স্কন্দঃ শাস্তা বৈবস্বতো যমঃ ॥ ৫৬

যুক্তিরুন্নতকীর্তিশ্চ সানুরাগঃ পরঞ্জয়ঃ ।

কৈলাসাধিপতিঃ কান্তঃ সবিতা রবিলোচনঃ ॥ ৫৭

বিদ্বত্তমো বীতভয়ো বিশ্বভর্ত্তানিবারিতঃ ।

নিত্যো নিয়তকল্যাণঃ পুণ্যশ্রবণকীর্তনঃ ॥ ৫৮

দূরশ্রবা বিশ্বসহো ধ্যেয়ো দুঃস্বপ্ননাশনঃ ।

উত্তারণো দুষ্কৃতিহা বিজ্ঞেয়ো দুস্সহোঽভবঃ ॥ ৫৯

অনাদির্ভূর্ভুবো লক্ষ্মীঃ কিরীটী ত্রিদশাধিপঃ ।

বিশ্বগোপ্তা বিশ্বকর্তা সুবীরো রুচিরাঙ্গদঃ ॥ ৬০

জননো জনজন্মাদিঃ প্রীতিমান্নীতিমান্ধবঃ ।

বসিষ্ঠঃ কশ্যপো ভানুৰ্ভীমো ভীমপরাক্রমঃ ॥ ৬১

প্রণবঃ সৎ পথাচারো মহাকোশো মহাধনঃ ।

জন্মাধিপো মহাদেবঃ সকলাগমপারগঃ ॥ ৬২

তত্ত্বং তত্ত্ববিদেকাত্মা বিভুর্বিশ্ববিভূষণঃ ।

ঋষির্ব্রাহ্মণ ঐশ্বর্যজন্মমৃত্যুজরাতিগঃ‌ ॥ ৬৩

পঞ্চযজ্ঞসমুৎ পত্তির্বিশ্বেশো বিমলোদয়ঃ ।

আত্মযোনিনাদ্যন্তো বৎসলো ভক্তলোকধৃক্ ॥ ৬৪ গায়ত্রীবল্লভঃ প্রাংশুর্বিশ্বাবাসঃ প্রভাকরঃ ।

শিশুর্গিরিরতঃ সম্রাট্ সুষেণঃ সুরশত্রুহা ॥ ৬৫

অমোঘোঽরিষ্টনেমিশ্চ কুমুদো বিগতজ্বরঃ ।

স্বয়ংজ্যোতিস্তনুজ্যোতিরাত্মজ্যোতিরচঞ্চলঃ ॥ ৬৬

পিঙ্গলঃ কপিলশ্মশ্রুর্ভালনেত্রস্ত্রয়ীতনুঃ ।

জ্ঞানস্কন্দো মহানীতির্বিশ্বোৎ পত্তিরুপপ্লবঃ ॥ ৬৭

ভগো বিবস্বানাদিত্যো যোগপারো দিবস্পতিঃ ।

কল্যাণগুণনামা চ পাপহা পুণ্যদৰ্শনঃ ॥ ৬৮

উদারকীর্তিরুদ্যোগী সদ্যোগী সদসন্ময়ঃ ।

নক্ষত্রমালী নাকেশঃ স্বাধিষ্ঠানপদাশ্রয়ঃ ॥ ৬৯

পবিত্রঃ পাপহারী চ মণিপূরো নভোগতিঃ ।

হৃৎপুণ্ডরীকমাসীনঃ শক্রঃ শান্তো বৃষাকপিঃ ॥ ৭০

উষ্ণো গৃহপতিঃ কৃষ্ণঃ সমর্থোঽনর্থনাশনঃ ।

অধর্মশত্রুরজ্ঞেয়ঃ পুরুহূতঃ পুরুশ্রুতঃ ॥ ৭১

ব্রহ্মগর্ভো বৃহদ্‌গর্ভো ধর্মধেনুর্ধনাগমঃ ।

জগদ্ধিতৈষী সুগতঃ কুমারঃ কুশলাগমঃ ॥ ৭২


হিরণ্যবর্ণো জ্যোতিষ্মান্নানাভূতরতো ধ্বনিঃ ।

অরাগো নয়নাধ্যক্ষো বিশ্বামিত্রো ধনেশ্বরঃ ॥ ৭৩

ব্রহ্মজ্যোতির্বসুধামা মহাজ্যোতিরনুত্তমঃ ।

মাতামহো মাতরিশ্বা নভস্বান্নাগহরধৃক্ ॥ ৭৪

পুলস্ত্যঃ পুলহোঽগস্ত্যো জাতূকর্ণঃ পরাশরঃ ।

নিরাবরণনির্বারো বৈরঞ্চ্যো বিষ্টরশ্রবাঃ ॥ ৭৫

আত্মভূরনিরুদ্ধোঽত্রির্জ্ঞানমূর্তির্মহাযশাঃ ।

লোকবীরাগ্রণীর্বীরশ্চণ্ডঃ সত্যপরাক্রমঃ ॥ ৭৬

ব্যালাকল্পো মহাকল্পঃ কল্পবৃক্ষঃ কলাধরঃ ।

অলংকরিষ্ণুরচলো রোচিষ্ণুর্বিক্রমোন্নতঃ ॥ ৭৭

আয়ুঃ শব্দপতির্বেগী প্লবনঃ শিখিসারথিঃ

অসংসৃষ্টোঽতিথিঃ শত্রুপ্রমাথী পাদপাসনঃ ॥ ৭৮

বসুশ্রবা হব্যবাহঃ প্রতপ্তো বিশ্বভোজনঃ ।

জপ্যো জরাদিশমনো লোহিতাত্মা তনূনপাৎ ॥ ৭৯

বৃহদশ্বো নভোযোনিঃ সুপ্রতীকস্তমিস্রহা ।

নিদাঘস্তপনো মেঘঃ স্বক্ষঃ পরপুরঞ্জয়ঃ৷৷ ৮০

সুখানিলঃ সুনিষ্পন্নঃ সুরভিঃ শিশিরাত্মকঃ ।

বসন্তো মাধবো গ্রীষ্মো নভস্যো বীজবাহনঃ ॥ ৮১

অঙ্গিরা গুরুরাত্রেয়ো বিমলো বিশ্ববাহনঃ।

পাবনঃ সুমতির্বিদ্বাংস্ত্ৰৈবিদ্যো বরবাহনঃ ॥ ৮২

মনোবুদ্ধিরহঙ্কারঃ ক্ষেত্রজ্ঞঃ ক্ষেত্রপালকঃ । জমদগ্নির্বলনিধির্বিগালো বিশ্বগালবঃ ॥ ৮৩

অঘোরোঽনুত্তরো যজ্ঞঃ শ্রেষ্ঠো নিঃশ্রেয়সপ্রদঃ ।

শৈলো গগনকুন্দাভো দানবারিররিংদমঃ ॥ ৮৪

রজনীজনকশ্চারুর্নিঃশল্যো লোকশল্যক্ ।

চতুর্বেদশ্চতুর্ভাবশ্চতুরশ্চতুরপ্রিয়ঃ ॥ ৮৫

আম্নায়োঽথ সমাম্নায়স্তীর্থদেবশিবালয়ঃ ।

বহুরূপো মহারূপঃ সর্বরূপশ্চরাচরঃ ॥ ৮৬

ন্যায়নির্মায়কো ন্যায়ী ন্যায়গম্যো নিরঞ্জনঃ ।

সহস্ৰমূৰ্দ্ধা দেবেন্দ্ৰঃ সৰ্বশস্ত্ৰপ্ৰভঞ্জনঃ ॥ ৮৭

মুণ্ডো বিরূপো বিক্রান্তো দণ্ডী দান্তো গুণোত্তমঃ‌ ।

পিঙ্গলাক্ষো জনাধ্যক্ষো নীলগ্রীবো নিরাময়ঃ ॥ ৮৮

সহস্রবাহু সর্বেশঃ শরণ্যঃ সর্বলোকধৃক ।

পদ্মাসনঃ পরং জ্যোতিঃ পারম্পর্যফলপ্রদঃ ॥ ৮৯

পদ্মগর্ভো মহাগর্ভো বিশ্বগর্ভো বিচক্ষণঃ ।

পরাবরজ্ঞো বরদো বরণ্যেশ্চ মহাস্বনঃ ॥ ৯০

দেবাসুরগুরুর্দেবো দেবাসুরনমস্কৃতঃ ।

দেবাসুরমহামিত্রো দেবাসুরমহেশ্বরঃ ॥ ৯১

দেবাসুরেশ্বরো দিব্যো দেবাসুরমহাশ্রয়ঃ ।

দেবদেবময়োঽচিন্ত্যো দেবদেবাত্মসম্ভবঃ ॥ ৯২

সদ্যোনিরসুরব্যাঘ্রো দেবসিংহো দিবাকরঃ ।

বিবুধাগ্রচরশ্রেষ্ঠঃ সর্বদেবোত্তমোত্তমঃ ॥ ৯৩

শিবজ্ঞানরতঃ শ্রীমাচ্ছিখিশ্রীপর্বতপ্রিয়ঃ।

বজ্রহস্তঃ সিদ্ধখড়গো নরসিংহনিপাতনঃ ॥ ৯৪

ব্রহ্মচারী লোকচারী ধর্মচারী ধনাধিপঃ ।

নন্দী নন্দীশ্বরোঽনন্তো নগ্নব্রতধরঃ শুচিঃ ॥ ৯৫

লিঙ্গাধ্যক্ষঃ সুরাধ্যক্ষো যোগাধ্যক্ষো যুগাবহঃ ।

স্বধর্মা স্বর্গতঃ স্বর্গস্বরঃ স্বরময়স্তবনঃ ॥ ৯৬


বাণাধ্যক্ষো বীজকর্তা ধর্মকৃদ্ধর্মসম্ভবঃ ।

দম্ভোঽলোভোঽৰ্থবিচ্ছম্ভুঃ সর্বভূতমহেশ্বরঃ ॥ ৯৭

শ্মশাননিলয়স্ত্র্যক্ষঃ সেতুরপ্রতিমাকৃতিঃ ।

লোকোত্তরস্ফুটালোকস্ত্ৰ্যম্বকো নাগভূষণঃ ॥ ৯৮

অন্ধকারির্মখদ্বেষী বিষ্ণুকন্ধরপাতনঃ ।

হীনদোষোঽক্ষয়গুণো দক্ষারিঃ পূষদন্তভিৎ ॥ ৯৯

ধূর্জটিঃ খণ্ডপরশুঃ সকলো নিষ্কলোঽনঘঃ ।

অকালঃ সকলাধারঃ পাণ্ডুরাভো মৃডো নটঃ ॥ ১০০

পূর্ণঃ পূরয়িতা পুণ্যঃ সুকুমারঃ সুলোচনঃ ।

সামগেয়প্রিয়োঽক্রূর পুণ্যকীর্তিরনাময়ঃ ॥ ১০১

মনোজবস্তীর্থকরো জটিলো জীবিতেশ্বরঃ ।

জীবিতান্তকরো নিত্যো বসুরেতা বসুপ্রদঃ ॥ ১০২

সদ্‌গতিঃ সৎকৃতিঃ সিদ্ধিঃ সজ্জাতিঃ খলকণ্টকঃ ।

কলাধরো মহাকালভূতঃ সত্যপরায়ণঃ ॥ ১০৩

লোকলাবণ্যকর্তা চ লাকোত্তরসুখালয়ঃ ।

চন্দ্রসংজীবনঃ শাস্তা লোকগূঢ়ো মহাধিপঃ ॥ ১০৪

লোকবন্ধুর্লোকনাথঃ কৃতজ্ঞঃ কীৰ্তিভূষণঃ ।

অনপায়োঽক্ষরঃ কান্তঃ সর্বশস্ত্রভৃতাং বরঃ ॥ ১০৫

তেজোময়ো দ্যুতিধরো লোকানামগ্রণীরণুঃ ।

শুচিস্মিতঃ প্রসন্নাত্মা দুর্জয়ো দুরতিক্রমঃ ॥ ১০৬

জ্যোতির্ময়ো জগন্নাথো নিরাকারো জলেশ্বরঃ ।

তুম্ববীণো মহাকোপো বিশোকঃ শোকনাশনঃ ॥ ১০৭

ত্রিলোকপস্ত্রিলোকেশঃ সর্বশুদ্ধিরধোক্ষজঃ ।

অব্যক্তলক্ষণে দেবো ব্যক্তাব্যক্তো বিশাম্পতিঃ ॥ ১০৮

বরশীলো বরগুণঃ সারো মানধনো ময়ঃ ।

ব্রহ্মা বিষ্ণু প্ৰজাপালো হংসো হংসগতির্বয়ঃ ॥ ১০৯

বেধা বিধাতা ধাতা চ স্ৰষ্টা হর্তা চতুর্মুখঃ । কৈলাসশিখরবাসী সৰ্বাবাসী সদাগতিঃ ॥ ১১০

হিরণ্যগর্ভে দ্রহিণো ভূতপালোঽথ ভূপতিঃ । সদ্যোগী যোগবিদ্যোগী বরদো ব্রাহ্মণপ্রিয়ঃ ॥ ১১১

দেবপ্রিয়ো দেবনাথো দেবজ্ঞো দেবচিন্তকঃ । বিষমাক্ষো বিশালাক্ষো বৃষদো বৃষবর্ধনঃ ॥ ১১২

নির্মমো নিরহঙ্কারো নির্মোহো নিরুপদ্রবঃ ।

দর্পহা দর্পদো দৃপ্তঃ সর্বর্তুপরিবর্তকঃ ॥ ১১৩

সহস্ৰজিৎ সহস্রার্চি স্নিগ্ধপ্রকৃতিদক্ষিণঃ । ভূতভব্যভবন্নাথঃ প্রভবো ভূতিনাশনঃ ॥ ১১৪

অর্থোঽনর্থো মহাকোশঃ পরকার্যৈকপণ্ডিতঃ ।

নিষ্কণ্টকঃ কৃতানন্দো নির্ব্যাজো ব্যাজমর্দনঃ ॥ ১১৫

সত্ত্ববান্সাত্ত্বিকঃ সত্যকীর্তিঃ স্নেহকৃতাগমঃ । অকম্পিতো গুণগ্রাহী নৈকাত্মা নৈককৰ্মকৃৎ ॥ ১১৬

সুপ্রীতঃ সুমুখঃ সূক্ষ্মঃ সুকরো দক্ষিণানিলঃ ।

নন্দিস্কন্ধধরো ধুর্যঃ প্রকটঃ প্রীতিবর্ধনঃ‌ ॥ ১১৭

অপরাজিতঃ সর্বসত্ত্বো গোবিন্দঃ সত্ত্ববাহনঃ ।

অধৃতঃ স্বধৃতঃ সিদ্ধঃ পূতমূৰ্তিৰ্যশোধনঃ ॥ ১১৮

বারাহশৃঙ্গধৃক্ ছৃঙ্গী বলবানেকনায়কঃ ।

শ্রুতিপ্রকাশঃ শ্রুতিমানেকবন্ধুরনেককৃৎ‌ ॥ ১১৯

শ্রীবৎসলশিবারম্ভঃ শান্তভদ্রঃ সমো যশঃ ।

ভূশয়ো ভূষণো ভূতির্ভূতকৃদ্ ভূতভাবনঃ ॥ ১২০


অকম্পো ভক্তিকায়স্তু কালহা নীললোহিতঃ ।

সত্যব্রতমহাত্যাগী নিত্যশান্তিপরায়ণঃ ॥ ১২১

পদার্থবৃত্তির্বরদো বিরকস্তু বিশারদঃ ।

শুভদঃ শুভকর্তা চ শুভনামা শুভঃ স্বয়ম্ ॥ ১২২

অনৰ্থিতোঽগুণঃ সাক্ষী হ্যকর্তা কনকপ্রভঃ ।

স্বভাবভদ্রো মধ্যস্থঃ শত্রুঘ্নো বিঘ্ননাশনঃ ॥ ১২৩

শিখণ্ডী কবচী শূলী জটী মুণ্ডী চ কুণ্ডলী ।

অমৃত্যুঃ সর্বদৃক্ সিংহস্তেজোরাশির্মহামণিঃ ॥ ১২৪

অসংখ্যেয়েঽপ্রমেয়াত্মা বীর্যবান্ বীর্যকোবিদঃ ।

বেদ্যশ্চৈব বিয়োগাত্মা পরাবরমুনীশ্বরঃ ॥ ১২৫

অনুত্তমো দুরাধর্ষো মধুরপ্রিয়দর্শনঃ ।

সুরেশঃ শরণং সর্বঃ শব্দব্ৰহ্ম সতাং গতিঃ ॥ ১২৬

কালপক্ষঃ কালকালঃ কঙ্কণীকৃতবাসুকিঃ ।

মহেষ্বাসো মহীভর্তা নিষ্কলঙ্কো বিশৃঙ্খলঃ ॥ ১২৭

দ্যুমণিস্তরণির্ধন্যঃ সিদ্ধিদঃ সিদ্ধিসাধনঃ ।

বিশ্বতঃ সংবৃতঃ স্তুত্যো ব্যূঢ়োরস্কো মহাভুজঃ ॥ ১২৮

সর্বযোনির্নিরাতঙ্কো নরনারায়ণপ্রিয়ঃ ।

নির্লেপো নিষ্প্রপঞ্চাত্মা নির্ব্যঙ্গো ব্যঙ্গনাশনঃ ॥ ১২৯

স্তব্যঃ স্তবপ্রিয়ঃ স্তোতা ব্যাসমূর্তির্নিরঙ্কুশঃ ।

নিরবদ্যময়োপায়ো বিদ্যারাশী রসপ্রিয়ঃ ॥ ১৩০

প্রশান্তবুদ্ধিরক্ষুণ্নঃ সংগ্রহী নিত্যসুন্দরঃ ।

বৈয়াঘ্ৰধুর্যো ধাত্রীশঃ শাকল্যঃ শর্বরীপতিঃ ॥ ১৩১

পরমার্থগুরুর্দত্তঃ সূরিরাশ্রিতবৎসলঃ ।

সোমো রসজ্ঞো রসদঃ সর্বসত্তবাবলম্বনঃ ॥ ১৩২


॥ ইতি বিষ্ণুকৃত শিবসহস্রনাম স্তোত্রম্ ॥


 🚩 শিবসহস্রনাম স্তোত্র পাঠের মাহাত্ম্য -


🔶 পরমশৈব শ্রীবিষ্ণুকে পরমেশ্বর শিব বললেন শিবসহস্রনাম স্তোত্র পাঠের মাহাত্ম্য –


যারা প্রতিদিন এই সহস্ৰনাম পাঠ করবে বা করাবে, তারা স্বপ্নেও কোনো দুঃখ প্রাপ্ত হবে না। রাজার দিক থেকে সংকট প্রাপ্ত হয়ে মানুষ যদি সর্বভাবে বিধিপূর্বক এই সহস্রনাম শতবার পাঠ করে তাহলে সে নিশ্চয়ই কল্যাণের ভাগী হয়। এই উত্তম স্তোত্র রোগনাশক, বিদ্যা ও ধনদায়ক, সমস্ত অভীষ্ট প্রাপ্তিকারক, পুণ্যজনক এবং সদাই শিবভক্তি প্রদানকারী। যে ফললাভের উদ্দেশ্যে মানুষ এই শ্রেষ্ঠ স্তোত্র পাঠ করবে, সে নিঃসন্দেহে তা প্রাপ্ত করবে । যে ব্যক্তি প্রতিদিন প্রভাতে উঠে আমার পূজা করার পরে আমার সামনে এই ” শিবসহস্রনামস্তোত্র” টি পাঠ করে, সিদ্ধি তার থেকে দূরে থাকে না। তার ইহলোকে সম্পূর্ণ অভীষ্ট প্রদানকারী সিদ্ধি পূর্ণতঃ লাভ হয় এবং অন্তকালে সে সাযুজ্য মোক্ষের ভাগী হয়, এতে সংশয় নেই।


🖋️সংগ্রহে ও লেখনীতে – শ্রী কৌশিক রায় শৈবজী


©️কপিরাইট ও প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha (ISSGT)


© Koushik Roy. All Rights Reserved https://issgt108.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত