প্রকৃত বেদজ্ঞ কে ?



পঠনং পাঠনং কর্ত্তুং ক্ষমাস্ত্বভ্যাসশালিনঃ । 

শ্রুতিস্মৃতিপুরাণানাং শ্রুতজ্ঞা স্তে প্রকীৰ্তিতাঃ ॥১৭৮ 

[রেফারেন্স - শুক্রনীতি/অধ্যায় ২]

☘️ সরলার্থ - যারা বেদ, স্মৃতি এবং পুরাণ শাস্ত্রের অধ্যয়ন ও অধ্যাপন করতে উদ্যত হয়ে সেগুলির অভ্যাসশালী হন তারা বেদজ্ঞ ॥১৭৮

ব্যাখ্যা - যে সমস্ত ব্যক্তি শ্রুতি অর্থাৎ বেদ ও তার‌ই সাথে স্মৃতি সহ পুরাণশাস্ত্র অধ্যয়ন করার জন্য আগ্রহী হয়ে সেগুলি কে নিত্য পঠনপাঠন করে অভ্যাস করেন, একমাত্র তাদেরকেই বেদজ্ঞ বলা হয়েছে।

সুতরাং, বেদজ্ঞ হবার জন্য পুরাণশাস্ত্রকেও মান্য করতে হবে এটিই শুক্রনীতির বচন।


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত