[১] শিবভজন - গঙ্গাধর শিবের আরতি

 


এই সঙ্গীতটি গঙ্গাপূজা, অক্ষয় তৃতীয়ার দিন ও অন্যান্য বিশেষ শৈব অনুষ্ঠানের সময়(বিশেষত সন্ধ্যাবেলায়) এই মনমোহক আরতি সঙ্গীতটি সমবেত হয়ে গাওয়া হয়ে থাকে। 

(এই শিব আরতি সঙ্গীতটি পুরাকাল থেকে প্রচলিত)

[বিঃদ্রঃ - 'য' শব্দটি 'ইঅ' ধরনের উচ্চারণ করবেন]


ॐ জয গঙ্গাধর হর জয গিরিজাধীশা।

ত্বং মাং পালয নিত্যং কৃপযা জগদীশা ॥

ॐ হর হর হর মহাদেব ॥ ১ 


কৈলাসে গিরিশিখরে কল্পদ্রুমবিপিনে ।

গুঞ্জতি মধুকরপুঞ্জে কুঞ্জবনে গহনে ॥

ॐ হর হর হর মহাদেব ॥২


কোকিলকুজিত খেলত হংসাবন ললিতা ।

রচয়তি কলাকলাপং নৃত্যতি মুদসহিতা ॥

ॐ হর হর হর মহাদেব ॥৩


তস্মিংল্ললিতসুদেশ শালা মণিরচিতা ।
তন্মধ্যে হরনিকটে গৌরী মুদসহিতা ॥
ॐ হর হর হর মহাদেব ॥৪


ক্রীড়া রচযতি ভুষারঞ্জিত নিজমীশাম্ ।
ইন্দ্রাদিক সুর সেবত নামযতে শীশাম্ ॥
ॐ হর হর হর মহাদেব ॥৫


বিবুধবধু বহু নৃত্যত হৃদযে মুদসহিতা ।

কিন্নর গায়ন কুরুতে সপ্ত স্বর সহিতা ॥

ॐ হর হর হর মহাদেব ॥৬


ধিনকত থৈ থৈ ধিনকত মৃদঙ্গ বাদযতে ।

ক্রণ ক্রণ ললিতা বেনুং মধুর নাদযতে ॥

ॐ হর হর হর মহাদেব ॥৭


রুণ রুণ চরণে রচযতি নূপুরমুজ্জ্বলিতা ।

চক্রাবর্তে ভ্রমযতি কুরুতে তাং ধিক তাং ॥

ॐ হর হর হর মহাদেব ॥৮


তাং তাং লুপ চুপ তাং তাং ডমরু বাদযতে ।
অঙ্গুষ্ঠাঙ্গুলিনাদং লাসকতাং কুরুতে ॥
ॐ হর হর হর মহাদেব ॥৯


কর্পূরদ্যুতিগৌরং পঞ্চাননসহিতম্ ।
ত্রিনয়নশশিধরমৌলিং বিষধরকণ্ঠযুতম্ ॥
ॐ হর হর হর মহাদেব ॥১০


সুন্দরজটাকলাপং পাবকযুতভালম্ ।
ডমরুত্রিশূলপিনাকং করধৃতনৃকপালম্ ॥
ॐ হর হর হর মহাদেব ॥১১


মুণ্ডৈ রচযতি মালা পন্নগমুপবীতম্ ।
বামবিভাগে গিরিজারূপং অতিললিতম্ ॥

ॐ হর হর হর মহাদেব ॥১২


সুন্দরসকলশরীরে কৃতভস্মাভরণম্ ।
ইতি বৃষভধ্বজরূপং তাপত্রযহরণম ॥
ॐ হর হর হর মহাদেব ॥১৩


শঙ্খনিনাদং কৃত্বা ঝল্লরি নাদযতে ।
নীরাজযতে ব্রহ্মা বেদঋচাং পঠতে ॥
ॐ হর হর হর মহাদেব ॥১৪


অতিমৃদুচরণসরোজং হৃৎকমলে ধৃত্বা ।
অবলোকযতি মহেশং ঈশং অভিনত্বা ॥
ॐ হর হর হর মহাদেব ॥১৫


সঙ্গতিমেবং প্রতিদিন পঠনং যঃ কুরুতে ।
শিবসাযুজ্যং গচ্ছতি ভক্ত্যা যঃ শৃণুতে ॥
ॐ হর হর হর মহাদেব ॥১৬


সংগ্রহ সহ বাংলা ভাষায় লেখক - শ্রী কৌশিক রায় শৈবজী
কপিরাইট এবং প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha-ISSGT
















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত