বেদ অনুসারে - শিব সত্য বাকি সবকিছুই মিথ্যা

 



এক এব শিবো নিত্যস্ততোঽন্যৎসকলং মৃষা ।

তস্মাৎসর্বান্পরিত্যজ্য ধ্যেযান্বিষ্ণবাদিকান্সুরান্ ॥ ৩০ ॥

[রেফারেন্স - শ্রুতিশাস্ত্র(বেদ)/শরভ উপনিষদ]


☘️ সরলার্থ – শিব‌ই একমাত্র নিত্য, অন্য সকল কিছুই মিথ্যা । এই কারণে বিষ্ণু আদি সকল দেবতাকে পরিত্যাগ করে শিবকেই ধ্যেয় বলে জানা উচিত ॥ ৩০ ॥


ব্যাখ্যা - যেহেতু বিষ্ণু সহ সমস্ত দেবতার স্বরূপ পরমেশ্বর শিব নিজেই ধারণ করেন তাই একমাত্র শিবকেই ধ্যেয় এবং সত্য বলা হয়েছে , বাকি সবকিছুকেই মিথ্যা বলেছেন স্বয়ং বেদ শাস্ত্র।

মন্তব্যসমূহ

  1. নমামি পার্বতীপতিং
    নমামি জাহ্নবীপতিং
    নমামি ভক্তবৎসলং
    নমামি ফাললোচনম্।
    নমামি চন্দ্রশেখরং
    নমামি দুঃখমোচনং
    তদীয়পাদপঙ্কজং স্মরাম্যহং নটেশ্বরম্

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ