বিল্ব অষ্টকম্ স্তোত্রম্ (বঙ্গানুবাদসহ)

 


🌷🌿 ॥ বিল্বাষ্টকম্ ॥ 🌿🌷


ISSGT (International Shiva Shakti Gyan Tirtha) -এর পক্ষ থেকে এই প্রথমবার মহাপবিত্র  বিল্বাষ্টকম্ স্তোত্রটি সংগ্রহ করেছেন শ্রীমতি নমিতা রায় দেবীজী ও অনুবাদ করেছেন শ্রী সোমনাথ দত্ত শৈবজী। 


ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রিয়ায়ুধম্ ।

ত্রিজন্মপাপসংহারং একবিল্বং শিবার্পণম্ ॥ ১॥


ত্রিশাখৈঃ বিল্বপত্রৈশ্চ হ্যচ্ছিদ্রৈঃ কোমলৈঃ শুভৈঃ ।

শিবপূজাং করিষ্যামি হ্যেকবিল্বং শিবার্পণম্ ॥ ২॥


অখণ্ড বিল্ব পত্রেণ পূজিতে নন্দিকেশ্বরে ।

শুদ্ধ্যন্তি সর্বপাপেভ্যো হ্যেকবিল্বং শিবার্পণম্ ॥ ৩॥


শালিগ্রাম শিলামেকাং বিপ্রাণাং জাতু চার্পয়েৎ ।

সোময়জ্ঞ মহাপুণ্যং একবিল্বং শিবার্পণম্ ॥ ৪॥


দন্তিকোটি সহস্রাণি বাজপেয় শতানি চ ।

কোটিকন্যা মহাদানং একবিল্বং শিবার্পণম্ ॥ ৫॥


লক্ষ্ম্যাস্তনুত উৎপন্নং মহাদেবস্য চ প্রিয়ম্ ।

বিল্ববৃক্ষং প্রয়চ্ছামি হ্যেকবিল্বং শিবার্পণম্ ॥ ৬॥


দর্শনং বিল্ববৃক্ষস্য স্পর্শনং পাপনাশনম্ ।

অঘোরপাপসংহারং একবিল্বং শিবার্পণম্ ॥ ৭॥

মূলতো ব্রহ্মরূপায় মধ্যতো বিষ্ণুরূপিণে ।

অগ্রতঃ শিবরূপায় হ্যেকবিল্বং শিবার্পণম্ ॥ ৮॥


বিল্বাষ্টকমিদং পুণ্যং যঃ পঠেৎ শিবসন্নিধৌ ।

সর্বপাপ বিনির্মুক্তঃ শিবলোকমবাপ্নুয়াৎ ॥


॥ ইতি বিল্বাষ্টকম্ ॥


🔥 বঙ্গানুবাদ :


ত্রিপত্র বিশিষ্ট, সত্ত্ব, রজ, এবং তমঃ ত্রিগুণ সম্পন্ন, সূর্য, চন্দ্র তথা অগ্নি ত্রিনেত্রধারী এবং ত্রিআয়ুধ গদা, ত্রিশূল, তির ধনুক ধারী প্রভু পরমেশ্বর, তিনি শূলহস্তঃ, বজ্রী, ধন্বী, খড্গী, পরশুধারী, কুঠরায়ুধপাণিঃ প্রভৃতি নামে খ্যাত।

যিনি তিন জন্মের পাপ সংহারকারী সেই প্রভু পরমেশ্বরকে একটি বিল্বপত্র অর্পণ করছি ।।১।।


☘️ছিদ্র রহিত, সুকোমল, ত্রিপত্রযুক্ত, মঙ্গল প্রদানকারী বিল্ব পত্র দ্বারা প্রভু পরমেশ্বরের আরাধনা সম্পন্ন করি।

একটি বিল্বপত্র প্রভু পরমেশ্বরকে অর্পণ করছি ।।২।।


☘️অখন্ড বিল্বপত্র দ্বারা নন্দীকেশর প্রভু পরমেশ্বরের আরাধনা করলে মনুষ্য সমস্ত পাপ হতে মুক্ত হয়ে শুদ্ধ ও পবিত্র হয়ে যায়।

সেই পবিত্র বিল্বপত্র প্রভু পরমেশ্বরকে অর্পণ করছি।।৩।।


☘️আমার দ্বারা প্রভু পরমেশ্বরকে অর্পন করা বিল্বপত্র, কদাচিৎ ব্রাহ্মণের শালিগ্রাম শিলার সমান তথা সোম যজ্ঞ অনুষ্ঠানের সম মহান পূণ্য প্রদানকারী।

সেই পবিত্র বিল্বপত্র প্রভু পরমেশ্বরকে অর্পণ করছি।।৪।।


☘️আমার দ্বারা প্রভু পরমেশ্বরকে অর্পন করা বিল্বপত্র, হাজার কোটি গজদান, সহস্র বাজপেয়-যজ্ঞ অনুষ্ঠান তথা কোটি কন্যা মহাদান এর সমান।

সেই পবিত্র বিল্বপত্র প্রভু পরমেশ্বরকে অর্পণ করছি।।৫।।☘️☘️☘️


☘️বিষ্ণু-প্রিয়া লক্ষ্মীর বক্ষঃস্থল আবির্ভুত তথা প্রভু পরমেশ্বরের অত্যন্ত প্রিয় বিল্ববৃক্ষ প্রভুকে সমর্পন করছি।

সেই পবিত্র বিল্বপত্র প্রভু পরমেশ্বরকে অর্পণ করছি।।৬।।


☘️বিল্ববৃক্ষের দর্শন তথা স্পর্শ মাত্র সমস্ত পাপ বিনাশ করে তথা শিবাপরাধ সংহার করে।

সেই পবিত্র বিল্বপত্র প্রভু পরমেশ্বরকে অর্পণ করছি।।৭।।☘️☘️☘️


☘️বিল্বপত্রের মূলভাগ ব্রহ্ম স্বরূপ, মধ্য ভাগ বিষ্ণু স্বরূপ এবং অগ্রভাগ শিব স্বরূপ।

সেই পবিত্র বিল্বপত্র প্রভু পরমেশ্বরকে অর্পণ করছি।।৮।।


☘️যে মনুষ্য প্রভু পরমেশ্বরের সমীপে এই পূণ্য প্রদানকারী "বিল্বাষ্টকম্" নিত্য পাঠ করে সেই মনুষ্য সমস্ত পাপ মুক্ত হয়ে অন্তিমে শিবলোক প্রাপ্ত হয়।☘️


।। বিল্বাষ্টকম সম্পূর্ণ হল ।।


🙏🙏🙏 নমঃ শিবায় 🙏🙏🙏

🙏🙏🙏 নমঃ শিবায়ৈ 🙏🙏🙏

🚩©️কপিরাইট ও প্রচারে:- International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত