বিষ্ণু তথা অনান্য দেবতার চেয়ে শিবের ধ্যান সর্বোত্তম



দ্বিবিধস্তত্র দেবস্য শিবস্য ধ্যানমুত্তমম্ ।

বিষ্ণবাদীনাং‌ তু দেবানাং‌ ধ্যানাং‌ চাধমমিষ্যতে ॥৫৬


[রেফারেন্স- স্কন্দমহাপুরাণ/সুতসংহিতা/যজ্ঞবৈভবখণ্ড/অধ্যায় ২]


☘️সরলার্থ - শিবের ধ্যান‌ উত্তম এবং বিষ্ণু তথা অনান্য দেবতার ধ্যান অধম‌ ॥৫৬


🌷ব্যাখ্যা - সমস্ত দেবতাই শিবের বিভিন্ন স্বরূপ, তাই শিব‌ই বিভিন্ন কার্যের জন্য গুণকে আশ্রয় করে বিষ্ণু সহ অনান্য দেবতাদের রূপ ধারণ করেন, এই গুণযুক্ত রূপগুলি মায়ার দ্বারা তৈরি, যার কারণে প্রকৃত এক ও অদ্বিতীয় পরমেশ্বর শিবের থেকে ঐ দেবতা দের আলাদা মনে হয়, যা আসলেই ভ্রম, তাই এখানে একমাত্র পরমেশ্বর শিবের ধ্যানকেই সর্বোত্তম বলা হয়েছে, কারণ বাকি রূপ গুলির মায়ার দ্বারা তৈরি, কিন্তু শিব‌ই একমাত্র নিত্য।

(শ্রুতিশাস্ত্র শরভ উপনিষদের ৩০নং শ্লোকে এক‌ই কথা বলা হয়েছে) 

✍️ সংগ্রহে ও লেখনীতে - নন্দীনাথ শৈব 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত