শৈবসেবা পরম কর্তব্য – শিবমহাপুরাণের শিক্ষা


 পূজয়া শিবভক্তস্য শিবঃ প্রীততরো ভবেত্ ।

শিবস্য শিবভক্তস্য ভেদো নাস্তি শিবো হি সঃ ॥ ১৩১


 [রেফারেন্স - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বর সংহিতা/অধ্যায় ১৭]


সরলার্থ - শিবভক্ত(শৈব)কে পূজা করলে পরমেশ্বর শিব অত্যন্ত প্রসন্ন হন। প্রভু শিব এবং তার ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই, একজন শৈব স্বয়ংই সাক্ষাৎ শিবস্বরূপ ॥ ১৩১


সিদ্ধান্ত - ভক্তশৈব স্বয়ং শিবরূপী হওয়ায় তার পূজার্চ্চনা করা খুবই পুণ্যের কর্ম, যে ব্যক্তি শৈব সেবা করেন সেই ব্যক্তির উপর পরমেশ্বর শিব অতি প্রসন্ন হন ও কৃপা করেন । 


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত