আদেশ শব্দের অন্তর্নিহিত অর্থ


 শ্রীগোরক্ষনাথ উবাচঃ 

আত্মেতি পরমাত্মেতি জীবাত্মেতি বিচারণে ।

 ত্রয়াণামৈক্যসংভূতিরাদেশ ইতি কীর্তিতঃ ॥ ৬৪

আদেশ ইতি সদ্বাণীং সর্বদ্বন্দ্বক্ষয়াপহাম্।

যো যোগিনং প্রতিবদেৎ সযাত্যাত্মানমৈশ্বরম্‌ ॥ ৬৫

[তথ্যসূত্র : সিদ্ধসিদ্ধান্তপদ্ধতি/৬নং অনুচ্ছেদ] 


🌷সরলার্থ : শ্রীগোরক্ষনাথ জী বললেন -

 আত্মা (বিশ্বাত্মা), পরমাত্মা ও জীবাত্মার সম্পর্ক বিচার করে জ্ঞাত হ‌ওয়া যায় উক্ত তিনটির একতা হতে সম্ভূত অদ্বিতীয় সত্ত্বা "আদেশ" নামে বিখ্যাত। 'আদেশ' অদ্বিতীয় পরমাত্মা শিবের স্বরূপকে উপস্থাপনকারী একটি সদবাণী। এটির উচ্চারণের মাধ্যমে জরা, সুখ, দুঃখ, রাগ, দ্বেষ ইত্যাদি প্রপঞ্চার্থক দ্বন্দ্বের নাশ হয়। যে জীব কোনো যোগীর উদ্দেশ্যে 'আদেশ' শব্দটি উচ্চারণ করেন তিনি পরমাত্মা শিবের অভিন্ন সত্ত্বা জ্ঞাত হয়ে যান ॥ ৬৪-৬৫ 

☘️ বিঃদ্রঃ - " আদেশ " শব্দটি ব্যক্তির মধ্যে থাকা ব্রহ্মস্বরূপকে উদ্দেশ্য করে উচ্চারণ করা হয় । 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত