শ্রীদক্ষিণামূর্তি স্তোত্র (স্কন্দমহাপুরাণোক্ত)

এই সর্বপ্রথম শৈবশাস্ত্র থেকে দক্ষিণামূর্তি স্তোত্র প্রকাশিত হল ISSGT (International Shiva Shakti Gyan Tirtha) - এর পক্ষ থেকে, 

দক্ষিণামূর্তি স্তোত্রটি সংগ্রহ ও সম্পাদন করেছেন শ্রীকৌশিক রায় শৈবজী, বাংলা ভাষাতে লিখেছেন শ্রীসোমনাথ দত্ত শৈবজী ।


স্তোত্র পাঠের ফল : এই স্তোত্র পাঠ করলে শিবকৃপায় দিব্যজ্ঞান লাভ হয় । যারা পাঁচটি মুক্তির মধ্যে অন্তিম মুক্তি পেতে চান অর্থাৎ মোক্ষলাভ করতে চান তারা অবশ্যই এই স্তোত্র পাঠ করবেন । 


ॐ নমঃ শিবায় ॥

প্রলম্বিত জটা বদ্ধং চন্দ্র রেখাবতংসকম্ ।

নীলগ্রীবং শরচ্চন্দ্র চন্দ্রিকাভির্ বিরাজিতম্‌ ॥ ১

গোক্ষীর ধবলাকারং চন্দ্র বিম্ব সমাননম্ ।

সুস্মিতং সুপ্রসন্নং চ স্বাত্ম তত্ত্বৈক সংস্থিতম্ ॥ ২

গঙ্গাধরং শিবং শান্তং লসৎ কেয়ূর মণ্ডিতম্ ।

সর্বাভরণ সংযুক্তং সর্বলক্ষণ সংযুতম্ ॥ ৩

বীরাসনে সমাসীনং বেদ যজ্ঞোপবীতিনম্ ।

ভস্মধারাভিরামং তং নাগাভরণ ভূষিতম্ ॥ ৪

ব্যাঘ্রচর্মাম্বরং শুদ্ধং যোগপট্টাবৃতং শুভম্ ।

সর্বেষাং প্রাণি নামাত্মা জ্ঞানাপস্মার পৃষ্ঠতঃ ॥ ৫

বিন্যস্ত চরণং সম্যগ্ জ্ঞান মুদ্রাধরং হরম্।

সর্ববিজ্ঞান রত্নানং কোশভূতং সুপুস্তকম্ ॥ ৬

দধানং সর্ব তত্বাক্ষ মালিকাং কুণ্ডিকামপি ।

স্বাত্মভূত পরানন্দ পরশক্ত্যর্ধ বিগ্রহম্ ॥ ৭

ধর্মরূপ বৃষো পেতং ধার্মিকৈর্ বেদ পারগৈঃ ।

মুনিভিঃ সংবৃতং মায়াবটমূলাশ্রিতং শুভম্ ॥ ৮

ঈশানং সর্ব বিদ্যানামীশ্বরেশ্বরম্ ব্যয়ম্ ।

উৎপত্ত্যাদি বিনির্মুক্তং মোংকার কমলাসনম্ ॥ ৯

স্বাত্ম বিদ্যা প্রদানেন সদা সংসার মোচকম্ ।

রুদ্রং পরম কারুণ্যাৎ সর্ব প্রাণিহিতে রতম্ ॥ ১০

উপাসকানাং সর্বেষামভীষ্ট সকলপ্রদম্ ।

দক্ষিণামূর্তি দেবাখ্য জগৎ সর্গাদি কারণম্ ॥ ১১


[তথ্যসূত্র - শ্রীস্কন্দমহাপুরাণ/সূতসংহিতা/মুক্তিখণ্ড/মোচককথনম নামক ৪নং অধ্যায়/৩৫-৪৫নং শ্লোক]


সরলার্থ - 

• প্রভু শিবের প্রলম্বিত জটাজুট সুবিন্যস্ত। তাহার মস্তকে দ্বিতীয়ার চন্দ্রমা শোভা বর্ধন করছে। প্রভুর সর্বাঙ্গ শারদকালীন চন্দ্রের জ্যোস্নার ন্যায় শুভ্র বর্ণময় এবং কণ্ঠের মধ্যভাগ নীলিমাময়।৩৫।।

• প্রভুর মুখমণ্ডলের আভা পূর্ণচন্দ্রের রশ্মিছটার ন্যায় প্রতিবিম্বিত হচ্ছে এবং গাভীর দুগ্ধের ন্যায় শুভ্র ধবল বর্ণছটায় উদ্ভাসিত ও প্রসন্নতাপূর্বক সদা স্মিত হাস্যময়। প্রভু তার স্বরূপে বিদ্যমান রয়েছেন।।৩৬।।

• প্রভু শিব গঙ্গাকে নিজ জটার মধ্যে আশ্রয় প্রদান করেছেন। শান্তমূর্তি প্রভুর বাহুদ্বয় বাজুবন্ধনী দ্বারা অলঙ্কৃত তথা নানালঙ্কারে প্রভুর সর্বাঙ্গ বিভূষিত। প্রভু সমস্ত উত্তম লক্ষণযুক্ত।।৩৭।।

• মহাদেব বীরাসনে বিরাজমান, বেদসংমত যজ্ঞোপবীতধারী, ভস্ম ত্রিপুন্ডধারী নাগভূষণে প্রভু স্বয়ং সুশোভিত।।৩৮।।

• ব্যাঘ্রচর্ম পরিবৃতা, এবং ইহা দ্বারা প্রভুর যোগপট্ট নির্মিত। প্রভুর নিকটস্থ সকল বস্তু, প্রাণী শুদ্ধ ও শুভ। সমস্ত প্রাণীদের মধ্যে যে আত্ম অজ্ঞানতা বিদ্যমান রয়েছে, তাহা আপস্মার রূপে প্রভুর চরণতলে অবস্থান করছে, এবং তার পৃষ্ঠভাগে প্রভু তার শ্রীচরণ স্পর্শ করেছেন। প্রভুর প্রথম হস্ত জ্ঞানমুদ্রায় স্থিত, দ্বিতীয় হস্তে সমগ্র জ্ঞানের কোশভূত পুস্তক বিদ্যমান, তৃতীয় হস্ত সর্ব তত্ত্ব স্বরূপ রুদ্রাক্ষমাল্যে সুশোভিত, এবং চতুর্থ হস্তে অমৃতকমল ধারণ করে রয়েছেন।।৩৯-৪০।।

• প্রভু শিবের অভিন্ন পরমানন্দ স্বরূপ পরাশক্তি তার অর্ধাঙ্গে বিরাজমান।।৪১।।

• ধর্মরূপী বৃষভ নন্দী প্রভুর সন্নিকটে অবস্থান করছেন। মায়া স্বরূপ বটবৃক্ষের মূলে স্থিত প্রভুর চারিধারে ধার্মিক এবং বেদজ্ঞ মুনি ঋষিগণ উপবেষ্টিত।।৪২।।

• প্রভু শিবই সমস্ত বিদ্যার স্বামী। তিনি শাসকেরও নিয়ন্তা, অপরিবর্তনীয়। জন্মাদি-ভাববিকার হতে প্রভু স্পর্শ রহিত।

• ॐকার স্বরূপ কমলাসনে তিনি বিরাজমান।।৪৩।।

• প্রভু সদাশিব আপন স্বরূপের পরিজ্ঞান দ্বারা সদা এ সংসার হতে মুক্ত। পরম করুণাবশত প্রভু প্রাণীদের হিতের জন্য সদা তৎপর, সমস্ত প্রাণীদের দুঃখ হরণ করেন।।৪৪।।

• সমস্ত উপাসকগণের সকল অভীষ্ঠ সম্পদ প্রদান করেন তিনি। সংসারের সৃষ্ঠি, স্থিতি, সংহারের কারণভূত মহাদেবকেই দক্ষিণামূর্তি নামে সম্বোধন করা হয়।(তত্ত্বজ্ঞানকে দক্ষিণা বলা হয়, ‘শোমুষী দক্ষিণা প্রোক্তা’ এরকম দক্ষিণামূর্তি উপনিষদে বলা রয়েছে। যে রুপ ধারণ করে প্রভু তত্ত্বজ্ঞান প্রদান করেন সেই রূপকে দক্ষিণামূর্তি নামে আভিহিত করা হয়।) ।।৪৫।। 


🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha -ISSGT 


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ