পরমেশ্বর শিব কদাপি কারও ধ্যান করেন না

 


শ্রীবিষ্ণু উবাচ্-

" শ্ৰুতিদেবাদ্যগম্যং হি পদং তবকিলস্থিতম্ || ১৮৫ ||

 সর্বোপনিষদব্যক্তংত্বত্পদংকপিসর্বযুক্ 

যমাদিসাধনৈৰ্যোগৈর্নক্ষণন্তেপদং স্থিতম্ || ১৮৬ || 

অথবিষ্ণুর্মহাতেজ মহেশমিদম্ ব্রবীৎ | 

সর্ব্বৈর্নমস্যতেযস্তুসর্ব্বৈরেবসমর্চ্যতে || ২৪৪ ||

হুযতে সর্বযজ্ঞেষু সভবান্কিজপিষ্যতি | 

রচিতাংজলযঃ সর্বেত্বামেবৈকমুপাসতে || ২৪৫ || 

তবকঃ ফলদোবন্দ্যঃ কোবাত্বত্তোধিকোবদ || ২৪৬ || "

(রেফারেন্স- পদ্মপুরাণ/পাতাল খণ্ড/১১৪ নং অধ্যায়)

অর্থ - আপনার পাদপদ্ম বেদ এবং দেবতাগণের জন্যও অগম্য। এমনকি সমগ্র উপনিষদও আপনার পাদপদ্মকে ব্যাখ্যা করতে সমর্থ নয়। সাধন, যোগের দ্বারাও আপনাকে পাওয়া যায়না। সবাই আপনাকে অর্চ্চনা করে, প্রার্থনা করে, আপনার জপ করে, উপাসনা করে এবং সর্বযজ্ঞে আপনারই উদ্দেশ্য আহুতি দেয়। তাহলে আপনি কার পূজা করেন ?‌আপনাকে ফলপ্রদানকারী ও আপনার চেয়ে শ্রেষ্ঠ এমন কেই বা আছে ?

শঙ্কর উবাচ্ - 

" ধ্যাযেনকিঞ্চিৎ গোবিন্দননমস্যেহকিঞ্চন || ২৪৭ ||

নোপাস্যেকিঞ্চনহরেনজপিষ্যেহকিঞ্চন | 

কিন্তু নাস্তিকজন্তুনাং প্ৰবৃত্ত্যৰ্থমিদংমযা || ২৪৮ || "

(রেফারেন্স- পদ্মপুরাণ/পাতাল খণ্ড/১১৪ নং অধ্যায়)

অর্থ - হে গোবিন্দ ! বস্তুত আমি কারও ধ্যান করিনা, কাউকে প্রণাম করিনা, কাউকে উপাসনা করিনা এবং কারও জপ করিনা। নাস্তিকদেরকে এবং জগৎবাসীকে শিক্ষা প্রদানের নিমিত্তে আমি নিজ ইচ্ছায় বিধি নিয়মে আবদ্ধ হই।

সিদ্ধান্ত - সদাশিবই একমাত্র সেই নিরঞ্জন ব্রহ্ম, সাক্ষাৎ পরমেশ্বর। আর যিনি সাক্ষাৎ পরমেশ্বর তিনি কেনই বা অপর কোনো দেবতার ধ্যান বা অর্চনা করতে যাবেন। তিনি সাকার অবস্থায় যা কিছু করেন সবটাই তাঁর লীলা মাত্র। সবাই আসলে তাঁকেই একমাত্র ভজনা করে থাকে বিভিন্ন মার্গে, কিন্তু তিনি কারো ভজনা করেন না। ইহা শিব মহাপুরাণেরও মত। - " সর্বে রুদ্রং ভজন্ত্যেব রুদ্রঃ কঞ্চিদ্ভজেন্ন হি |স্বাত্মনা ভক্তবাৎসল্যাদ্ভজত্যের কদাচন || ১৫ || "  (শিবমহাপুরাণ/কোটিরুদ্রসংহিতা/অধ্যায় ৪২)

©RohitKumarChoudhury. ISSGT. 2022. ARR 


 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত