নাথ কাপালিক ঘরানা -


🚩কাপালিকরা আসলেই হলেন এক প্রকারের বামাচারী শৈব সম্প্রদায়- 

" আদিনাথো হ্যনাদিশ্চ কালশ্চৈবাতিকালকঃ | 

করালো বিকরালশ্চ মহাকালশ্চ সপ্তমঃ || 

কালভৈরবনাথশ্চ বটুকস্তদনন্তরম্ | 

ভূতনাথো বীরনাথঃ শ্ৰীকণ্ঠো দ্বাদশো মতঃ || 

নাগার্জুনো জড়ভরতো হরিশ্চন্দ্রস্তৃতীয়কঃ | 

সত্যনাথো ভীমনাথো গোরক্ষশ্চর্পটস্তথা || 

অবদ্যশ্বৈচ বৈরাগ্যঃ কন্থাধারী জলন্ধরঃ | 

মার্গপ্রবর্তকা হ্যেতে তদ্বচ্ছমলয়াৰ্জুনঃ || " 


রেফারেন্স - শাবরতন্ত্র (গোরক্ষপুর মঠ কর্তৃক প্রকাশিত 'গোরক্ষ সিদ্ধান্ত সংগ্রহ' হতে সংকলিত)


অর্থ - শাবরতন্ত্র মতে দ্বাদশ কাপালিক গুরু হলেন - আদিনাথ (সাক্ষাৎ শিব), অনাদি, কাল, অতিকাল, করাল, বিকরাল, মহাকাল, কালভৈরবনাথ, বটুক, ভূতনাথ, বীরনাথ ও শ্রীকণ্ঠ । কাপালিক দ্বাদশ শিষ্যগণ হলেন- নাগার্জুন, জড়ভরত, হরিশ্চন্দ্র, সত্যনাথ, ভীমনাথ, গোরক্ষ, চর্পট, অবদ্য, বৈরাগ্য, কন্থাধারী, জালন্ধর এবং মলয়ার্জুন । 

মতান্তরে কাপালিকদেরকে অতিমার্গিক পাশুপতদের থেকে সৃষ্ট বলে মনে করা হয় । তাদের দর্শন ছিল - দ্বৈত , ইষ্টদেব ছিলেন ভৈরব । তারা যে তন্ত্র অনুসরণ করতেন সেগুলো কাপাল আগম , লাকুল আগম , পাশুপত তন্ত্র , বাম তন্ত্র , ভৈরব তন্ত্র নামে পরিচিত । মন্ত্রমার্গিক নাথ ঘরানার কাপালিকরা আবার সোমসিদ্ধান্ত সম্প্রদায় নামেও পরিচিত ছিলেন । মনে করা হয় এদের থেকেই অঘোর , কৌল এসব সম্প্রদায় এসেছে ।

©RohitKumarChoudhury. ISSGT. 2022. ARR 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত