বৈষ্ণবদের থেকে শ্রেষ্ঠ হল শিবভক্ত শৈব



 বৈষ্ণবানাং সহস্রেভ্যঃ শিবভক্তো বিশিষ্যতে ॥৯

[তথ্যসূত্র - সৌরপুরাণ/অধ্যায় নং ১১]


☘️ সরলার্থ - পরমেশ্বর মহাদেব বললেন, এক হাজার বৈষ্ণবের থেকে একজন শিবভক্ত শৈব শ্ৰেষ্ঠ ॥


✅ ব্যাখ্যা : বৈষ্ণবগণ সর্বদাই ভেদাভেদবাদে বিশ্বাসী, তাদের মধ্যে সমদর্শী ভাবনার অভাব, কিন্তু শিবভক্ত শৈবরা একতা ও সমানতায় বিশ্বাসী তাই তারা দেবদেবীর মধ্যে ভেদাভেদ করে না বরং তারা সমস্ত দেবদেবীকে এক ও অদ্বিতীয় পরমেশ্বর শিবের বিভিন্ন স্বরূপ বলে মানেন, যা বেদশাস্ত্র সম্মত, তাই বৈষ্ণবদের দৃষ্টি ও শৈবদের দৃষ্টির উপর বিচার করে শৈবদের শ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে । 


কপিরাইট ও প্রচারে - ISSGT 



আরো দেখুন 👇

👉 পদ্মপুরাণে শৈবদের নিন্দা করা কতটা যুক্তিযুক্ত ?



মন্তব্যসমূহ

  1. তোর সৌর পুরাণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভ্রান্ত, জঞ্জাল মাত্র

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত