ভস্ম/বিভূতি অভিমন্ত্রিত করণ এবং ধারণের শাবর মন্ত্র -


      ভস্ম গায়ত্রী (ভস্মকে অভিমন্ত্রিত করার শাবর মন্ত্র) 

সত নমো আদেশ | গুরুজীকো আদেশ | ॐ গুরুজী | ভভূত মাতা ভভূত পিতা ভভূত তরণ তারণী | মানুষতে দেবতা করে ভভূত কষ্ট নিবার্ণী | সো ভষ্মতী মাই জহা পাই তহা রমাই | আদকে জোগী অনাদকী ভভূত সতকো জোগী ধর্মকে পূত | অমৃত ঝরে ধরতী ফরে সো ফল মাতা গায়ত্রী চরৈ | গায়ত্রী মাতা গোবরী করে সূরজ মুখ সুখী অগন মুখ জরী | অষ্ট টংক ভভূত নাব টংক পাণী ঈশ্বর আণি পারবতী ছাণি | সো ভস্মতি হস্তক লে মস্তক চঢ়ী | চঢ়ী ভভূত দিল হুআ পাক অলখ নিরংজন আপো আপ | নাথজী গুরুজী কো আদেশ আদেশ | আদেশ |

                অভিমন্ত্রিত ভস্ম ধারণের শাবর মন্ত্র 

সত নমো আদেশ | গুরুজীকো আদেশ | ॐ গুরুজী |  ॐ সোঽহঁ ধূংধূকারা শিব শিব শক্তি নে মিল কিয়া পসারা | নখ সে চীর বহগ বনায়া | রক্ত রুপ সে ভগবা আয়া অলখ পুরুষ নে ধারণ কিয়া | তব পীছে সিদ্ধো কো দিয়া | আবো সিদ্ধো ধরো ধ্যান ভগবা মংত্ৰ ভয়া প্ৰণাম | ইতনা ভগবা মংত্র সম্পূর্ণং ভয়া | আদেশ আদেশ সিদ্ধ গুরুজীকো আদেশ | আদেশ | আদেশ |


বিঃদ্রঃ ১. গৃহীদের জন্য শুধুমাত্র গোবর/ঘুটে পোড়ানো ভস্ম ব্যবহার করার বিধান আছে শাস্ত্রে। ধুনির ভস্ম অথবা শশ্মান চিতার ভস্ম শুধু নাথ যোগী সন্ন্যাসী এবং অঘোরীদের জন্য,  গৃহীদের জন্য নয়। 

. উক্ত শাবর মন্ত্র শৈব নাথ গুরু পরম্পরাগত এবং নাথ সিদ্ধ যোগীদের দ্বারা বানানো, তাই শাবর মন্ত্রকে আর আলাদা করে সিদ্ধ করতে হয়না। কেননা, আদিনাথ শিবের আদেশে শাবর মন্ত্র কীলন রহিত ভাবেই তৈরি হয়। ('কীলন' শব্দের অর্থ সরল ভাবে আপনারা Password Protection ধরে চলবেন।)

৩. কিন্তু তবুও শাবর মন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে সঠিক নাথ পরম্পরাগত গুরুর আদেশ নেওয়া বাঞ্ছনীয়। 

৪. উপরিউক্ত ভস্ম শোধন ও ধারণের শাবর মন্ত্রটি আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন, কেননা ইহা কোনো তান্ত্রিক ক্রিয়ার সাথে সম্পর্কিত নয়। ইহা সাধারণ একটি মন্ত্র। তবে নাথ পরম্পরায় দীক্ষিত ব্যক্তিদের উপর এই মন্ত্র অধিক কার্যকর। কেননা মন্ত্রের কার্যকারিতা সেই পরম্পরার গুরুদের আশীর্বাদের উপরেও নির্ভর করে।

শ্রী নাথ জী কো আদেশ আদেশ 

সংগ্রহে - ©RohitKumarChoudhury (ISSGT)

প্রচারে -  International Shiva Shakti Gyan Tirtha- ISSGT 

©RohitKumarChoudhury. ISSGT. 2022. ARR







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত