বৈষ্ণবপদের ঊর্ধ্বে শৈবপদ আছে, যা শ্রীবিষ্ণুও জানতে পারেন না




 

বিদ্যতেতৎপরং শৈবং বিষ্ণুনা নাবগাম্যতে।

অসংখ্যেয়গুণং শুদ্ধং জানিয়াৎ শিবাত্মকম্ ॥ ৫১

[তথ্যসূত্র - লিঙ্গমহাপুরাণ/পূর্বভাগ/৯ অধ্যায়/৫১ নং শ্লোক]

☘️ অর্থ — সেই বৈষ্ণবপদের(বিষ্ণুপদের) থেকেও ঊর্ধ্বে(উপরে) শৈবপদ(শিবপদ), যার সম্পর্কে বিষ্ণুও জানতে পারেন না। 

অসংখ্য শুদ্ধগুণ(অ-প্রাকৃত) যুক্ত শিবাত্মক তত্ত্বকে কেউ জানতে পারেনা॥ ৫১

________________________________________________

টীকা — এই শ্লোকের সমর্থনে বৈষ্ণবদের পদ্মপুরাণ কী বলছে দেখা যাক 

শ্রী হরি উবাচ

ন শক্তিং ভস্মনো জানে প্রভাবং তেকুতো বিভো।

নমস্তেঽস্ত নমস্তেঽস্তু ত্বামেব শরণং গতঃ ॥২৩৮

[তথ্যসূত্র - পদ্মপুরাণ/পাতালখণ্ড/৬৪ অধ্যায়/২৩৮ নং শ্লোক]

অর্থ — পরমশৈব শ্রীবিষ্ণু বললেন, হে পরমেশ্বর শিব ! আমি ভস্মের মহিমা জানি না, আপনার মহিমা কিরূপে জানব ?

আপনারই শরণাপন্ন হলাম, আপনাকে পুনঃ পুনঃ প্রণাম করি। ২৩৮


[সুতরাং ব্রহ্মতত্ত্ব/শিবতত্ত্ব কে শৈব ছাড়া আর কেউ‌ই জানতে সক্ষম নয়। একজন শৈব ব্যক্তি শিবতত্ত্বকে ততোটুকুই জানতে পারেন যতোটুকু শিব জানাতে চান, শ্রীবিষ্ণুও সম্পূর্ণ শিবতত্ত্ব জানতে সক্ষম নন।  শিবতত্ত্বকে/ব্রহ্মতত্ত্বকে কেউ‌ই সম্পূর্ণভাবে জানতে পারেনা।]


 

লেখনীতে - শ্রীমতি নমীতা রায় দেবীজী 

🚩 কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ