করন্যাস বিধি (শৈব আগমোক্ত)

 

ISSGT এর পক্ষ থেকে শ্রী রোহিত কুমার চৌধুরী শৈবজী এই পদ্ধতি সংগ্রহ করেছেন।


🔴কর কথার অর্থ বিশেষত হস্ত (হাত)। কিন্তু এখানে হাতের আঙুলকে নির্দেশ করা হয়েছে।


✅আগমোক্ত করন্যাস বিধি (সৃষ্টিক্রমে) –


👉 ॐ যং ঈশানায় অঙ্গুষ্ঠভ্যাং নমঃ ( তর্জনী দিয়ে বুড়ো আঙুলের গোড়া ছুঁতে হবে, দুই হাতেই এমনটা একসাথে করতে হবে)


👉 ॐ বাং তৎপুরুষায় তর্জনীভ্যাং নমঃ (বুড়ো আঙুল দিয়ে তর্জনীর গোড়া ছুৃৃঁতে হবে, দুই হাতেই এমনটা একসাথে করতে হবে)


👉 ॐ শিং অঘোরায় মধ্যমাভ্যাং নমঃ (বুড়ো আঙুল দিয়ে মধ্যমার গোড়া ছুৃৃঁতে হবে, দুই হাতেই এমনটা একসাথে করতে হবে)


👉 ॐ মং বামদেবায় অনামিকাভ্যাং নমঃ (বুড়ো আঙুল দিয়ে অনামিকার গোড়া ছুৃৃঁতে হবে, দুই হাতেই এমনটা একসাথে করতে হবে)


👉 ॐ নং সদ্যোজাতায় কনিষ্ঠিকাভ্যাং নমঃ (বুড়ো আঙুল দিয়ে কেনি আঙুলের গোড়া ছুৃৃঁতে হবে, দুই হাতেই এমনটা একসাথে করতে হবে)


👉 ॐ ॐ প্রণবায় করতলপৃষ্ঠাভ্যাং নমঃ (ডান হাতের তর্জনী আর মধ্যমাদিয়ে বামহাতের তালুতে তালি বাজাতে হবে )


(🔻বিঃদ্রঃ – করন্যাসের ক্ষেত্রে সৃষ্টিক্রম অর্থাৎ বুড়ো আঙুল থেকে শুরু করে ক্রমশ কনিষ্ঠা আঙুল পর্যন্ত ক্রমে করন্যাস গৃহীরাও করতে পারবেন বলছে কামিকাগম, দীপ্তাগম। তাই সৃষ্টিক্রমটাই দেওয়া হল)


|| ইতি করন্যাস বিধি ||


প্রচারে – INTERNATIONAL SHIVA SHAKTI GYAN TIRTHA


© Koushik Roy. All Rights Reserved https://issgt108.blogspot.com 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত