সদাশিব হতে সিদ্ধান্ত শৈবতন্ত্র গুলির প্রাকট্য (শৈব সিদ্ধান্ত মতানুসারে)

 


" কামিকাদ্দজিতান্তাং চ সদ্যোজাতমুখদ্ভবম্ || ৬৩ ||

দীপ্তাদিসুপ্রভেদান্তং বামদেবমুখোদ্ভবম্ |

বিজয়াদীনী বীরান্তং বক্ত্রং ঘোরমুখোদ্ভবম্ || ৬৪ ||

রৌরবাদীনি বিম্বান্তং চোদ্ভূতং পুরুষাত্তথা |

সিদ্ধাদিবাতুলান্তং তু ঈশানস্য মুখোদ্ভবম্  || ৬৫ || "

রেফারেন্স - চিন্ত্য তন্ত্র (শৈবাগম)/ ক্রিয়াপাদ/ প্রথম পটল

অর্থ - সদাশিবের সদ্যোজাত মুখ হতে কামিক,  যোগজ,  চিন্ত্য, কারণ এবং অজিত‌ এই ৫ টি আগম প্রকটিত হয়েছে।  বামদেব মুখ হতে  দীপ্ত,  সূক্ষ্ম, সহস্র,  অংশুমান এবং সুপ্রভেদ  এই ৫ টি আগম প্রকটিত হয়েছে। অঘোর মুখ হতে বিজয়,  নিঃশ্বাস,  স্বায়ম্ভুব, অনল ও বীর এই ৫ টি আগম প্রকটিত হয়েছে। তৎপুরুষ মুখ হতে রৌরব, মকুট,  বিমল, চন্দ্রজ্ঞান ও মুখবিম্ব এই ৫ টি আগম প্রকটিত হয়েছে। ঈশান মুখ হতে প্রোদ্গীত, ললিত, সিদ্ধ,  সন্তান, শার্ব্বোক্ত (নৃসিংহ), পারমেশ্বর, কিরণ এবং বাতুল এই ৮ টি আগম প্রকটিত হয়েছে।

কামিক থেকে অজিত এই পাঁচটি আগম জ্ঞান লাভ করেন - ঋষি কৌশিক

দীপ্ত থেকে সুপ্রভেদ এই পাঁচটি আগমের জ্ঞান লাভ করেন - ঋষি কশ্যপ

বিজয় থেকে বীর এই পাঁচটির জ্ঞান লাভ করেন - ঋষি ভরদ্বাজ

রৌরব থেকে মুখবিম্ব এই পাঁচটি আগমের জ্ঞান লাভ করেন - ঋষি গৌতম

এবং  প্রোদ্গীত থেকে বাতুল এই আটটির জ্ঞান লাভ করেন - ঋষি অগস্ত্য

Reference- 'The Saivagamas' by M. Arunachalam - Page No - 22 

©RohitKumarChoudhury. ISSGT. 2022. ARR




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত