বাসুকি নাগের প্রার্থনা মন্ত্র

 


সুশ্বেতেন তু দেহেন সুশ্বেতোৎপল শেখরঃ ॥ ১৭২

চারুভোগকৃতাটোপো হারচারু বিভূষণঃ ।

বাসুকির্নাম নাগেন্দ্রঃ শিবপূজাপরো মহান্ ॥ ১৭৩

সর্বপাপবিষং হত্বা ক্ষেমারোগ্যং করোতু মে। 


[তথ্যসূত্র - শিবধর্মপুরাণ/অধ্যায় নং ৬] 


সরলার্থ - শ্বেতবর্ণের দেহযুক্ত, যার মস্তক সুশ্বেত উৎপল সম্পন্ন, অতি সুন্দর আনন্দ উপভোগকারী এবং সুন্দর অলংকার-হার ভূষনধারী।

যিনি বাসুকি নামক নাগেন্দ্র হিসেবে সমাদৃত, তিনি শিবপূজাপরায়ন ও মহান।

সেই বাসুকি সর্বপাপ-রূপ বিষের হনন করে নিন এবং আমার কল্যাণ করে আরোগ্য প্রদান করুন।


(এই মন্ত্র উচ্চারণ করে শিবের গলায় থাকা বাসুকি নাগের উদ্দেশ্যে প্রার্থনা করুন)


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত